Health Care FB Posts ... I
C/O, FB Group: Health Care
801) a) Algin is a chemical taken from brown seaweeds. It is used to make medicine.
802) একটু বেশি বয়সে দৃষ্টিসমস্যা হলে দেখতে হবে ছানি পড়েছে কি না। ডায়াবেটিস ও অন্যান্য কারণে তুলনামূলক কম বয়সেও চোখে ছানি পড়তে পারে।
803) a) #রেটিনোপ্যাথি ... উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণের বাইরে থাকলে চোখের রেটিনা, স্নায়ু ক্ষতিগ্রস্থ হয় এতে দৃষ্টিশক্তি কমে যায়।
804) a) নানা কারণে দৃষ্টি সাময়িক ঝাপসা হতে পারে।
805) a) রেটিনার রক্তপ্রবাহ হঠাৎ বন্ধ হয়ে গেলে বা রেটিনা ডিটাচমেন্ট হয়ে গেলে দৃষ্টিশক্তি আকস্মিক কমে যেতে পারে।
806) ফাহমিদা বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে রাজধানীর শ্যামলীর বাসা থেকে বের হন। বাসার সামনে থেকে রাইড শেয়ার উবারের একটি মোটরসাইকেলে চড়ে রওনা দেন। এরপর শেরেবাংলা নগরের হৃদরোগ হাসপাতালের সামনে পৌঁছালে কাভার্ড ভ্যান ওই মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
802) একটু বেশি বয়সে দৃষ্টিসমস্যা হলে দেখতে হবে ছানি পড়েছে কি না। ডায়াবেটিস ও অন্যান্য কারণে তুলনামূলক কম বয়সেও চোখে ছানি পড়তে পারে।
803) a) #রেটিনোপ্যাথি ... উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণের বাইরে থাকলে চোখের রেটিনা, স্নায়ু ক্ষতিগ্রস্থ হয় এতে দৃষ্টিশক্তি কমে যায়।
804) a) নানা কারণে দৃষ্টি সাময়িক ঝাপসা হতে পারে।
805) a) রেটিনার রক্তপ্রবাহ হঠাৎ বন্ধ হয়ে গেলে বা রেটিনা ডিটাচমেন্ট হয়ে গেলে দৃষ্টিশক্তি আকস্মিক কমে যেতে পারে।
806) ফাহমিদা বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে রাজধানীর শ্যামলীর বাসা থেকে বের হন। বাসার সামনে থেকে রাইড শেয়ার উবারের একটি মোটরসাইকেলে চড়ে রওনা দেন। এরপর শেরেবাংলা নগরের হৃদরোগ হাসপাতালের সামনে পৌঁছালে কাভার্ড ভ্যান ওই মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
807) রাসূল (সা.) বলেছেন, “যে ব্যাক্তি কোনো মেয়েকে মোহরানা দেওয়ার ওয়াদায় বিয়ে করেছে, কিন্তু মোহরানা দেওয়ার ইচ্ছে নেই, সে কিয়ামতের দিন আল্লাহর নিকট ব্যাভিচারী হিসেবে দাঁড়াতে বাধ্য হবে।”
808) নিপীড়নের ভয়ে গৃহবন্দী এক নার্স!
809) 🙇♀আগে মহিলারা ছিল ঘরের সৌন্দর্য।
👉আর আজ তারা বাজারের সৌন্দর্য।
810) অস্ট্রেলিয়ান গবেষকরা দেখিয়েছেন যে খাবারে ছোলা যুক্ত করলে টোটাল কোলেস্টেরল এবং খারাপ কোলেস্টেরল এর পরিমাণ কমে যায়।
811) a) Suppositories: What They Treat and How to Use Them
812) গাজীপুরের কাপাসিয়া উপজেলায় ভুল চিকিৎসা এবং দায়িত্ব পালনে অবহেলায় তানিয়া আক্তার নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।
813) Kuwaiti Academic Invents Anal Suppositories That "Cure" Homosexuality Based on "Prophetic Medicine" ... YT
814) a) এদেশের মানুষ উম্মাদ হয়ে গেছে!! কথায় কথায় এন্টিবায়োটিক খাচ্ছে;
শিশুদেরও খাওয়াচ্ছে।
হায়রে আমার দেশ!!
815) বিথী রানী নামে এক শিক্ষিকা বলেন, কামরুন নাহার মা হবে। পৃথিবীর শ্রেষ্ঠ শব্দ মা। প্রত্যেক নারী একসময় মা শব্দ শোনার প্রতীক্ষায় থাকে। গর্ভে সন্তান আসলে প্রত্যেক মা সব সময় ভালো কাজে লিপ্ত থাকে। কামরুন নাহার মনি মা-তো দূরের কথা মানুষের মধ্যে পড়ে না। গর্ভে সন্তান নিয়ে নৃশংসভাবে আরেকজন মেয়েকে আগুনে পুড়িয়ে হত্যা করেছে। সে নারী নামে কলংক।
816) a) ঢাকা বিশ্বঃ শিক্ষক লুৎফুল কবির বলেন, আমরা প্রতিদিন যেসব খাবার খাচ্ছি তার অনেকগুলো থেকেই অ্যান্টিবায়োটিক শরীরে প্রবেশ করতে পারে।
b) যেসব খাবার থেকে মানবদেহে প্রবেশ করতে পারে অ্যান্টিবায়োটিক ===>>
817) a) সুপারবাগ: যেসব খাবারের মাধ্যমে মানবদেহে ঢুকছে ক্ষতিকর অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জীবাণু ...
b) জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) আর্থিক সহায়তায় সরকারি প্রতিষ্ঠান ন্যাশনাল ফুড সেফটি ল্যাবরেটরি (এনএফএসএল) গাভীর খাবার, দুধ, দই ও প্যাকেট-জাত দুধ নিয়ে সম্প্রতি একটি গবেষণা জরিপের কাজ করে।
818) ২০১৮ সালে বাংলাদেশের কর্তৃপক্ষ প্রায় সাড়ে ৫ কোটি ইয়াবা আটক করে। এই অবৈধ ব্যবসার অর্থমূল্য প্রায় একশো কোটি ডলার। .....
819) বাংলাদেশে ২০০২ সালে প্রথম ইয়াবার ব্যবহার শুরু হয়, এরপর থেকে তা বাড়ছেই। মিয়ানমারে তৈরি হওয়া এই মাদকদ্রব্যটি দেশের দক্ষিণ পূর্বের নাফ নদী পার হয়ে চোরাচালান হয়ে বাংলাদেশে আসে।
820) মূর্খতা + ধার্মিকতা = উগ্রতা
821) "Do not destroy yourself to be accepted in this world."
822) #QuoteBD ..... মানুষ কখন বদলায় ...
823) "সব কিছুর জন্যই মনের উপস্থিতি টা অনেক বেশি প্রয়োজন ,
824) "জন্মগত স্বভাবের কারণে মানুষে মানুষে পার্থক্য হয়।"
825) "দুটি মানুষের পরস্পরের অনুভূতিগুলো অনুভব করার নামই ভালবাসা।"
826) "ইলমের যে বস্তুটি সর্বপ্রথম মানুষের কাছ থেকে তুলে নেয়া হবে তা হল বিনয়।"
827) Another early pregnancy sign may be food cravings or aversions.
828) "Morning sickness," or nausea and vomiting that usually occurs in the morning in early pregnancy usually happens between weeks two and eight of pregnancy.
829) a) পর্যাপ্ত পানি পান না করলে প্রসাব কম হবে, আর প্রসাব কম হলে তাতে থাকা বিভিন্ন খনিজ উপাদান একত্রিত হয়ে বৃক্কে পাথর তৈরি করবে।
830) পর্যাপ্ত পানি পান করা না হলে শরীরে নানান রকম প্রভাব পড়ে।
831) b) আল্লাহর নির্দেশ ব্যতিরেকে কোন বিপদ আসে না এবং যে আল্লাহর প্রতি বিশ্বাস করে, তিনি তার অন্তরকে সৎপথ প্রদর্শন করেন। আল্লাহ সর্ববিষয়ে সম্যক পরিজ্ঞাত।
832) কুকুরের পশমের চেয়ে মানুষের দাড়িতে বেশি জীবাণু - সুইজারল্যান্ডের গবেষণা ...
833) তাহলে বাজারে প্রচলিত অ্যান্টিবায়োটিকের কী অবস্থা?
827) Another early pregnancy sign may be food cravings or aversions.
828) "Morning sickness," or nausea and vomiting that usually occurs in the morning in early pregnancy usually happens between weeks two and eight of pregnancy.
829) a) পর্যাপ্ত পানি পান না করলে প্রসাব কম হবে, আর প্রসাব কম হলে তাতে থাকা বিভিন্ন খনিজ উপাদান একত্রিত হয়ে বৃক্কে পাথর তৈরি করবে।
830) পর্যাপ্ত পানি পান করা না হলে শরীরে নানান রকম প্রভাব পড়ে।
831) b) আল্লাহর নির্দেশ ব্যতিরেকে কোন বিপদ আসে না এবং যে আল্লাহর প্রতি বিশ্বাস করে, তিনি তার অন্তরকে সৎপথ প্রদর্শন করেন। আল্লাহ সর্ববিষয়ে সম্যক পরিজ্ঞাত।
832) কুকুরের পশমের চেয়ে মানুষের দাড়িতে বেশি জীবাণু - সুইজারল্যান্ডের গবেষণা ...
833) তাহলে বাজারে প্রচলিত অ্যান্টিবায়োটিকের কী অবস্থা?
834) ''কোটি কোটি মুরগীতে অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হচ্ছে, সেগুলো নানাভাবে মানুষের শরীরে চলে আসছে।''
835) b) ''বাংলাদেশে, ঢালাওভাবে, প্রতিদিন প্রায় ১০ লক্ষ্য মানুষ চিকিৎসকের পরামর্শ ছাড়াই ওভার দা কাউন্টার অ্যান্টিবায়োটিক কিনে খাচ্ছে।''
836) অ্যান্টিমাইক্রোবায়াল রেসিস্ট্যান্স (এএমআর) বলতে কী বোঝায়?
837) #WarningHealthCare ....
বাংলাদেশের চিকিৎসকরা বলেছেন, হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র বা আইসিইউ-তে থাকা রোগীদের একটি বড় অংশের মৃত্যুর পেছনে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী ব্যাকটেরিয়া দায়ী, যাদেরকে এই ক্ষমতার জন্য 'সুপারবাগ' হিসেবেও চিহ্নিত করা হয়।
838) গরমের কারণে সবচেয়ে বেশি যে সমস্যা হয় তা হলো পানি স্বল্পতা।
839) Wind Tower Cooling System Introduction ( Past and Present time)
840) সর্বত্র জ্বর ও ডায়রিয়াসহ বিভিন্ন গরমজনিত রোগ-বালাইয়ে অনেকেই আক্রান্ত।
841) #NewsBD2016 ... গ্রীষ্মের গরমে ...
842) #NewsBD2014 ... নাটোরের বড়াইগ্রাম উপজেলার কচুগাড়িতে অত্যধিক গরমে (হিটস্ট্রোকে) সজীব হোসেন (১৩) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
843) “Your greatest asset is your earning ability. Your greatest resource is your time.”
--- Brian Tracy
844) #Quran সূরা আল ইমরান...শহীদের মর্যাদা প্রসঙ্গে ...
845) "আল্লাহর ভয়ে তুমি কিছু ছেড়ে দিলে, আল্লাহ তোমাকে তার চেয়ে উত্তম কিছু অবশ্যই দান করবেন।"
--- মুসনাদে আহমাদ
24th April, 2019 up
Next from 18th May, 2019 to the future posts
18/06/2019 up
Next from 18th May, 2019 to the future posts
18/06/2019 up
846) #ক্যান্সার রোগীর হোমিওপ্যাথিক চিকিৎসা!
847) পেয়ারা পাতা ... পুরো শরীর কে ভিতর থেকে সাফ করে দিবে কিডনী হার্ট ও ফুসফুস কে মজবুত বানিয়ে দিবে / Joint Pain
848) সম্পূর্ণ বিনামূল্যে জন্মগত ঠোঁট ও তালু কাটা রুগীর অপারেশন।
যোগোযোগ : ৯৮৭৪৭৮৮১৩৬
849) Weighing the health benefits of palm oil in our food
850) স্বামীরা স্ত্রীদের দায়িত্ব তথা সংসার সামলানোকে ছোট নজরে দেখে এবং এটা স্ত্রীর দায়িত্ব মনে করে তাই এটার কোন মূল্যায়নও করে না। এবং কখনোই স্ত্রীর রান্নাবান্নার এবং অন্যান্য ভালো কাজের শুকরিয়া আদায় ও প্রশংসা করতে চায় না। এতে স্ত্রীরা সাংসারিক কাজে স্বাচ্ছন্দ্যবোধ করে না। অথচ স্বামীর সামান্য প্রশংসায় স্ত্রী হাজারো কষ্টের কাজ হাসি মুখে আঞ্জাম দিতে পারে। (জামে তিরমিযী, হাদীস নং ১৯৫৫)
851) সন্তানহীন বিধবারা ডিম নিয়ে আসতেন সাইদবাদীর কাছে। সেই ডিমে ফুঁ দিতেন হুজুর। কাঁচা ডিম সিদ্ধ হয়ে যেত। পুলিশ এই আজগুবি গল্প বিশ্বাস করল না। পুলিশ কর্মকর্তা নজরুল ফাঁদ পাতেন। .........
852) প্রধান অতিথির বক্তব্যে ডা. দেবী শেঠি বলেন, ইমপেরিয়াল হসপিটাল বাংলাদেশে সঠিক ও উন্নত স্বাস্থ্যসেবার নতুন সংযোজন। ভালো চিকিৎসার জন্য ভারত, থাইল্যান্ড, সিঙ্গাপুর ও মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে যাওয়া বাংলাদেশি মানুষের সংখ্যা প্রতি বছর বাড়ছে। এই হাসপাতাল প্রতিষ্ঠার ফলে দেশের রোগীদের বিদেশে যাওয়ার প্রবণতা অনেকাংশে হ্রাস পাবে।
853) এই অত্যাধুনিক চিকিৎসা পেশায় হ্যানিম্যান,ক্লার্ক,বার্নেট,এলেন,বোরিক,হেরিং,কেন্ট, জর্জ ভিথোলকাসদের অনুপস্থিতি পূরণ করতে মেধাবীদের এগিয়ে আসার অপেক্ষার পাশাপাশি অন্তত কিছুসংখ্যক রুগ্ন মানুষের কিছুটা সহযোগীতা করতে পারি। ===>>
854) #TragedyBD .... চিকিৎসা নিতে এসে কিডনি চুরি হয়ে গেলো দুটোই, তাও আবার বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজ হাসপাতালে, ...
855) Drink more water ....
856) মৃত ঘোষণার পরে বাচ্চা কথা বলে ...
857) Happiness in your life depends on the quality of your thoughts ✨👍🏻
858) #Gynaecomastia(গাইনিকোম্যাসিয়া): এই রোগে পুরুষের স্তন বড় হয়। এটা একটি স্তনও হতে পারে আবার দুইটাই হতে পারে।
859) ★আমাদের সমাজে অসংখ্য মহিলা ১ম সন্তান জন্মদানের পরে "নিজেদের নারীসুলভ বৈশিষ্ট্য হারিয়ে ফেলছে,সংসার করার অযোগ্য হয়ে যায় শুধুমাত্র ডেলিভারির সময় নারীর যৌনাঙ্গের অদক্ষ অত্যাচার-অনাচারের ফলে"! ===>>
860) ফ্রি চিকিৎসা ...
861) ১৯৯৫ থেকে থেকে প্রতি বছর মুজাফফরনগর ও এর আশেপাশের জেলায় লিচুর মৌসুমে এ সমস্যা দেখা দেয়। ২০১৪ সালে রেকর্ড ১৫০ জনের মৃত্যু হয়। গত বছরও এই সমস্যায় আক্রান্ত হয়ে ৪০ জনের মৃত্যু হয়।
862) Those who unnecessarily or habitually delay going to bed may not realise the harm to their mental, physical, spiritual & social well being. ~~~>>
863) প্রাথমিক পর্যায়ে স্তন ক্যান্সার শনাক্তকরণ :
864) ‘রাজধানীর ৯৩ শতাংশ ফার্মেসিতেই মেয়াদোত্তীর্ণ ওষুধ’
865) This device removes blood clots without surgery.
866) Hemingway also had untreated hemochromatosis, which creates an overload of iron in the blood, causing painful damage to joints and organs, cirrhosis of the liver, heart disease, diabetes, and depression.
867) চিকিৎসক শারীরিক পরীক্ষা করে জানালেন; তিনি সম্ভবত ডিস্ক প্রল্যাপ্সে আক্রান্ত।
868) Paracetamol Tablet
GENERIC NAME: Acetaminophen
869) Caffeine is considered to be the most commonly used psychoactive drug in the world.
870) নিরাপদ ও সহজলভ্য নয় নারীর আবাসন || DBC News.
871) গো ফান্ড মি- এর মাধ্যমে ও নিজের সম্পদ বিক্রি করে প্রায় ২ মিলিয়ন ডলারের কাজ করেন। তার এই চ্যারিটি কার্যক্রম চলমান।
872) উন্নত থ্রিডি প্রিন্টিং প্রযুক্তি।
873) কোমর ও হাঁটু প্রতিস্থাপনে থ্রিডি প্রিন্টিং ===>>
874) কোমর ও হাঁটু প্রতিস্থাপন এখন অনেকটাই সহজ হয়েছে।
875) নিজের বাজার অভিযান সম্পর্কে জানতে চাইলে মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার বলেন, এধরনের বাজার অভিযান আমাদের নিয়মিত কাজের অংশ।
876) রোগ নিরাময়ে কুরআনের আয়াত পাঠ ...।
877) نوبة الهلع (PANIC ATTACKS)
878) #WarningBD ... পরপুরুষের স্পর্শ থেকে বাঁচার চেষ্টা করে না এমন নারী ঘরের অশান্তি ...
879) ব্যথা নিয়ন্ত্রণে রাখার জন্য তাঁর পেটে চামড়ার নিচে ব্যথানাশক একটি পাম্প বসিয়ে দিয়েছেন চিকিৎসকেরা। ===>>
880) আল্লাহ্ তা'আলার নেয়ামতের আলোচনা হল কৃতজ্ঞতা প্রকাশ আর তা বর্জন করা কুফর । যে ব্যক্তি অল্পতে কৃতজ্ঞ হয় না , সে বেশীতেও কৃতজ্ঞ থাকে না । আর যে ব্যক্তি মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করে না, সে ব্যক্তি আল্লাহ্ তা'আলার ও কৃতজ্ঞতা প্রকাশ করে না । একতা হল রহমত স্বরূপ আর বিক্ষিপ্ততা আজাব স্বরূপ । ~~~~~~ আল-হাদীস ( বাইহাকী )
881) ওটিতে খতনার করার সময় ব্যথায় নড়াচড়া ও কান্নাকাটি করায় আয়মানকে চড়-থাপ্পড় ও নখের আঘাতে জখম করেছেন নজরুল ইসলাম ফারুক নামে এক চিকিৎসক।
882) Marijuana compound removes toxic Alzheimer's protein from the brain
883) বিশ^াস না হয় ঈদের দিন আইসেন, এদের কান্না দেখে আপনিও কাঁদবেন। এদের যন্ত্রণা দেখে সবসময় ভাবি এ রকম যেন কারো জীবনে না ঘটে’।
884) এক পর্যায়ে আবিদা রাগান্বিত হয়ে তানভীরের লুঙ্গি খুলে ফেলার কথা বলেন। এতে ক্ষিপ্ত হয়ে আবিদাকে লাঠি দিয়ে আঘাত করেন। একপর্যায়ে পানির ফিল্টারের পাথরের ঢাকনা দিয়ে আঘাত করে আবিদার মৃত্যু নিশ্চিত করেন।
885) আগারগাঁওয়ের প্রবীণ নিবাস বৃদ্ধাশ্রমে ===>>
886) গর্ভাবস্থায় ভিটামিন ডি অনাগত সন্তানের আদর্শ বৃদ্ধি প্রাপ্তিতে কোনো ভ‚মিকা পালন করে না।
887) বাংলাদেশের সিগারেটের বাজারে ১৫০ কোটি ডলার ঢালছে জাপান ...
888) গবেষণা বলছে, তামাকজনিত ব্যাধি ও অকাল মৃত্যুর কারণে প্রতিবছর ৩০ হাজার কোটি টাকা ক্ষতি হচ্ছে। ২০১৮ সালেই মৃত্যু হয়েছে এক লাখ ২৬ হাজার জন।
889) আপন বোনকে যাকাত দেওয়া যাবে কি ???
890) কারো স্বামী মারা গেলে সেই মহিলাকে কি সাদা কাপড় পড়তে হয়?
891) এবার মৌসুমের আগেই এডিস মশার লার্ভার আস্তিত্ব নগরবাসীর জন্যও আতঙ্ক ও উদ্বেগের।
892) বাংলাদেশের নদীগুলো মারাত্মকভাবে এন্টিবায়োটিক দূষণের শিকার। বাংলাদেশের একটি স্থানে বহুল ব্যবহৃত এন্টিবায়োটিক মেট্রোনিডাজলের পরিমাণ স্বাভাবিকের চেয়েও ৩০০ গুণ বেশি পাওয়া গেছে। বাংলাদেশের পাশাপাশি দক্ষিণ এশিয়ার পাকিস্তান এবং আফ্রিকার কেনিয়া, ঘানা ও নাইজেরিয়ার নদীগুলোর অবস্থাও মারাত্মক বলে প্রতিবেদনে বলা হয়।
893) হিট স্ট্রোক হলে রোগীকে দ্রুত যথাসম্ভব ঠান্ডা পরিবেশে নিয়ে যান। পরনের কাপড় খুলে পানি দিয়ে শরীর ভিজিয়ে ফ্যান বা এসি ছেড়ে দিন। প্রয়োজনে কিছুক্ষণ ভেজা কাপড় দিয়ে জড়িয়ে রাখুন। বগলে ও কুঁচকিতে বরফ দিন। রোগীর জ্ঞান থাকলে তাঁকে পানি ও খাওয়ার স্যালাইন খেতে দিন। দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করুন।
894) What is Candida?
Yeast, a type of fungus, can lead to an infection referred to as a yeast infection. This can be found anywhere in the body.
895) ... এরপর ভাগ্যলিপি তার উপর জয়ী হয়। ফলে সে জান্নাতীদের ন্যায় আমল করে। অবশেষে জান্নাতে দাখিল হয়।
896) জাতিসংঘের প্রতিবেদন মতে, এশিয়ার মধ্যে এইডসের প্রকোপ বৃদ্ধির দিক দিয়ে পাকিস্তানের অবস্থান দ্বিতীয়। শুধু ২০১৭ সালেই নতুন ২০ হাজারের মতো লোক এই ভাইরাসে আক্রান্ত হয়।
897) পারকিনসন্স রোগ গোটা বিশ্বে বড় সমস্যা।
898) ড. মোসাম বলেন, ‘এটা একটা আজব বিষয় যে পুরুষ নারীকে আকর্ষণ করার জন্যই জিমে যাচ্ছেন, স্টেরয়েড নিচ্ছে, কিন্তু শেষ বিচারে তা তাকে পুরুষত্বহীন করে দিচ্ছে।’
899) প্রাথমিক পর্যায়ে রেক্টাল ক্যান্সার নির্ণয় করা গেলে তার চমৎকার চিকিৎসা আছে বাংলাদেশেও। কিন্তু রোগ অগ্রসর হয়ে গেলে এর চিকিৎসা অনেকটাই জটিল হয়ে পড়ে। তাই এ রকম লক্ষণ দেখা দিলে অবহেলা না করে প্রাথমিক অবস্থায় চিকিৎসা নিতে হবে।
900) রাজধানীর কোনো কোনো মাংসের দোকানে খারাপ মাংস তাজা দেখাতে লাল রং মাখিয়ে বিক্রির অভিযোগ পাওয়া গেছে।
28/05/2019 up -down
No comments:
Post a Comment