Wednesday, October 1, 2014

Health Care Post 2014 8 Q


1)   মশা কামড়াবে না =====>> 

আমেরিকান মশা নিয়ন্ত্রণ অধিদপ্তরের তথ্য অনুসারে 1:1 অনুপাতে নারিকেল তৈলে নিম তৈল মিশিয়ে যে কোন একটা পাত্রে রাখলে কিউবেক জাতিয় মশা গড়ে তিন ফুট স্কয়ারের ভিতরে আসেনা বা নিমের তৈল নারিকেল তৈলে মিশিয়ে গায়ে মাখলে ৮ ঘন্টার জন্য আপনাকে মশা কামড়াবে না ( ১/১ অনুপাতে ) পরীক্ষিত ।

Health Care Post 2014 8 R

1) ফরমালিন ===>>

রসূনের উপকারিতা



#garlic #healthcare

রসুনের বিস্ময়কর তথ্য আপনি জানেন কি ? LINK

ত্বকের সুরক্ষায় তরমুজ

ত্বকের সুরক্ষায় তরমুজ - - - - - -

Tuesday, September 30, 2014

Health Care Post 2014 8 P

1) # সাপ ================>>

বিজ্ঞান বলেছে, শতকরা ৯৯ ভাগ সাপেরই কোন বিষ নেই। কিন্তু আমরা সব সাপকেই ভয় পাই। অন্যদিকে সাপের দংশনে যত রোগী মারা যায় তার ৯৯ ভাগ মারা যায় হার্ট অ্যাটাকে; দংশনে নয়। অর্থাৎ দংশন করার আগেই মানুষ ভয় পেয়ে মারা যায়। অথচ এই মানুষের মধ্যে যারা সাপ সম্পর্কে ওয়াকিবহাল, তারা সাপকে বশ মানায়। ঝাঁপিতে ভরে। বাজারে নিয়ে বাঁশি বাজিয়ে সাপের খেলা দেখায়। তারপর উপার্জিত অর্থ দিয়ে মাছ কেনে, মাংস কেনে। বউ-বাচ্চা নিয়ে মৌজ করে খায়। ----------------------->>

Health Care Post 2014 8 O

1) মনোচিকিৎসক গেইল সালজ যুক্তরাষ্ট্রের সিবিএস টেলিভিশনে একটি অনুষ্ঠানে বলেন, স্মার্টফোনের ব্যবহার শিশুদের ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। যে বয়সে শিশু তার শব্দসম্ভার সমৃদ্ধ করবে, কথা বলা ও অন্যের কথা শুনে তা বোঝার বিষয় রপ্ত করবে, সে বয়সে এ যন্ত্রের ব্যবহার তার দক্ষতা অর্জনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। সালজ আরও বলেন, স্মার্টফোনের পেছনে শিশু যে সময় ব্যয় করে, সে সময়টায় মুক্তভাবে চিন্তা করার সুযোগ হারায়। খবর টাইমস অব ইন্ডিয়া অনলাইনের।

Health Care Post 2014 8 N

1) ল্যাপটপ ব্যবহারে সাবধানতা ====>>



Health Care Post 2014 8 M

1) বয়স ধরে রাখতে বা মুখে বয়সের ছাপ কমাতে চাইলে প্রতিদিন ডাবের পানিতে লেবুর রস
দিয়ে পান করুন।

Health Care Post 2014 8 L

1) Kidney ===>> LINK

লিউকোরিয়া

Source LINK 

লিউকোরিয়া হচ্ছে সাদা স্রাব। নারীর যোনি থেকে ক্রমাগত সাদা তরলের ক্ষরণ হলে তাকে লিউকোরিয়া বলা হয়।

বয়স লুকাতে চান? আপনার জন্য কিছু টিপস্।

Source LINK 
১. সপ্তাহে তিন দিন
রাতে ভালো মানের মধু
খান ও চেহারায় মাখে ধুয়ে ফেলুন।

নিয়মিত প্রস্টেট পরীক্ষা জরুরি?

৫০ বছরের বেশি বয়সী পুরুষদের প্রস্টেট ক্যানসারের ঝুঁকি নির্ণয়ে প্রায়ই রক্তে পিএসএ পরীক্ষা করা হয়। প্রস্টেট গ্রন্থি পুরুষদের মূত্রাশয়ের নিচে অবস্থিত এবং বয়সের সঙ্গে এটির আকার বৃদ্ধি পায়।
বয়স্ক পুরুষদের প্রস্রাবের সমস্যা, প্রস্রাবে সংক্রমণ ও রক্তপাত ইত্যাদির একটি অন্যতম কারণ হলো এই প্রস্টেট গ্রন্থির বৃদ্ধি।

Health Care Post 2014 8 K

1) যৌন স্বাস্থ্য সুরক্ষায় এড়িয়ে যেতে হবে যে ৬টি খাবার LINK

কাঁচা আদার কত গুণ!

এক নজরে দেখে নিই কি গুন আছে আদায় ...
» আদার রস শরীর শীতল করে এবং হার্টের জন্য উপকারী।

স্বামী-স্ত্রীর মিলন: আল্লাহর অপার নেয়ামত

স্বামী-স্ত্রীর মিলন: আল্লাহর অপার নেয়ামত LINK

Health Care Post 2014 8 J

1) Blood Pressure - - - - LINK

পেঁপেই ফলের রাজা

Source LINK 

পেঁপেকে পৃথিবীর উৎকৃষ্টতম ফলের সম্মান দিলেন অস্ট্রেলিয়ার একদল বিজ্ঞানী। কম মাত্রার ক্যালোরি ও উচ্চমাত্রার পুষ্টির জন্য পেঁপেকে এই স্থান দেয়া হয়েছে বলে বিজ্ঞানীরা জানান।

গরমে চোখ ওঠা থেকে বাঁচুন


চোখ ওঠার সমস্যা একেবারেই স্বাভাবিক। কিন্তু তথ্য অনুযায়ী গরমকালে এই সমস্যা অত্যন্ত ক্ষতিকর হতে পারে।

যে খাবারগুলো ভুলেও ফ্রিজে রাখবেন না

Source LINK 
প্রতিদিন অনেক খাবারই আমারা ফ্রিজের মধ্যে রাখি। আর এই গরমে তো কোনো কথাই নেই। এই গরমে খাবার অবশ্যই ফ্রিজে রাখতে হয়। তা না হলে অতিরিক্ত গরমে খাবার নষ্ট হয়ে যায়। তবে এমন কিছু খাবার রয়েছে যা ফ্রিজে রাখা উচিৎ না। যেগুলোর গুণাগুণ ফ্রিজে রাখার ফলে নষ্ট হয়ে যায়।

কলহে তিন গুণ বাড়ে অকাল মৃত্যুর ঝুঁকি

Source LINK 

ঘরে কিংবা বাইরে, প্রেয়সী-পরিবার-বন্ধু-স্বজন অথবা সহকর্মীদের সঙ্গে সব সময় কলহে জড়িত হয়ে পড়লে কেবল সম্পর্কের অবনতিই হয় না, এর ফলে অকালে মৃত্যুর ঝুঁকি তিনগুণ পর্যন্ত বেড়ে যায়। খবর বিবিসি’র।

Monday, September 29, 2014

Health Care Post 2014 8 I

1) #হস্তমৈথুন  - - - - -

যেহেতু এটি হারাম তাই আপনার
ইচ্ছা শক্তি দৃঢ় রাখবেন, তাহলেই হারাম
থেকে বাচতে আল্লাহও সাহায্য করবেন । LINK

Health Care Post 2014 8 H

1) ত্বক ফর্সা করতেঃ

Health Care Post 2014 8 G


1) পেঁপে ====>> 

পেঁপেকে পৃথিবীর উৎকৃষ্টতম ফলের সম্মান দিলেন অস্ট্রেলিয়ার একদল বিজ্ঞানী। কম মাত্রার ক্যালোরি ও উচ্চমাত্রার পুষ্টির জন্য পেঁপেকে এই স্থান দেয়া হয়েছে বলে বিজ্ঞানীরা জানান। LINK 

Health Care Post 2014 8 F


1) হস্তমৈথুন   ===>> LINK  

পুরুষ হস্তমৈথুন করলে প্রধান যে সব
সমস্যায়
ভুগতে পারে তারমধ্যে একটি হল
নপুংসকতা (Impotence) ।

Friday, August 22, 2014

ইসলামে নিষিদ্ধ চারটি সেক্সুয়াল বিহেভিয়ার : ডাঃ নার্গিস পারভীন

Source LINK 
“ ইদানীং নারী পুরুষের বিবাহিত সেক্সুয়াল লাইফ এ কিছু কিছু সমস্যা প্রকট আকারে সামনে চলে এসেছে। বিবাহিত জীবন গড়াচ্ছে ডিভোর্স পর্যন্ত।

Monday, August 11, 2014

ব্রণ সম্পর্কে কিছু কথা

Source LINK 
১, ব্রণ বয়োসন্ধির একটি সাধারন রোগ, বয়স বাড়ার সাথে সাথে (সাধারনত ২৫ বৎসর বয়সের মধ্যে )আপনা আপনি ভালো হয়ে যায় ।
২, শতকরা ৯০ ভাগ টিন এজার এই রোগে আক্রান্ত হয় ।
৩, দাগ, গর্ত যাতে না হয়, সেজন্য চিকিৎসা করাতে হয় ।

বিয়ে হার্টের সমস্যা কমায়

1) বিয়ে হার্টের সমস্যা কমায়, LINK

  বিয়ে হার্টের সমস্যা কমিয়ে দেয়। সমপ্রতি যুক্তরাষ্ট্রে প্রকাশিত এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে। ৩৫ লাখ মানুষের ওপর এ গবেষণা চালানো হয়। গবেষণায় যারা বিয়ে করে স্ত্রীর সঙ্গে সুখে বসবাস করছেন, আর যারা বিয়ে ছাড়া নিঃসঙ্গ জীবনযাপন করছেন অথবা যাদের ডিভোর্স হয়ে গেছে, তাদের মধ্যে তুলনা করা হয়েছে।

Friday, August 8, 2014

ঘরেই বানান মশার জন্য খাঁচা


Source LINK 
শিরোনাম পড়ে অবাক হচ্ছেন?

ভাত খাওয়ার পর যে পাঁচটি কাজ করবেন না

Source LINK 
পৃথিবীতে অন্তত তিনশ কোটি মানুষের প্রধান খাবার ভাত ৷চিকিৎসকরা স্বাস্থ্যরক্ষায় ভাত খাবার পর পাঁচটি কাজ করতে অনুৎসাহিত করেন। এগুলো হলো:

আদার বটিকা

Source LINK 

লিঙ্গভঙ্গ (Penile Fracture)

Source LINK 

লিঙ্গভঙ্গ (Penile Fracture)

কটন বাডও মৃত্যুর কারণ হতে পারে

কটনবাড ব্যবহার
করে মৃত্যুবরণ করা বিরল
ঘটনা। সম্প্রতি প্রকাশিত
একটি রিপোর্ট
থেকে জানা যায়,
ঘটনাটি ঘটে কানাডার মন্ট্রিলে।

নারীদের একটা কঠিন অসুখ থেকে বাঁচানোর প্রয়াসে

৫৬ জন নারী মৃত্যুবরন করেছে শুধুমাত্র Whisper, Stayfree সহ বিভিন্ন ব্র্যান্ডের চমৎকার সব স্যানিটারি ন্যাপকিনের কারনে।

Thursday, August 7, 2014

Health Care Post 2014 8 E


1) প্রতিটি ‪#‎নারী‬ সুন্দর জীবন পেতে চায়। - - 

Health Care Post 2014 8 D


1) সেহেরির ঠিক পর পরই দাঁত মাজবেন না।

Health Care Post 2014 8 C




1) প্রাণ জুড়ানো ফল দুধের শরবত,
 LINK


প্রাণ জুড়ানো ফল দুধের শরবত,

অতিরিক্ত ধনেপাতা থেকে সাবধান

Source LINK

নিত্যদিনের বিভিন্ন খাবারে ধনেপাতা ব্যবহার করে থাকেন খাবারের গন্ধ এবং স্বাদে একটা পরিবর্তন আনার জন্য। ধনেপাতার বৈজ্ঞানিক নাম হল কোরিয়ানড্রাম স্যাটিভাম। কিন্তু কখনও কি কল্পনা করেছেন যে এই সুস্বাদু খাবারটির কিছু পার্শ্বপ্রতিক্রিয়া থাকতে পারে? অবিশ্বাস্য হলেও সত্যি এই সুপরিচিত খাবারটির অনেক ঔষধি গুণাগুণের পাশাপাশি অনেক পার্শ্বপ্রতিক্রিয়াও বিদ্যমান যা আমাদের শরীরকে দিনদিন অসুস্থ করে তুলতে পারে। সম্প্রতি ব্রিটেনে এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। আসুন দেখি অতিরিক্ত ধনেপাতা আমাদের কী ক্ষতি করতে পারে-

Health Care Post 2014 8 B

1) যৌনশক্তি কমায় এমন পরিচিত ৫ খাবারঃ

Health Care Post 2014 8 A

1) আসুন, জেনে নেয়া যাক ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী কয়েকটি ফল সম্পর্কে।

 LINK

ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী ৬টি ফল,