1) মশা কামড়াবে না =====>>
আমেরিকান মশা নিয়ন্ত্রণ অধিদপ্তরের তথ্য অনুসারে 1:1 অনুপাতে নারিকেল তৈলে নিম তৈল মিশিয়ে যে কোন একটা পাত্রে রাখলে কিউবেক জাতিয় মশা গড়ে তিন ফুট স্কয়ারের ভিতরে আসেনা বা নিমের তৈল নারিকেল তৈলে মিশিয়ে গায়ে মাখলে ৮ ঘন্টার জন্য আপনাকে মশা কামড়াবে না ( ১/১ অনুপাতে ) পরীক্ষিত ।