Wednesday, April 24, 2019

FB Posts : F


Health Care FB Posts ... F

C/O, FB Group: Health Care


07/04/2019 up-down 
501) “যারা বিবাহে সামর্থ নয়, তারা যেন সংযম অবলম্বন করে যে পর্যন্ত না আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে অভাবমুক্ত করে দেন...” [২৪:৩৩] =======>>
502) যে ব্যক্তি কোন নারীকে বিবাহ করবে তার সম্পদের লোভে, আল্লাহ তাআলা তার দারিদ্র্যই বৃদ্ধি করবেন ....
503) হাদীসঃ সন্দেহযুক্ত এমন সবকিছু পরিহার করে সন্দেহমুক্ত যা তা গ্রহণ কর । --------তিরমিজী
504) অতিরিক্ত মদপানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দুই শিক্ষার্থীর মৃত্যুর খবর পাওয়া গেছে। রবিবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তারা মারা যান।
505) পঁচিশ বছর আগে, ১৯৯৪ সালে মাত্র ১০০ দিনের মধ্যে রোয়ান্ডায় ৮ লাখ মানুষ হত্যা করেছিল হুতু চরমপন্থিরা। তাদের শিকার ছিল সংখ্যালঘু টুটসি সম্প্রদায়ের মানুষজন, যারা ছিল তাদের রাজনৈতিক প্রতিপক্ষও।

কীভাবে ওই গণহত্যা শুরু হয়েছিল?
506) "যে কোন ধরনের মাদক শরীরের
শক্তি নষ্ট করে। মাদকে আসক্তির
ফলে মানুষের যৌনক্ষমতা কমে যায়।"
507) ডায়াবেটিস বিশ্বের অষ্টম সবচেয়ে বড় ঘাতক ব্যাধি। ===>>
508) গার্মেন্টস নারী শ্রমিকদের  স্নাতক পর্যায় পর্যন্ত  উচ্চ শিক্ষা প্রদানে  রুবানা হক -এর অব্যাহত  অবদান ===>>
 https://www.youtube.com/watch?v=DfdRdDSBlNw 
509) রুবানা হক ১১ বছর বয়স থেকে ৫ ওয়াক্ত নামাজ পড়েন ...
510) সকল রোগের একটাই চিকিৎসা সেইটা হল তওবা ... তওবা কারীদের জন্য ছয়টি ফায়দা // মুফতি কাজী ইবরাহিম
511) পাত্র চাই ফাঁদ !!  // Talash Onushondhan ...
 https://www.youtube.com/watch?v=IqI_WO3e2CY 
512) #SocietyBD ====>>
এই এক বিয়ের নীতির জন্য ছেলেদের মনে এই মানসিকতা তৈরি হচ্ছেঃ যেহেতু জীবনে একবারই বিয়ে করতে পারবো, সেহেতু বউকে হতে হবে একেবারে পারফেক্ট, আইডিয়াল। তার মধ্যে কোনো রকমের খুঁত থাকলে হবে না। আমার বউকে তো সুন্দরী হতেই হবে, নো চয়েস। সেইসাথে বউকে হতে হবে উচ্চশিক্ষিত। বুদ্ধিমতি। চাকুরীজীবি। স্লিম ফিগার। এতএত রূপগুন তার থাকতে হবে। সাথে সাথে সমাজ-পরিবারের চাওয়া হিসেবে, তাকে কম বয়সী হতে হবে। বউ তো বিধবা-ডিভর্সী হবার প্রশ্নই উঠে না। সেইসাথে টাকা-পয়সা, সামাজিক স্ট্যাটাসেরও একটা বিষয় আছে। বিয়ে তো জীবনে একটাই করবো। এতো বছর ওয়েট করেছি তো এই জন্যেই যে একটা পারফেক্ট মেয়েকে বিয়ে করবো! ====>>
07/04/2019 up-down
513) বিবাহঃ আল্লাহর রহমত বনাম দাজ্জালের ফিতনা ...... 
Marriage in Akhir al-Zaman By Sheikh Imran Hosein ...
514) পারকিনসন্স রোগ নির্ণয়ের ক্ষেত্রে নতুন সম্ভাবনার দুয়ার খুলতে চলেছে। গবেষকেরা বলছেন, গন্ধ দিয়েই নাকি নির্ণয় করা যাবে পারকিনসন্স।
515) হাত বা পায়ে অবশ হয়ে যাওয়ার মত অনুভূতি হতে পারে যে কারোরই। বাহু বা কবজির কোন একটি স্নায়ু বা একগুচ্ছ স্নায়ু যদি সংকুচিত হয় এবং ক্ষতিগ্রস্থ হয় তাহলে হাত অবশ হয়ে যাওয়ার অনুভূতি হয়। এছাড়াও ডায়াবেটিসের মত রোগের কারণে পেরিফেরাল স্নায়ু ক্ষতিগ্রস্থ হলে, আঘাতের ফলে, সংক্রমণ এবং বিষাক্ত পদার্থের সংস্পর্শের কারণেও হাত অবশ হওয়ার অনুভূতি হতে পারে।
516) হাত-পায়ে ঝিন ঝিন, ভার ভার, অবশ হওয়া ভাব ও করণীয় ।
517) খালি পেটে রসুন খাওয়ার ফলে যকৃত এবং মূত্রাশয় সঠিকভাবে নিজ নিজ কার্য সম্পাদন করে। এছাড়াও, এর ফলে পেটের বিভিন্ন সমস্যা দূর হয় যেমন- ডায়রিয়া। এটা হজম ও খিদের উদ্দীপক হিসেবে কাজ করে। এটি স্ট্রেস দূর করতেও সক্ষম। স্ট্রেস বা চাপের কারনে আমাদের গ্যাস্ট্রিক এর সমস্যায় পরতে হয়। তাই, খালি পেটে রসুন খেলে এটি আমাদের স্নায়বিক চাপ কমিয়ে এ সকল সমস্যা দূর করতে সাহায্য করে।
518) ঘুমের অসুবিধা এবং তার প্রতিকার | ডা. ইফতেখার উল্লাহর পরামর্শ | স্বাস্থ্য প্রতিদিন ৩৩০৮
519) মাঝ বয়সের পর যারা মুটিয়ে যান তাদের চিন্তা করার ক্ষমতা হ্রাস পায় এবং স্মৃতিভ্রষ্ট হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। --- গবেষণা
520) a) ল্যানসেটের প্রতিবেদন: ধূমপানের চেয়ে বেশি প্রাণহানি ঘটছে দৈনন্দিন খাবারের কারণে b) বিশ্বে বিপজ্জনক খাবার হিসেবে যেসব উপাদানের কথা বলা হচ্ছে, তা হলো অতিরিক্ত লবণ ও কম দানাদারযুক্ত শস্য খাবার। এগুলোর কারণে বছরে লাখ লাখ মানুষের মৃত্যু হয়। অতিরিক্ত লবণের কারণে ৩০ লাখ মানুষের মৃত্যু হয়। কম দানাদারযুক্ত শস্য খাওয়ার কারণে প্রাণ যায় ৩০ লাখ মানুষের। আর কম ফলমূল খাওয়ার কারণে ২০ লাখ মানুষের মৃত্যু হচ্ছে। এ ছাড়া বাদাম, বীজ, শাকসবজি, সামুদ্রিক থেকে পাওয়া ওমেগা-৩ এবং আঁশজাতীয় খাবারের পরিমাণ কম হওয়াটাও মৃত্যুর বড় কারণগুলোর অন্যতম।
521) তরমুজ হাড় সুস্থ রাখে ====>>

মানুষের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরে হাড়ে ক্যালসিয়ামের অভাব দেখা দেওয়া স্বাভাবিক। এ সময় শরীরে ক্যালসিয়ামের চাহিদা বাড়ে। এ বাড়তি চাহিদা পূরণ না-হলে হাত বা পায়ে ব্যথা হবে; হাঁটাহাঁটিতে সমস্যা হবে। অথচ বয়স বাড়লে নিয়মিত হাঁটাহাঁটি করা সার্বিকভাবে শরীর সুস্থ রাখার জন্য জরুরি। যদি আপনি নিয়মিত তরমুজ খান, তবে এর ক্যারোটিন ও ক্যালসিয়াম আপনার হাড় মজবুত রাখবে। এর সুফল পাবেন বয়সকালে।
522) বাংলাদেশি বংশোদ্ভূত প্রফেসর টিপু আজিজ যুক্তরাজ্যের সর্বোচ্চ নিউরোসার্জারি পুরস্কার ‘মেডাল অব দ্য সোসাইটি অব ব্রিটিশ নিউরোলজিক্যাল সার্জনস’ (এসবিএনএস) লাভ করেছেন।
523) ঘুমে সমস্যা কলার চা খেলে ম্যাজিকের মতো ঘুম চলে আসবে। কলার গুনাগুণ ও উপকারিতা
524) বঙ্গবন্ধুশেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (PG hospital) এর রাতে দায়িত্বরত সেবিকার আচরণ।
525) a) Laparoscopy is a type of surgery that uses smaller cuts than you might expect. b) Doctors first used it for gallbladder surgery and gynecology operations. Then it came in play for the intestines, liver, and other organs.
526) লাউ বা কদু মূত্রনালির বিভিন্ন রোগ ও জ্বালাপোড়া রোধে খুবই উপকারী। লাউ কোষ্ঠকাঠিন্য ও পাইলস রোগ রোধেও খুব কার্যকর ভূমিকা রাখে।
527) প্রস্রাব কখনওই চেপে রাখবেন না। এতে মূত্রথলিতে সংক্রমণ (ইনফেকশন) হওয়ার আশঙ্কা থাকে।
528) প্রস্রাবের সমস্যা ও সমাধান - Urinary Problems in Bangla- প্রস্রাবের থলিতে ইনফেকশন-health tips bangla
529) প্রোস্টেট বড় হয়ে যাওয়া এবং তার প্রতিকার | ডা. মো. আজফার উদ্দীনের পরামর্শ | স্বাস্থ্য প্রতিদিন ৩২৬৮
530) কলায় প্রচুর পরিমাণে পটাশিয়াম, ম্যাঙ্গানিজ, আঁশ, কপার, ভিটামিন সি, ভিটামিন বি সিক্স ও বায়োটিন আছে। এ কারণে ক্যানসার, অ্যাজমা, ডায়াবেটিস, হৃদরোগসহ অনেক রোগ প্রতিরোধ করতে পারে কলা। তবে আমরা যখন দেখি ঘরে আনা কলা কয়েক দিন পর বেশি পেকে কালো দাগে ভরে যায়, তখন সেগুলোকে দ্রুত ডাস্টবিনে ফেলে দিই। কিন্তু আমেরিকার করনেল ইউনিভার্সিটি কলেজ অব হিউম্যান ইকোলজির গবেষকদের মতে, অতি পাকা কলা প্রচুর পুষ্টিগুণ সম্পন্ন। জেনে নিন নিয়মিত পাকা কলা খাওয়া জরুরি কেন।
531) শিক্ষার্থীর মা দাগনভূঞা থানায় দেওয়া লিখিত অভিযোগে দাবি করেছেন, আবদুল করিম (৫৫) নামের ওই প্রধান শিক্ষক নিজ কক্ষে ডেকে নিয়ে গিয়ে তার মেয়েকে ধর্ষণ করে। বর্তমানে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে। প্রথমে তারা ভেবেছিলেন, মেয়ের পেটে পাথর হয়েছে কিংবা পাকস্থলির অন্য কোনও সমস্যা। তবে গত মাসে তারা এক চিকিৎসকের কাছে গিয়ে জানতে পারেন, তাদের মেয়ে অন্তঃসত্ত্বা।
532) স্ত্রী সহবাসের পরবর্তীতে কোন রোগ বৃদ্ধির হোমিওপ্যাথিক চিকিৎসা।
06/04/2019 up-down 
533) বিপদজনক খাদ্য হিসেবে যেসব উপাদানের কথা বলা হচ্ছে :

১. অতিরিক্ত লবণ- ৩০ লাখ মানুষের মৃত্যুর কারণ

২. কম দানাদার শস্য খাওয়া- ৩০ লাখ মানুষের মৃত্যুর কারণ

৩. ফলমূল কম খাওয়া- ২০ লাখ মানুষের মৃত্যুর কারণ

এছাড়া বাদাম, বীজ, শাক-সবজী, সামুদ্রিক থেকে পাওয়া ওমেগা-৩ এবং আঁশ জাতীয় খাবারের পরিমাণ কম হওয়াটাও মৃত্যুর বড় কারণগুলোর অন্যতম।
534) Whoever recites the Qur’an frequently, will enjoy soundness in his mind, even if he hits the age of 100.

--- Imam Al-Qurtubi
535) woman's voice @ Home 
536) #‎HadeesBD
خَيْرُ النَّاسِ أَنْفَعُهُمْ لِلنَّاسِ
“যে ব্যক্তি মানুষের বেশি উপকার করে, সে-ই শ্রেষ্ঠ মানুষ।”
537) লিভার নষ্টের ৯টি কারণ ......
438) পাকিস্তান না হলে দশ কোটি মুসলমানের কি হবে?..অখণ্ড ভারতে যে মুসলমানদের অস্তিত্ব থাকবে না এটা আমি মন প্রাণ দিয়ে বিশ্বাস করতাম।-মুজিব
439) Our sins are more harmful upon us than America, and those who govern us.
--- Sheikh Muqbil Bin Hadi Al Wadi’i
540) চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনও ওষুধ, বিশেষ করে ব্যথানাশক (পেনকিলার) ওষুধ বা কোনও অ্যান্টিবায়োটিক খাবেন না। মাত্রাতিরিক্ত ব্যথানাশক ওষুধ বা কোনও অ্যান্টিবায়োটিক কিডনির মারাত্মক ক্ষতি করতে পারে।
05/04/2019 up-down 
541) এক শ্রেণির অসাধু ব্যবসায়ী দেশে আমদানি করছে হিয়ামিত মহিষ, ভেড়া ও দুম্বার মাংস। যার একটি বড় অংশ মেয়াদোত্তীর্ণ। 
543) শরীরের ওজন বেড়ে যাওয়া ঠেকাতে বা শরীর ঠিক রাখতেই অনেকেই ডায়েট করেন। কিন্তু এ ডায়েটের নেতিবাচক দিক অনেক আছে।
544) Detox foot Pads কি?
545) #BookBD ...

প্রাথমিক চিকিৎসা সহায়িকা (হার্ডকভার)

by, ডা. মিজানুর রহমান কল্লোল
546) বাই-পোলার ডিস-অর্ডার (Bipolar Disorder) =====>>
547) a) Allopathy is a pejorative term used by proponents of alternative medicine to refer to modern scientific systems of medicine.
548) অষ্টাদশ ও ঊনবিংশ শতাব্দীতে অ্যানথ্রাক্স রোগটি গোটা ইউরোপের বিভিন্ন দেশে মহামারী আকারে দেখা দিয়েছিল। 
549) #BookBD ...

আধুনিক অ্যালোপ্যাথিক চিকিৎসা (হার্ডকভার)

by প্রফেসর ডা. দেওয়ান আবদুর রহীম
550) বাসা থেকে বের হলে এই দু'আ পড়তে ভুলবেন না 
ﺑِﺴْﻢِ ﺍﻟﻠّٰﻪِ ﺗَﻮَﻛَّﻠْﺖُ ﻋَﻠَﻰ ﺍﻟﻠّٰﻪِ،
ﻭَﻟَﺎ ﺣَﻮْﻝَ ﻭَﻟَﺎ ﻗُﻮَّﺓَ ﺇِﻟَّﺎ ﺑِﺎﻟﻠّٰﻪِ
551) আল্লাহর নির্দেশ ব্যতিরেকে কোন বিপদ আসে না এবং যে আল্লাহর উপর ঈমান আনে, তিনি তার অন্তরকে সৎপথ প্রদর্শন করেন।
Quran 64:11
552) মুঠোফোনে প্রেমের ফাঁদে ফেলে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে যৌনপল্লিতে বিক্রির চেষ্টাকালে গতকাল বুধবার রাতে রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা-পুলিশ এক কিশোরীকে (১৬) উদ্ধার করেছে। এ ঘটনায় পুলিশ মিজানুর রহমান ওরফে জিয়ারুল ইসলাম (৩৬) নামের একজনকে গ্রেপ্তার করেছে।
04/04/2019 up-down
553) বাংলাদেশ বড় ধরণের ভূমিকম্প ঝুঁকির মধ্যে দাঁড়িয়ে। গত চার’শ বছর ধরে বাংলাদেশ ও ভারতের পূর্বাংশে দু'টি ভূ-গাঠনিক প্ল্যাটে শক্তি সঞ্চয়ের ফলে এ আশঙ্কা তৈরি হয়েছে বলে জানিয়েছেন গবেষকরা।
554) Medicine:
Itch Guard Cream
(ইচ গার্ড)
555) নার্গিস সঞ্জয়কে উদ্দেশ্য করে বলে যান, ‘ভদ্রভাবে চলা ফেরা কর। চরিত্র ঠিক রেখো। কখনও উচ্চাবিলাসী হইও না। সবসময় বড়দের সম্মান করো। এটাই তোমার কাজের মধ্য দিয়ে তোমাকে অনেক দূর নিয়ে যাবে।’
556) কোরআন থেকে পরকীয়ার শাস্তি জানবো-
557) "NEVER SHUT THE DOOR OF YOUR KITCHEN. THE GUESTS BRING THEIR SHARES THEMSELVES."
558) 🙇‍♀আগে মহিলারা ছিল ঘরের সৌন্দর্য।
👉আর আজ তারা বাজারের সৌন্দর্য।
559) #MigrantBD
গত বছর ১৩শ'র বেশি নারী শ্রমিক পালিয়ে দেশে চলে এসেছেন।
b) কতটা ভয়াবহ অবস্থায় ফিরছেন এই নারীরা?
560) আপনার আশে পাশে কারো মধ্যে যদি বিষণ্ণতার কোন লক্ষণ পাওয়া যায় তাহলে 
561) Permanent solution for soriasis disease by using firmax3!!!!!!no cure available in homeopathic or Allopathic.
562) তিন তালাক ...
একবারে তিন তালাক দিলে ৫০ হাজার টাকা জরিমানা ... এমন আইন থাকলে, (তালাক ইস্যুতে) যত হারামী কাজ হয় সব বন্ধ হয়ে যেত। ---  ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর  
03/04/2019 up-down
563) ভ্রুণ হত্যা কত বড় পাপ ...... /// আল্লামা আব্দুল্লাহ আল আমিন, ঢাকা
564) #India ...
১৯৮০ থেকে ২০১০ সালের মধ্যে ৪০ লাখ থেকে ১ কোটি ২০ লাখ মেয়ে শিশুর ভ্রুণ হত্যা করা হয়েছে কেবল তারা মেয়ে এই কারণে৷
b) #News2011 ...
‘দ্য ল্যানসেট' সাময়িকীতে প্রকাশিত সমীক্ষা রিপোর্টে বলা হয়, ভারতের যেসব পরিবারের প্রথম সন্তানটি মেয়ে, সেইসব দম্পতিদের অনেকেই দ্বিতীয় সন্তান জন্ম নেওয়ার আগেই আলট্রাসাউন্ড পরীক্ষার মাধ্যমে জেনে নেন তাদের সন্তানটি ছেলে না মেয়ে? যদি জানতে পারেন মেয়ে তাহলে গর্ভপাত করিয়ে ফেলেন এই আশায় যে, পরবর্তী সন্তানটি হয়ত ছেলে হবে৷
565) ভ্রুণের বয়স যখন তেতাল্লিশ দিন হয়ে যায়, তখন থেকে তার প্রয়োজনীয় ওরগান যেমন, ফুসফুস, নাক, হাত ও বিশেষ কিছু হাড় ইত্যাদি প্রস্তুত হওয়া শুরু হয়। অতএব তখন থেকে শুরু করে চার মাস পর্যন্ত গর্ভপাতের মাধ্যমে বা অন্য কোনো প্রক্রিয়ায় ভ্রুণটি নষ্ট করে ফেলা মোটেও ঠিক নয়। (আদ্দুররুল মুখতার : ১০/২৫৪)। 
02/04/2019 up

Next from 09/04/2019 to future posts ... 
566) গরমের কারণে সবচেয়ে বেশি যে সমস্যা হয় তা হলো পানি স্বল্পতা। প্রচুর ঘামের কারণে পানির সঙ্গে সঙ্গে শরীর থেকে প্রয়োজনীয় লবণও বেরিয়ে যায়। ফলে শরীরের রক্তচাপ কমে যায়, দুর্বল লাগে, মাথা ঝিমঝিম করে। পানিস্বল্পতা গরমে সাধারণ সমস্যা হলেও অবহেলা করলে তা মারাত্মক হয়ে যেতে পারে। বিশেষ করে শিশু, বৃদ্ধ ও অসুস্থ ব্যক্তি, যারা বাইরে কাজ করেন, প্রয়োজন মতো পানি পান করার সুযোগ পান না, তারাই মারাত্মক পানি স্বল্পতায় আক্রান্ত হন বেশি। এ ক্ষেত্রে অজ্ঞান হয়ে যাওয়া এবং কিডনির সমস্যা হওয়াও বিচিত্র নয়। গরমে এসব সমস্যা থেকে বেঁচে থাকার জন্য যা করতে হবে তা হলো- প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাবেন না। যথাসম্ভব ঘরের ভিতরে বা ছায়াযুক্ত স্থানে থাকতে চেষ্টা করুন। বাইরে বের হলে সরাসরি রোদ যত সম্ভব এড়িয়ে চলতে হবে। প্রয়োজনে টুপি বা ছাতা ব্যবহার করতে হবে। পরনের কাপড় হতে হবে হালকা, ঢিলেঢালা, সুতি কাপড়। শরীরের উন্মুক্ত স্থানে সম্ভব হলে সানস্ক্রিন ব্যবহার করতে হবে, যা রোদে পোড়া থেকে সুরক্ষা দেবে। প্রচুর পানি ও অন্যান্য তরল পানীয় পান করতে হবে। যেহেতু ঘামের সঙ্গে পানি ও লবণ দুই-ই বেরিয়ে যায়, সেহেতু লবণযুক্ত পানীয় যেমন খাবার স্যালাইন বেশি করে পান করতে হবে। অবশ্যই বিশুদ্ধ পানি ব্যবহার করতে হবে। চা ও কফি যথাসম্ভব কম পান করা উচিত।
567) #HadithQudsi

“আমার ব্যাপারে আমার বান্দার ধারণা অনুযায়ী আমি ব্যবহার করি।”

[বুখারী : ৬৭৫৬ মুসলিম : ৪৮২২]
568) Hadith on Kindness =====>>
569) পাবনার হেলাল খুনের নেপথ্যে পরকীয়া!
570) ওই শিক্ষক বলেন, "আমি ৪০ বছর ধরে শিক্ষকতা করছি। আমি শিক্ষার্থীদের ব্যবহারে চরম অধঃপতন দেখছি।"
571)  নারীর নারী-ই থাকা উচিত । =======>>
572) 7tips for refresh your mind(bangla version)  ... YT
573) How to weight loss in 10 days Part 1 - Be Healthy
574) Life .... video
575) #ReminderDeath .... হে আল্লাহ! আমাদেরকে ঈমানের সাথে মৃত্যু দিন। ... আমীন
576) “আমার ব্যাপারে আমার বান্দার ধারণা অনুযায়ী, আমি ব্যবহার করি।”
[বুখারী : ৬৭৫৬ মুসলিম : ৪৮২২]
577) 'কোরান পড়ে বুঝেছি, তিন তালাকে তা সম্মতি দেয় না'
--- Supreme Court, India
578) ফর্সা আর সৌন্দর্য কখনোই এক কথা নয়। ফর্সা কেবল চামড়ার মধ্যে ফুটে উঠলেও সৌন্দর্য ফুটে উঠতে প্রয়োজন আল্লাহর আনুগত্য ও উত্তম চরিত্র। --- ড. বিলাল ফিলিপস
579) আল-হাদীসঃ মানুষ আমলের মাধ্যমে আল্লাহ্‌র নৈকট্য লাভ করতে সচেষ্ট হয়, তবে তুমি ( হে আলী ! ) আকলের মাধ্যমে আল্লাহ্‌র নৈকট্য তালাশ করো । 
------- মাকতুবাতে ইমাম গাযযালী রাহঃ , পৃষ্ঠা--১১৪
580) ‘‘যমীন কখনো ৪০ ব্যক্তি থেকে শূন্য হবে না, যাঁরা দয়ালু আল্লাহর খলীল ইবরাহীমের মত হবেন। 
581) لَعَلَّكَ تُرْزَقُ بِهِ
‘‘হতে পারে যে, তুমি তার কারণে রিয্ক প্রাপ্ত হচ্ছ।’’
582) #WarningQuran ....
583) ঘুম নিয়ে গবেষণা করছেন নিউরোসায়েন্টিস্ট ম্যাথিউ ওয়াকার। তিনি মনে করেন আমাদের ঘুমের ছন্দ ঠিক রাখতে দিনের আলো খুবই গুরুত্বপূর্ণ। ....
https://www.bbc.com/bengali/news-47977466
584) Warning on Nestle Products .... চীনের দশ লাখ শিশু অসুস্থ !!!
585) ??? .... তরমুজ 
586) প্রায় চার বছর ধরে দুরারগ্য ব্রেন টিওমারে আক্রান্ত। .... 
একটি মানবিক সাহায্যের আবেদন
মানুষ মানুষের জন্যে
587) #vviPOST .... আপন পর 
588) তিনি তার ক্লিনিকে রোগমুক্তির জন্যে প্রয়োগ করলেন অটোসাজেশন। 
589)  বিশ্ব স্বাস্থ্য সংস্থার ২০১২ সালের পরিসংখ্যান অনুযায়ী, প্রতি বছর বিশ্বজুড়ে আত্মহত্যা করে প্রায় ১০ লাখ মানুষ। 
590) কত মানুষকে মৃত লাশ বলে ডাকতাম, আজ সবাই আমাকেই লাশ বলে ডাকছে ......
591) একশতটি জিহাদ যাত্রার চাইতে উত্তম যাহা ......
592) নারীদের মধ্যে কোন ‪নারী‬ উত্তম? ....
593) অচিরে-ই তোমাদের পর এমন এক জাতি আসবে , যারা ~~~~>>
594) "আল্লাহর ভয়ে তুমি কিছু ছেড়ে দিলে, আল্লাহ তোমাকে তার চেয়ে উত্তম কিছু অবশ্যই দান করবেন।" 

--- মুসনাদে আহমাদ
595) "ইলমের যে বস্তুটি সর্বপ্রথম মানুষের কাছ থেকে তুলে নেয়া হবে তা হল বিনয়।"
596) দয়া ও নম্র ব্যবহার জমিনকে অধিক ফলনশীল করে এবং মানুষের আয়ু বৃদ্ধি করে ।

--- ইমাম জাফর সাদিক (রাহঃ)
597) পিরোজপুরের সদর উপজেলায় ব্যাটারিচালিত ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে এক নারীর মৃত্যু হয়েছে। 
598) রাজধানীর মিটফোর্ডে অবস্থিত স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে শাহাদাত নামে এক রোগীকে প্রেসক্রিপশন দিলেন ৩ কেজি ওষুধ খেতে দেওয়ার অভিযোগ উঠেছে।
599) ??? Mojibur Rahman ===>> এই পানি ভাল কারন সরাসরি পাম্প থেকে এই পানি লেকে আসতেছে। এটা চঁদ্রিমা উদ্যানে লেকে পানি দিচ্ছে।
600) একটা শিশুকেই যদি আমরা আনন্দময় শৈশব উপহার দিতে না পারি, তাহলে আমাদের বেঁচে থেকে কী লাভ?

---- মুহম্মদ জাফর ইকবাল : অধ্যাপক, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
19/04/2019 up-down






No comments:

Post a Comment