Wednesday, October 1, 2014

ত্বকের সুরক্ষায় তরমুজ

ত্বকের সুরক্ষায় তরমুজ - - - - - -

* তরমুজে রয়েছে প্রচুর পরিমাণ এন্টিঅক্সিডেন্ট, যা বার্ধক্যের কারণ ফ্রি র‍্যাডিকেলস্‌ এর বিরুদ্ধে কাজ করে। ফলে এটি আপনার ত্বককে রাখে বয়সের ছাপ, বলি রেখা ও চামড়া কুচকে যাওয়া থেকে মুক্ত।
* এর মধ্যে থাকা ভিটামিন-এ আপনার ত্বকের লোমকূপের ছিদ্রগুলোকে বড় হতে দেয়না, ফলে আপনার ত্বক তৈলাক্ততা থেকে মুক্তি পায়। আর তৈলাক্ত না থাকলে ব্রণ সহ ত্বকের অন্যান্য সমস্যা দূরে থাকে।
* তরমুজের প্রায় ৯২% হচ্ছে পানি, ফলে এটি আপনার শরীরে পানির ভারসাম্য বজায় রেখে ত্বককে রাখে সতেজ। যখন আপনার ত্বকে পানির ভারসাম্য স্বাভাবিক থাকে তখন কোলাজেন নামক একটি উপাদান তৈরী হয়, যা ত্বককে টানটান করে তারুণ্য বজায় রাখে।
* এর মধ্যে যে জৈব এসিড আছে তা আপনার ত্বকের গ্লো বৃদ্ধি করে উজ্জ্বল করে তোলে।
* এতে ক্যালরির পরিমাণ খুবই কম। অর্থাৎ তরমুজ আপনার বডি শেপকে ঠিক রেখে আপনাকে করে তোলে ফিট।
* তরমুজ আমাদের শরীরের ভেতরে তৈরী হওয়া ক্ষতিকারক টক্সিনকে দূর করে শরীরকে চাঙ্গা রাখে।
* তরমুজের রয়েছে ময়েশ্চারাইজিং ক্ষমতা, যা ত্বকের প্রাকৃতিক ময়েশ্চার ধরে রাখে।
* এটি আপনার প্রণহীন ত্বকে প্রাণ ফিরিয়ে আনে।
* তরমুজের রস খেলে সূর্যের তাপে ত্বক যে ক্ষতিগ্রস্থ হয়, তার থেকে রক্ষা পাওয়া যায়।

No comments:

Post a Comment