Sunday, May 19, 2019

FB Posts : G

 Health Care FB Posts ... G

C/O, FB Group: Health Care




19/04/2019 up-down
601) কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস বর্তমানে তিনি কিডনি রোগে আক্রান্ত।
602) আফসান চৌধুরী: 
যৌন নির্যাতন শুধু মাদ্রাসার শিক্ষকরা করেন না, সাধারণ স্কুলের শিক্ষকরাও করেন। আর শহরে সবচেয়ে বেশি যেটা হয়, সেটা হাউজ টিউটরদের হাতে।
603) হোমিওপ্যাথি কোন সাধারণ চিকিৎসা নয়। - হোমিওপ্যাথিতে যেই ঔষধ রোগ বাড়ায় সেটাই আবার কমায়। ===>>
604) তোমাদের কেউ যেন মৃত্যু কামনা না করে। কারণ সে যদি সৎ হয় তবে (বেঁচে থাকলে) হয়ত সে নেক কাজ বৃদ্ধি করবে। আর যদি পাপী হয়, তাহলে হয়ত সে তওবা করবে।
-বুখারী, ৭২৩৫
605) আনারসে রয়েছে ব্রোমেলিন এনজাইম, যা সংক্রমণ দমন করে৷নিয়মিত আনারস খেলে খেলাধুলা করতে গিয়ে পাওয়া আঘাত বা ক্ষত সহজেই সেরে যায়৷
606) "যে কোন ধরনের মাদক শরীরের
শক্তি নষ্ট করে। মাদকে আসক্তির
ফলে মানুষের যৌনক্ষমতা কমে যায়।"
607) ডায়াবেটিস হলে কিডনি রোগ, চোখের রোগ, হার্টের সমস্যা ও মানসিক চাপ বৃদ্ধি পায়। ডায়াবেটিস নিয়ন্ত্রণ না করলে এসব অঙ্গ প্রত্যঙ্গের মারাত্মক ক্ষতি হতে পারে। হৃদযন্ত্রের বড় সমস্যা বা অন্ধত্ব পর্যন্ত গড়াতে পারে। ===>> https://www.bbc.com/bengali/news-47896933
608) ডায়াবেটিস অথবা ক্যান্সার অথবা যক্ষ্মা অথবা হাঁপানি -যদি পিতামাতার ইতিহাসে পাওয়া যায় তাহলে বুঝবে "আরোগ্য এত অল্প সময়ে হবে না। ===>>
609) Victim of Zionism ===>>
610) a) Pharmacodynamics ... the branch of pharmacology concerned with the effects of drugs and the mechanism of their action.
b) pharmacodynamics is the effect that drugs have on the body; while pharmacokinetics is the study of the way in which drugs move through the body dur- ing absorption, distribution, metabolism and excretion. Before a drug can begin to exert any effect on the body it has to be absorbed into the body systems.
611) a) Richard Hughes (1836-1902) was a great writer and a scholar.
 b) Richard Hughes was born in London, England. He received the title of M.R.C.S. (Eng.), in 1857 and L.R.C.P. (Edin.) in 1860. The title of M.D. was conferred upon him by the American College a few years later.
Richard Hughes was a great writer and a scholar. He actively cooperated with Dr. Timothy Field Allen to compile his ‘Cyclopedia of Drug Pathogenesy‘ and rendered immeasurable aid to Dr. Robert Ellis Dudgeon in translating Samuel Hahnemann’s ‘The Materia Medica Pura‘ into English.
612) a) CD4 cells are white blood cells that play an important role in the immune system.
b) CD4 cells are white blood cells that play an important role in the immune system. Your CD4 cell count gives you an indication of the health of your immune system – your body's natural defence system against pathogens, infections and illnesses. CD4 cells are sometimes also called T-cells, T-lymphocytes, or helper cells.
613) a) According to the Marshall Pathogenesis, cognitive dysfunction is caused by microbes.
b) According to the Marshall Pathogenesis, cognitive dysfunction is caused by microbes. More severe forms of cognitive dysfunction are seen in diseases such as Alzheimer's, diseases for which there is strong evidence of a bacterial etiology. Often associated with chronic fatigue syndrome,1) cognitive dysfunction is also seen in patients with multiple sclerosis,2) depression,3) fibromyalgia,4) and dozens of others diseases.
614) a) Patients with cognitive dysfunction have trouble with verbal recall, basic arithmetic, and concentration.
b) Cognitive dysfunction (also known as brain fog) is the loss of intellectual functions such as thinking, remembering, and reasoning of sufficient severity to interfere with daily functioning. Patients with cognitive dysfunction have trouble with verbal recall, basic arithmetic, and concentration.
615) An estimated 24 million individuals in the world have dementia and the number affected will double every 20 years.
b) Alzheimer’s disease is the commonest form of dementia. Cognitive problems are a feature of many neurological and medical diseases including stroke, Parkinson’s disease, head injury, and epilepsy.
616) a) The general concept in Homeopathy towards treatment of the sick is Treat the patient, not the disease.
b) The general concept in Homeopathy towards treatment of the sick is Treat the patient not the disease. On a superficial sense, this may be preposterous, but in a deeper sense it conveys its holistic concepts towards the patient.
617) একটা শিশু বাচ্চাকে দেখেও একজন হোমিওপ্যাথ অনুমান করতে পারবে এই বাচ্চাটি বড় হয়ে কি ধরনের রোগ হতে পারে! বাচ্চাটির রোগ আরোগ্যে কতটা জটিলতা আসতে পারে! ===>>
618)  ‘গ্রিন টি’ বা সবুজ চা।
619) অমর প্রেমের সম্রাট শাহজাহানের ভালোবাসার অনেক মেরুকরণ ছিল। 
620) বাবার দ্বারা ধর্ষণের শিকার হয়ে বিষ পান করে আত্মহত্যা করেছে এক তরুণী। সম্প্রতি ঘটনাটি ঘটেছে ভারতের জম্মু ও কাশ্মীরে।
621) কৌতুক করতে গিয়ে মঞ্চেই মৃত্যু হলো খ্যাতিমান কৌতুক অভিনেতা ইয়ান কগনিতোর। লন্ডনের বিস্টার শহরের বারে দর্শকদের হাসাচ্ছিলেন খ্যাতিমান এই কৌতুক অভিনেতা।
622) মুটকি কিভাবে সুটকি হল ...।  লম্বা কাহিনী ===>>
623) সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের আগুনের ঘটনায় অকুতোভয় ডাক্তাররা অসম সাহসের পরিচয় দিয়েছেন। তারা নিজের প্রাণ তুচ্ছ করে বাঁচালেন শত মুমূর্ষু রোগীর প্রাণ । 
চিকিৎসকদের এই প্রাণ রক্ষা কর্মসূচি নৈমিত্তিক। কিন্তু বিস্ময়ের যে, এই কথা কোন মিডিয়া প্রকাশ করে না। জানাতে হয় ডাক্তারদেরকেই।
624) সমস্যার নাম এই দেশের মানুষের আচরন, সমস্যার নাম চিকিৎসা নয়। ====>>
625) “নিজেকে আল্লাহর রাহমাতসমূহের কথা বেশি করে স্মরণ করিয়ে দিন, কেননা যিনি বেশি বেশি স্মরণ করেন তার কৃতজ্ঞতা প্রকাশ করার সম্ভাবনাও বেশি থাকে।”

– উমার বিন আবদুল আজিজ

[আল-মুজালাসাহ, পৃ ৪০৫]
626) "ধর্ষকের শাস্তি জনসম্মুখে মৃত্যুদন্ড মাত্র তিন চারটা দিয়ে দেখুন, ধর্ষনতো দূরের কথা, কোনো মায়ের দিকে চোখ তোলে থাকানোর সাহস পাবে না।" ===>>
627) a) পাঙাশ, আইড়, বাঘা আইর ও রিঠা মাছ ... জাটকা না ধরার মৌসুমে এই মাছগুলো ইলিশের জাটকা খেয়ে বড় হচ্ছে।
628) a) প্রতিবছর প্রায় পাঁচ লাখ কোটি নবায়ন–অযোগ্য প্লাস্টিক ব্যবহার করা হয়।
629) ইলিশ বড় হলে পুষ্টিগুণও বাড়ে। 
630) বাংলা নববর্ষ ও পহেলা বৈশাখ সম্পর্কে - ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ)  ..... YT
631) বাবার লালসা থেকে রক্ষা পায় নি নিজের ঔরসজাত মেয়ে। সাত মাস ধরে ১১ বছরের স্কুল ছাত্রী মেয়েকে ধর্ষণ করে আসছিল তারই জন্মদাতা বাবা। 
632) a) বাংলাদেশে ডায়াবেটিস রোগীর সংখ্যা প্রায় ৭০ লক্ষ। কিন্তু যারা আক্রান্ত তাদের ৫৭ শতাংশই জানেন না যে তাদের ডায়াবেটিস রয়েছে।
b) ডায়াবেটিস হলে কিডনি রোগ, চোখের রোগ, হার্টের সমস্যা ও মানসিক চাপ বৃদ্ধি পায়। ডায়াবেটিস নিয়ন্ত্রণ না করলে এসব অঙ্গ প্রত্যঙ্গের মারাত্মক ক্ষতি হতে পারে। হৃদযন্ত্রের বড় সমস্যা বা অন্ধত্ব পর্যন্ত গড়াতে পারে। ===>> https://www.bbc.com/bengali/news-47896933
633) There's more to marriage than money alone.
634) ফরাসি এক কিশোরকে বাঁচাতে অস্থিমজ্জা (বোন ম্যারো) দান করতে গিয়ে মারাই গেলেন মার্কিন যুক্তরাষ্ট্রের শিক্ষক ডেরিক নেলসন (৪৪)। দেহ থেকে অস্থিমজ্জা নেয়ার সময়ই তিনি কোমায় চলে যান। এর কয়েক সপ্তাহ পরেই তিনি মারা গেলেন। ডেরিক যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে ওয়েস্টফিল্ড হাইস্কুলের প্রিন্সিপাল ছিলেন।
635) টকশোতে মাদ্রাসা ছাত্রী নুসরাতকে নিয়ে ঝড় তুললো সাখাওয়াত হোসেন সায়ন্ত! অপু উকিলের মুখ বন্ধ  ... YT
636) হার্টর সমস্যা নিয়ে ডা. বিমল সাজের এর উপস্থাপনা ... YT
637) কিশোরী স্বাস্থ্য - Teenage health risks - Prof. Dr Sameena Chowdhury
... YT
638) #Taqdir .... 
Translation from Urdu .... তোমার রব যে জিনিসকে তোমার নিকটবর্তী করে দেন / তোমার করতলগত করে দেন তার মাঝে আল্লাহর হিকমত কি আছে তা ভেবে দেখ। আর যে জিনিসকে তোমার থেকে দূরে সরিয়ে দেন / তোমাকে বঞ্চিত করেন তার জন্য সবর কর।
639) ঈর্ষণীয় মৃত্যু!
640) a) ল্যানসেটের প্রতিবেদন: ধূমপানের চেয়ে বেশি প্রাণহানি ঘটছে দৈনন্দিন খাবারের কারণে
641) আল্লাহ তা 'আলা যখন কোন পরিবারের মঙ্গল সাধনের ইচ্ছা করেন তখন সেই পরিবারে নম্রতা অবলম্বনের তৌফিক দান করেন । 

(মুসলিম শরীফ)
642) Islamic inheritance jurisprudence .... 
643) বিশ্বে তরুণদের চেয়ে বাড়ছে প্রবীণ জনগোষ্ঠীর সংখ্যা। বর্তমানে পাঁচ বছর বয়সের নিচের জনগোষ্ঠীর চেয়ে ৬৫ বছরের ওপরের জনগোষ্ঠীর সংখ্যা বেশি। এমনটা এর আগে দেখেনি এই বিশ্ব। সম্প্রতি ডয়েচে ব্যাংকের টরস্টেন স্কলের এক গবেষণায় এ তথ্য বেরিয়ে এসেছে। বয়স্ক মানুষের কর্মতৎপরতা বিশ্ব অর্থনীতিতে কেমন প্রভাব ফেলছে, তা-ই এখন আলোচনার বিষয়।
644) আগামী ১১ এপ্রিল থেকে তিন দিনব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে ডায়াবেটিস মেলা। রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন এ মেলা হবে।
645) কিছু এলার্জেন (যা এলার্জি তৈরি করে) এর নাম
646) পুরুষের পর্দা ====>>
647) অশ্লীলতার প্রসার ....... পরিণাম ভয়াবহ শাস্তি
648) হাদীসঃ সন্দেহযুক্ত এমন সবকিছু পরিহার করে সন্দেহমুক্ত যা তা গ্রহণ কর । --------তিরমিজী
649) a) #LifeBD
৪৩ বছর বয়সে হার্ট অ্যাটাকে মারা যান অভিনেত্রী তাজিন আহমেদ ...
b) এই তো ফুুরিয়ে গেল সাধের জীবন! আর কোনো অনুভূতি জ্বলবে না, জ্বালাবে না! কাউকে প্রয়োজনও পড়বে না আর। .......

https://www.jagonews24.com/entertainment/news/428970
650) #WomanBD .... 'গা ঘেঁষে দাঁড়াবেন না' ===>>
651) "It's better to be hated for what you are, than to be loved for what you aren't ..."
652) কারো বয়স ৪০ বছর পার হলেই তার বছরে অন্তত একবার ব্লাড সুগার, কোলেস্টেরল লেভেল পরীক্ষাসহ ইসিজি করে হার্টের অবস্থা দেখা উচিত।
08/04/2019 up
Next from 24th April, 2019 to future posts  ... 
17 th May, 2019 down
653)  দেশে প্রায় ৩০-৪০ হাজার মানুষের ডায়ালাইসিসের দরকার হয়ে পড়ে। সেই সুবিধা আমাদের নেই।
--- স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক
a) বাংলাদেশে ২ কোটির বেশি মানুষ বিভিন্ন ধরনের কিডনি রোগে ভুগছে। ঘণ্টায় পাঁচজন মারা যায় কিডনি বিকল হয়ে।
654) a) বিশেষজ্ঞরা বলছেন, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কিডনিতে প্রদাহ ও আরও কিছু কারণে মানুষ দীর্ঘস্থায়ী কিডনি রোগে ভুগতে থাকে।
655) a)  কিডনি রোগীদের সুলভ মূল্যে চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছে রাজধানীতে গণস্বাস্থ্য কেন্দ্রের সহায়তায় পরিচালিত গণস্বাস্থ্য ডায়ালাইসিস সেন্টার।
b) অন্যান্য রোগের পাশাপাশি দীর্ঘদিন ধরে কিডনি রোগীদের সুলভ মূল্যে চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছে রাজধানীতে গণস্বাস্থ্য কেন্দ্রের সহায়তায় পরিচালিত গণস্বাস্থ্য ডায়ালাইসিস সেন্টার। ধানমন্ডির মিরপুর রোডে অবস্থিত এ হাসপাতালে দরিদ্র রোগীদের প্রতি সেশনে ডায়ালাইসিস চার্জ রাখা হয় ৮০০ থেকে ১ হাজার টাকা। সপ্তাহে তিন সেশনে সেবা নিলে দেওয়া হয় ৬০০ টাকা ছাড়।
656) যাহার ইলম বাড়ে তাহার ব্যাথাও যেন বাড়ে। - তাওরাত

(ফাতহুর রাব্বানী- শেখ আঃ কাঃ জিলানী রাহঃ ৩/১৩)
657) a) "চেয়ে দেখো, সৃষ্টিকর্তা ভালো মন্দ সকলের জন্যই সূর্যের আলো অবধারিত রেখেছেন। পাপী ও পূণ্যবান সকলের জন্যই তিনি বৃষ্টি বর্ষণ করেন।"
658) 💝💝হঠাৎ করিয়া মরিয়া যাইবার 
আগে হঠাৎ করিয়া ভালো
হইয়া যাওয়া বুদ্ধিমানের কাজ💚💚
659) #WomanBD
পুরুষদের তুলনায় সাড়ে তিন গুণ বেশি মজুরিবিহীন কাজ করেন এ দেশের নারীরা।
660) সারা বিশ্বে প্রতি চার মিনিটে একজন সাপের কামড়ে মারা যাচ্ছেন।
661) a) #Greenland
২০১৩ সালের পর থেকে এই দেশটিতে শিশু জন্মের চেয়ে গর্ভপাতের ঘটনা বেশি। প্রতি বছর শিশুর জন্ম ৭০০, গর্ভপাত ৮০০
!!!
662) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের ডিন অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ বলেন, ‘গর্ভাবস্থায় অবশ্যই পেঁপে খাওয়া যায়। তবে সেটা পাকা পেঁপে। এ সময় কাঁচা পেঁপে এড়িয়ে যাওয়া ভালো। কেননা কাঁচা পেঁপে খেলে এসিড হতে পারে। এর ফলে বদ হজম, বমি ইত্যাদি সমস্যা হতে পারে। তাই এ সময় পাকা পেঁপে খান।
http://bit.ly/2W4ZCFs
663) তার জন্যেই কাঁদো ,যে তোমার জন্য কাঁদে. ===>>
664) ???
একটা মেয়ে যখন তার পরিবারের কথা ভেবে নিজের ভালোবাসা বিশ্বর্জন দেয় তখন, নিজেই অজান্তে বুকের মধ্যে ব্যাথা ছাড়া আর কিছুই অনুভব হয়না। মেয়েটার প্রেমিকেরও কিছু করার থাকে না সেই মুহুর্তে। ===>>
665) ইমাম জয়নুল আবেদিন (রহঃ) :
পাঁচ প্রকারের মানুষের সঙ্গে সম্পর্ক রাখবে না ...
666) পৃথিবীর প্রাণজগতে মোটামুটি ৫০ লাখ বিভিন্ন ধরনের প্রোটিনের অস্তিত্ব রয়েছে। এর সব কটির কাজের ধারা এখনো অজ্ঞাত।
667) What is taken by Allah is never lost. 

~~~ Yasmin Mogahed
668) জ্ঞান হলো সূর্যের মত, তা থেকে উৎসারিত আলো সুন্দর চরিত্র।

( ইমাম সুহাইব রহঃ)
669) "যে ব্যক্তি রুটি খাওয়ার (তথা উদর পূর্তির) উদ্দেশ্যে ইলম শেখে, তার জন্য যেন ক্রন্দনকারীরা ক্রন্দন করে।"
670) “সে-ই মানুষ যে তার অন্তরের মৃত্যুকে ভয় করে, শরীরের মৃত্যুকে নয়।”

--- ইমাম ইবনুল কায়্যিম (রাহিমাহুল্লাহ)
671) চারটি জিনিস মর্যাদা বৃদ্ধি করে:

১) ধৈর্য ও সহনশীলতা ২) বিনয়

৩) উদারতা ৪) সুন্দর ব্যবহার
672) সর্বোত্তম দাওয়াত হল, আপনার আচরণ আর সর্বোত্তম উপদেশ হল আপনার কর্ম । তাই ইসলামকে নিজ জীবনের সাথে জড়িয়ে নিন।

--- Dr. Bilal Philips
673) "সবর তো সেটাই যখন কারো তাকদীরে যা নির্ধারিত হয়েছে তাতে অন্তর কোন রাগ অনুভব করেনা এবং মুখ সে ব্যাপারে কোন অভিযোগ করে না।"
674) কোনো জিনিস শুরুতে নিজে না নিয়ে অন্যকে দেওয়া শিশুকে আদবকেতা শেখানোর প্রথম স্তর। যেমন : দরজা খুলে প্রথমেই নিজে না বের হয়ে পাশে কেউ থাকলে তাকে বের হতে দেওয়া, খাবার টেবিলে বসে শুরুতেই নিজের জন্য খাবার না নিয়ে অন্যকে দেওয়া ইত্যাদি। একজন ভদ্র মানুষ হতে এসব শিক্ষা শিশুর জন্য জরুরি।
675) প্রশ্ন : একজন রোগী মাথাব্যথা নিয়ে আসলে কী কারণে মাথাব্যথা হয়েছে এটি কীভাবে নির্ধারণ করে থাকেন? আর কী চিকিৎসা এখানে প্রযোজ্য?
676) জাকারবার্গ নিরাপত্তার জন্য ২০১৭ সালে ফেসবুক খরচ করেছিল ৯০ লাখ ডলার। আর নিজের প্রয়োজনে বেসরকারি বিমান ব্যবহার করার জন্য গত বছর ফেসবুক আরও ২৬ লাখ ডলার খরচ করেছে জাকারবার্গের জন্য।
677) ৩ টি সবুজ এলাচির দানা সাহরী খাওয়ার পর চিবালে সারা দিন মুখ শুষ্ক থাকবে না, পিপাসা-ও লাগবে না , রোজা আরামে রাখা যাবে ... ??? ====>>
678) তৃষ্ণা মেটাতে প্রস্রাব পান করেছিলেন ওই ব্রিটিশ মহিলা। আর ওই মুহূর্তে এমন সিদ্ধান্ত নিতে পেরেছিলেন বলেই জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে তাকে। ঘটনাটি ঘটেছে ইংল্যান্ডের কেন্ট প্রদেশের হাভেল স্কোয়ারের মারগেট অ্যাডাল্ট এডুকেশন সেন্টারে।
679) ভারতে ডিভোর্সের হার সবচেয়ে কম, সুখী দাম্পত্য নয় কারণ ভয়ানক
680) মাসিক ব্যাপারটা যে মেয়েদের জন্য প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার মতোই নরমাল ব্যাপার, তা আপনার ছেলে বা ভাইকে বুঝতে দিন, তাহলে সে এটা নিয়ে হাসিঠাট্টাও করবে না, আবার রোজার মধ্যে বাসায় বসে আপনাকে লুকিয়ে লুকিয়েও খেতে হবে না, হয়তো সেই আপনার খাবারটা এনে দিবে। ===>>
681) ইবনে সিনার বই ক্যাননের রচনাশৈলি বা বইটির গঠন এক্কেবারে বর্তমানকালের মেডিক্যাল টেক্সটবুকের মত। আর এ কারণেই এই বইটি মুসলিম এবং ইউরোপীয় দেশগুলোতে সমানভাবে জনপ্রিয়। ১২০০ শ শতকের দিকে “জেরার্ড অফ ক্রেমোনা” নামক ল্যাটিন অনুবাদের মাধ্যমে বইটি ইউরোপীয়দের কাছে পরিচিতি পায়।
682) taking lunch 2 or 3 hours before sleep:
13th May-2019 
683) How to reduce your belly fat for healthy life
684) ভিটামিন ‘এ’র খনি বলতে পারেন তরমুজকে।
685) তরমুজ কমায় ক্যানসারের ঝুঁকি
686) যদি পরিবারের কোনো সদস্যের থ্যালাসেমিয়া রোগের ইতিহাস থাকে তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে।
687) ... দুজন বাহক যদি একে অন্যকে বিয়ে না করে তাহলে কোনো শিশুরই থ্যালাসেমিয়া নিয়ে জন্মগ্রহণ করা সম্ভব নয়।
688) "... বিয়ের আগে সবারই জেনে নেওয়া দরকার, তিনি থ্যালাসেমিয়া রোগের বাহক কি-না।"
689) মানুষের রক্তের লোহিত কণিকার আয়ুষ্কাল তিন মাস।
690) যাদের শরীরে থ্যালাসেমিয়া রোগের জিন আছে, কিন্তু রোগের কোনো উপসর্গ প্রকাশ পায় না, তাদের থ্যালাসেমিয়া রোগের বাহক বলা হয়।
691) থ্যালাসেমিয়া রোগে রক্তে অক্সিজেন পরিবহনকারী হিমোগ্লোবিন কণার উৎপাদনে ত্রুটি হয়।
692) থ্যালাসেমিয়া ধারণকারী মানুষ সাধারণত রক্তে অক্সিজেনস্বল্পতা বা “অ্যানিমিয়া”তে ভুগে থাকেন।
693) এতক্ষণে সিপিয়াকে নিয়ে অতিসংক্ষিপ্ত "পরিচয় করানো হল "! ===>>
694) Dr Aayed Alqahtani, FRCSC, FACS, received his medical education at King Saud University , Riaydh Saudi Arabia. 
695) বিশ্বের মধ্যে এরকম বিষাক্ত দেশ খুঁজে পাওয়া দুষ্কর। ===>>
696) 'না' বলা শিখুন।
--- বিল গেটস
697) বন্ধ্যত্ব ও চিকিৎসা | বদ্যি বাড়ি | Somoy TV Program
698) বন্ধ্যাত্ব ... YT
699) সন্তান প্রসব পূর্ববর্তী যত্ন - Antenatal care - Antenatal Care Procedure - Prof. Dr. Farhana Dewan .... YT
700) চার বছরের শিশু আরজিনা আক্তার রুমি। এই বয়সেই তার হার্টে ব্লক ধরা পড়েছে। 
12 May, 2019 up-down




No comments:

Post a Comment