Health Care FB Posts ... J
28/05/2019 up -down
901) নিষিদ্ধ হলো যে ৫২ পণ্য ...
902) বাংলাদেশ মাতৃস্বাস্থ্য জরিপ ২০১৬–এর তথ্য অনুযায়ী, সর্বোচ্চ ৩১ শতাংশ মাতৃমৃত্যুর কারণ অতিরিক্ত রক্তক্ষরণ। দ্বিতীয় কারণটি খিঁচুনি। এ কারণে ২৪ শতাংশ মায়ের মৃত্যু হয়। স্ত্রীরোগ ও ধাত্রীবিদ্যা বিশেষজ্ঞরা বলছেন, স্বাস্থ্যকেন্দ্রে প্রসব হলে মাতৃমৃত্যু কম হয়। ৪৭ শতাংশ নারী স্বাস্থ্যকেন্দ্রে সন্তান জন্ম দেন।
903) মাঝে মাঝে ডিহাইড্রেশন হলেও কিডনিতে পাথর তৈরি হতে পারে। ....
904) হতাশায় আক্রান্ত হলে ক্যান্সার হওয়ার আশঙ্কা প্রায় ৩২ ভাগ বেশি।
27 May
905) ইউনিভার্সিটি অব হাউস্টনের গবেষকরা বলছেন, লেবুর রসে হতে পারে মুশকিল আসান। লেবুর রসে হাইড্রক্সিসিট্রেট থাকে। এটা আমাদের শরীরের ক্যালসিয়াম অক্সালেট ক্রিস্টাল গলিয়ে দিতে সাহায্য করে। এই ক্যালসিয়াম অক্সালেট ক্রিস্টালের কারণেই প্রধানত কিডনিতে পাথর হয়।
906) গবেষণা: ‘দাড়ি পুরুষকে সুদর্শন ও ক্যান্সার থেকে রক্ষা পেতে সাহায্য করে’
907) a) ট্রান্স ফ্যাট হৃদরোগের ঝুঁকি বাড়ায়, যা বিশ্বজুড়ে মৃত্যুর সবচেয়ে বড় কারণ।
b) ট্রান্স ফ্যাট, বা ট্রান্স-ফ্যাটি অ্যাসিড (টিএফএ), প্রাকৃতিক বা শিল্প উৎস থেকে আসা অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড।
908) a) নীলফামারীতে ক্যান্সার নিয়ন্ত্রণে কেমোথেরাপির চেয়ে ১০ হাজার গুণ শক্তিশালী ফল আবিষ্কার ! জেনে নিন বিস্তারিত…
b) ক্যান্সার রোধে করোসলের উপকারিতা পৃথিবীর বহু দেশেই প্রমাণিত। এই ফলের অন্য নামগুলি হল, গ্র্যাভিওলা, সোরসপ, গুয়ানাভা ও ব্রাজিলিয়ান পাও পাও। বিজ্ঞানীরা বলছেন, এই ফলের এতটাই গুণ, এই ফল খেলে ক্যান্সাররোগীর কেমোথেরাপির প্রয়োজন হয় না। শরীরও চাঙ্গা থাকে, দুর্বল ভাব আসে না।
909) কিডনি ধীরে ধীরে নষ্ট হলে কি করবেন ? (CKD/Treatment/Prevention)
910) আল্লাহ্ তার বান্দাকে কীভাবে হেফাজত করেন সেই বিষয়ে ইবনে রজব হাম্বলী (রাহিমাহুল্লাহ) বলেন,
911) কিডনি ভালো রাখার উপায় Amazing Tips To Prevent Kidney Diseases in Bangla
912) এ হাসপাতালে মাত্র ১০ টাকায় দেশের প্রথম সারির বিশেষজ্ঞ চিকিৎসকদের চিকিৎসা পাচ্ছেন রোগীরা।
913) গোপালগঞ্জে ‘২৫০ শয্যার জেনারেল হাসপাতালে’ বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক ছাত্রীকে ভুল ইঞ্জেকশন দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, ভুল ইঞ্জেকশন দেওয়ায় ওই ছাত্রী জ্ঞান হারিয়ে ফেলেন। পরে চিকিৎসকরা তাঁকে ঢাকায় নেওয়ার পরামর্শ দেন।
914) "হিজামা"
915) লাহোরের তরুণের কণ্ঠে কাবা শরীফের আজান !!!
916) রক্তচাপ নিয়ন্ত্রিত না থাকলে ===>
917) মেনোপজ একটি স্বাভাবিক শারীরিক প্রক্রিয়া। সাধারণত ৪৫ থেকে ৫৫ বছর বয়সে নারীদের পিরিয়ড বন্ধ হয়ে আসার ঘটনা ঘটে।
918) সেহরিতে খাবারের তালিকায় রাখবেন যে ৬ খাবার
919) সোশ্যাল মিডিয়ার বিষয়ে আমরা যথেষ্ট শিক্ষা গ্রহণের আগেই সব কিছু হাতের মুঠোয় চলে আসছে। দায়িত্বশীল ব্যবহার করতে পারছিনা এটির।
920) a) 'ড্রাগের চেয়েও সোশ্যাল মিডিয়া বা সামাজিক যোগাযোগ মাধ্যমের আসক্তি মারাত্মক হয়ে যাচ্ছে'
b) বাংলাদেশে মনোবিজ্ঞানীরা বলছেন, সোশ্যাল মিডিয়ার কারণে মানুষের মধ্যে অস্থিরতা বেড়ে গেছে।
921) "মানুষ খুব কম সময়ই মন থেকে হাসে;
কিন্তু যখন কাঁদে মন থেকেই কাঁদে..."
922) এলাচের মধ্যে ম্যাগনেশিয়াম, ক্যালশিয়াম, জিঙ্ক, সোডিয়াম, পটাশিয়াম, ফসফরাস প্রভৃতি বিভিন্ন মাত্রায় বর্তমান।
923) প্রস্রাব কখনওই চেপে রাখবেন না। এতে মূত্রথলিতে সংক্রমণ (ইনফেকশন) হওয়ার আশঙ্কা থাকে।
924) #Obesity বা স্থুলতা বা মোটা হওয়া কমাতে চান তাহলে নিম্নের নিয়ম মেনে চলতে পারেন!-
925) বেকারিগুলো কি খাওয়াচ্ছে আমাদের ? // খাদ্যে ভেজাল // Crime Watch । EP 309
Next from 19/06/2019 to the future posts ....
From 18th August, 2019 to the past posts .... down
926) অধ্যাপক মোহাম্মদ আলী। বাংলাদেশে যকৃৎ প্রতিস্থাপনের পথিকৃৎ। ১৯৯৭ সালে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের যকৃৎ প্রতিস্থাপন কেন্দ্র থেকে ফেলোশিপ পান। বর্তমানে বারডেমের হেপাটো বিলিয়ারি প্যানক্রিয়াটিক ও লিভার ট্রান্সপ্লান্ট সার্জন। দেশে যকৃৎ প্রতিস্থাপনের সম্ভাবনা ও বিভিন্ন দিক নিয়ে কথা বলেছেন প্রথম আলোর সঙ্গে। সাক্ষাৎকার নিয়েছেন মিজানুর রহমান খান।
927) #Warning .... .... একটি টিউমার পায়খানার রাস্তা বন্ধ করে দিয়েছে। পরীক্ষা করে দেখা গেল সেটি রেক্টাল ক্যান্সার। রেক্টাল ক্যান্সার বর্তমানে বেশ বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে মধ্যবিত্ত ও উচ্চবিত্তের মধ্যে যাদের খাদ্যাভ্যাস পরিবর্তিত হয়ে গেছে। যারা শাকসবজি কম খাচ্ছেন তাদের এই রোগ হওয়ার সম্ভাবনা
928) Free Cancer Treatment .... !!! ... @ Pakistan
929) What does Metoidioplasty mean?
930) ঢাকা শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুরে মারা যায় চিকিৎসকপুত্র রাজ চৌধুরী। ... (ডেংগু)
931) মিনিকেট নামে কোনো ধান নেই; অথচ চালে বাজার সয়লাব
932) ২০৫০ সালের মধ্যে বাংলাদেশে প্রবীণদের জনসংখ্যা অপ্রাপ্তবয়স্ক ও তরুণদের ছাড়িয়ে যাবে।
933) ড. হক জেরিয়াট্রিক স্বাস্থ্যসেবা বিষয়ে যুক্তরাষ্ট্রে কাজ করেছেন।
তিনি বলেন বাংলাদেশে প্রবীণদের স্বাস্থ্যসেবায় জেরিয়াট্রিক মেডিসিন বিষয়ে পড়াশোনার কোন ধরনের ব্যবস্থাই নেই।
934) জেরিয়াট্রিক কনসালটেন্ট ড. আমিনুল হক বলছিলেন কি কারণে প্রবীণদের জন্য আলাদা স্বাস্থ্য সেবা প্রয়োজন।
তিনি বলছেন, "অল্প বয়সে একজন প্রবীণের যে শারীরিক গঠন ছিল, ক্ষমতা ছিল, সেগুলো পরে আর থাকে না। ষাট বছর বয়সের পর মানুষের শরীরে বিভিন্ন অসুস্থতা ধরা পরে।"
935) #KaziIbrahim ... মেলাটোনিন ওয়াজ ===>> ক্যানসার মুক্তির প্রাকৃতিক উপায় ...
@ 13:00 of this lecture ...
https://www.youtube.com/watch?v=4dJ1sDVFAWI
936) Health Tips ....
937) Is VR a viable choice for childbirth?
938) জমজও নরমাল হচ্ছে লাইফ এইডে...
939) গবাদিপশুর মাংস খেলে ডেঙ্গু হবে কি? এমন একটি প্রশ্ন অনেকের মাথায় উঁকি দিচ্ছে। একজন ভেটেরিনারিয়ান ও মশা গবেষক হিসেবে আমি বলতে পারি, এটি খুবই অমূলক একটি ধারণা।
940) নয় মাস বয়সে আকাশ-পাতাল জ্বর, হাসপাতালে নিতে নিতেই চোখের সামনে খসে পড়ল ছোট্ট শিশুটির এক পায়ের নিচের দিকের অংশ। হাতের কয়েকটি আঙুলের কিছু অংশ। সবাই অবাক! কী এমন হলো বাচ্চাটার যে এমন সর্বনেশে পরিণতি। জ্বর তো কতজনেরই হয়!
941) টনসিলের চিকিৎসার জন্য গত বুধবার (৭ আগস্ট) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন শামিম (২০) নামের এক যুবক। দুইদিন পর তার মৃত্যু হয় ডেঙ্গু জ্বরে। হাসপাতালেই এডিস মশার কামড়ে শামিমের ডেঙ্গু হয়েছিল বলে অভিযোগ তার পরিবারের।
942) বরিশালের গৌরনদীতে প্রায় লাখ টাকা দামের দুটি গরু হঠাৎ অসুস্থ হয়ে মারা গেছে। পরে সেই গরুর মাংস বিক্রি করতে গিয়ে আটক হন গরুর মালিক ও কসাই। শেষে গভীর রাতে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা দিয়ে ছাড়া পান তারা।
943) বাংলাদেশে যে পরিমাণ ডাক্তার আছে, তাদের দিয়ে রোগী দেখা ও অন্যান্য কাজ মিলে রোগী প্রতি ১৫০ সেকেন্ডের বেশি সার্ভিস দেয়ানো সম্ভব না!
944) হঠাৎ করে হাত পুড়ে গেলে সেখানে কিছু পরিমাণ নারকেল তেল ব্যবহার করুন। দেখবেন জ্বালাপোড়া অনেকটা কমে গেছে। কিছুক্ষণ পর পর পুড়ে যাওয়া স্থানে নারকেল তেল ব্যবহার করুন।
945) ডেঙ্গু নিয়ে বিশেষজ্ঞ পরামর্শ । ডেঙ্গু হলে করণীয় । ডেঙ্গু রোগের লক্ষণ || Dengu ||
946) লিভার প্রতিস্থাপন শুরু হচ্ছে বারডেমে
947) এডিস মশা বাংলাদেশে কীভাবে আসছে, সেই প্রশ্ন তুলে স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম বলেন, বিদেশ থেকে কিছু মশা বিমানের ভেতরে চলে আসছে।
948) ফিলিপাইন সরকার সে দেশে ডেঙ্গু প্রতিষেধক ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। দেশটিতে এ বছর মশাবাহিত ডেঙ্গু রোগে শত শত লোক মারা গিয়েছে।
949) a) "আল্লাহ্ এমন কোন রোগ পাঠাননি যার আরোগ্যের ব্যবস্থা দেননি।।"
- হজরত মুহাম্মদ(সা.)
[সহিহ বুখারি: হাদিস নং- ৫৬৭৮]
950) বাংলাদেশে এক দিনে ডেঙ্গু আক্রান্তের সব রেকর্ড ভঙ্গ করে গত ২৪ ঘণ্টায় সরকারি হিসেবেই আরও ২৩৪৮ জন লোক ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন, যদিও এটি মাত্র ৪০টি হাসপাতাল থেকে নেয়া তথ্য।
951) শিশু হাসপাতালের ডেঙ্গু সেলের ইনচার্জ ডা. আমজাদ হোসেন বলেন, ‘এডিস মশার ডিম এক বছর পর্যন্ত সার্ভাইভ করতে পারে। কিন্তু পরিষ্কার পানি পেলে তিন দিনের মধ্যে লার্ভা থেকে মশা হয়ে যাবে। একটু খেয়াল রাখতে হবে যেন পরিষ্কার পানি তিন দিনের বেশি জমে না থাকে। একটা এডিস মশা প্রায় ১৫ দিন বাঁচে। আর তারা এক সঙ্গে অনেক মানুষকে অসুস্থ করতে পারে।’
952) ভুল ইঞ্জেকশনে অজ্ঞান হওয়া গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মরিয়ম সুলতানা মুন্নির জ্ঞান দেড়মাসেও ফেরেনি।
953) YT ... পেঁপে পাতার রসে ডেঙ্গু সারবে না: ডা. এবিএম আবদুল্লাহ || Dengue
954) পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক শাহাব উদ্দীন কোরেশীর স্ত্রী সৈয়দা আক্তার ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন। প্রায় ১০ দিন রোগে ভোগে মৃত্যু হয় তার।
955) ডেঙ্গুর বাহক এডিস ইজিপ্টি মশা নিয়ন্ত্রণে পুরুষ মশা বন্ধ্যাকরণের যে চিন্তা করছে পরমাণু শক্তি গবেষণাকেন্দ্র সেটি কতটা কার্যকর হবে তা নিয়ে সংশয়ে একজন কীটতত্ত্ববিদ। ওই বিশেষজ্ঞ বলছেন, প্রতিবেশী দুই দেশ মিয়ানমার ও ভারতকে সঙ্গে না নিলে এই পদ্ধতি সফল হবে না।
956) এডিস মশা নিধনে নতুন যে ওষুধ আনা হচ্ছে সেখানেও দুর্নীতি হবে- আগাম এমন আশঙ্কা প্রকাশ করলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ফখরুল বলেছেন, ‘এখন নতুন ওষুধ আনবে, সেখানে আরও দুর্নীতি হবে। দুটি ওষুধ নিষিদ্ধ করা হয়েছে থাইল্যান্ডে, সে দুটি ওষুধ নাকি আনা হচ্ছে। তারা আমদানি করছে কলকাতার ডেপুটি মেয়রকে তাদের কনসালটেন্সির জন্য। দেশের এখন এমন অবস্থা, হীরক রাজার দেশের চেয়েও অধম হয়ে গেছে।’
957) ডেঙ্গু: জ্বর নেমে গেলে রোগীর পরিচর্যা কেমন হবে ...
"যখন ছেলেকে হাসপাতালে নিলাম তখন জ্বর ছিলো কম। কিন্তু প্রেশার কমে গিয়েছিলো। রক্তে প্লেটলেট কমতে শুরু করে। এরপর সাত দিন হাসপাতালে থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরলাম।" ==>>
https://www.bbc.com/bengali/news-49227963
958) Countless fans prayed for his recovery and send supportive messages, however, Allah had plans for him to meet his end this year. Sources say that he was suffering from Meningitis Fever (Naegleria Infection reported by some) and was shifted on a ventilator. He will always be remembered through his soulful recitations spreading the love of Rasool around the world.
959) #QuranBD ..... যখন লোকমান উপদেশচ্ছলে তার পুত্রকে বললঃ হে বৎস, আল্লাহর সাথে শরীক করো না। নিশ্চয় আল্লাহর সাথে শরীক করা মহা অন্যায় / মহা জুলুম । ==>
http://www.quraanshareef.org/Surah-Luqman Ayah 13
960) দুধে অ্যান্টিবায়োটিকের উপস্থিতি সারা বিশ্বেই গ্রহণযোগ্য একটি বিষয় হলেও বাংলাদেশে হঠাৎ করেই এ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশ এবং অঞ্চল ভেদে নানা ধরনের মানদণ্ড আছে। কিন্তু বাংলাদেশে এই ধরনের কোনো মানদণ্ড নেই।
961) রাজধানীসহ সারা দেশে হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীতে সয়লাব। হাসপাতালগুলোতে জায়গা নেই। প্রায় সব সরকারি হাসপাতালগুলোতে রোগী ধারণ ক্ষমতার দ্বিগুণ, তিনগুণ ভর্তি রয়েছেন।
962) অবশেষে দেশের ৬৪ জেলাই প্রাণঘাতী ডেঙ্গুর আওতায় চলে গেছে।
963) স্ক্রাবার: আনারসের অমসৃণ ত্বককে কাজে লাগান স্ক্রাবিংয়ে। স্নানের আগে কয়েক টুকরো আনারস ঘষে নিন শরীরে। প্রাকৃতিক এই স্ক্রাবার ত্বকের মৃত কোষ ঝরিয়ে ত্বককে ঝলমলে করে তোলে।
964) ত্বকের বয়স কম দেখাতে আমরা নানা রকম রূপ চর্চা করে থাকি। দেদারছে টাকা খরচ করি স্কিন ঠিক রাখতে, চামড়ার ঝুলে পড়া ঠেকিয়ে রাখতে। অথচ এই বর্ষায় হাতের কাছে পাওয়া যায় ত্বকের বয়স কমিয়ে রাখার ফল।
ক্লান্ত ত্বককে চনমনে করা থেকে শুরু করে তা টানটান ও মসৃণ রাখার ক্ষেত্রেও বর্ষার ফল আনারস খুব কার্যকর। তাই শুধু খাবার পাত নয়, আনারস কাজে লাগান রূপচর্চাতেও।
965) ডেঙ্গু পরীক্ষার জন্য দুই দিনের মধ্যে কয়েক লাখ ডেঙ্গু টেস্টিং কিটস দেশে আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। মালয়েশিয়া থেকে দেশে ফেরার পর মিটফোর্ড হাসপাতালে এক সেমিনারে এ কথা বলেন তিনি।
966) Pelvic Pain in Bengali -
এই প্রবন্ধে, আপনি জানবেন পেলভিক পেইন কি। তার সাথে এটি পেলভিক পেইন রোগটি নির্ণয় এবং পেলভিক পেইন রোগের চিকিৎসা সমেত পেলভিক পেইন রোগের উপসর্গ এবং কারণ নিয়ে কথা বলে। ...
https://www.myupchar.com/bn/disease/pelvic-pain
967) পেলভিসে যন্ত্রণা কেন হয়! ...
968) ডেঙ্গু আক্রান্ত হলে কী পদক্ষেপ নিবেন হৃদরোগীরা ...
969) বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে বাংলাদেশে ৫৩ ভাগ মৃত্যুর কারণ অসংক্রামক রোগ ও এর মধ্যে শীর্ষস্থানে আছে হৃদরোগ।
31 July, up
17 Sep, 2019, down
970) মার্কিন সংবাদমাধ্যম সিএনএন বলছে, ওই সাঁতারের সময় লিলির নাকের ভেতর দিয়ে মাথায় এক প্রজাতির অ্যামিবা (এককোষী প্রাণী) ঢুকে পড়ে। ওই অ্যামিবা লিলির মস্তিষ্ক খেয়ে ফেলে।
970) মার্কিন সংবাদমাধ্যম সিএনএন বলছে, ওই সাঁতারের সময় লিলির নাকের ভেতর দিয়ে মাথায় এক প্রজাতির অ্যামিবা (এককোষী প্রাণী) ঢুকে পড়ে। ওই অ্যামিবা লিলির মস্তিষ্ক খেয়ে ফেলে।
971) যারা প্রতিদিন তিনকাপ করে চা খান তাদের কগনিটিভ ফাংশন অন্যদের তুলনায় অনেক বেশি হয়।
972) স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেন, ক্রনিক ঠাণ্ডা লাগা, বুকে শ্লেষ্মা জমে থাকার সূত্র ধরেই পড়তে হয় নিউমোনিয়ায়।
973) B) একজন ৩০ বছর বয়সী তরুণ বা তরুণীর কাছে জীবনের পরাজয় হচ্ছে, এই বয়সে সেলুনে চুল কাটা কিংবা সিনেমা দেখার টাকাটা মা কিংবা ভাইয়ের কাছ থেকে নেওয়া। কিন্তু তাঁদের কথা কে ভাবে।
A) প্রতি ২ হাজার জনের মধ্যে ১ হাজার ৯৯৯ জনেরই কোনো চাকরি এখানে হবে না।
974) প্রদাহ থেকে বাঁচার উপায় ...
975) নরসিংদীর রায়পুরা উপজেলায় নানার বাড়িতে বেড়াতে এসে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে রায়পুরা পৌর এলাকার তাত্তাকান্দার কাকন নদীতে এ ঘটনা ঘটে।
976) What Is a CT Scan?
977) বায়োপসি হলো একটি পদ্ধতি যার মধ্যে রয়েছে আক্রান্ত অংশের টিস্যুর ছোট্ট একটি অংশ ল্যাবরেটরিতে পরীক্ষার জন্য বের করে আনা এবং
978) রসুনে রয়েছে ভিটামিন সি এবং বি সিক্স। ম্যাঙ্গানিজ ও সেলেনিয়াম- যা চুলের বৃদ্ধিতে সাহায্য করে।
979) ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের তথ্য মতে, এ বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ২ হাজার ৬শর বেশি মরদেহ ফিরেছে দেশে। তাদের ৬০ ভাগের বেশি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তবে প্রবাসীদের মৃত্যুর কারণ অনুসন্ধানের সুনির্দিষ্ট কোনো উদ্যোগ নেই সরকারের।
980) আত্মহত্যার চেষ্টা মীরাক্কেল উপস্থাপক মীরের ...
৮৭টি ঘুমের ওষুধ খেয়ে ফিরে আসার অভিজ্ঞতা শেয়ার করে মীর বলেন,
981) এই পৃথিবীতে অনেক ধরনের কষ্টের মানুষ আছে, কারো কাছে শান্তি বলতে সুন্দর করে একটু নিশ্বাস নেওয়া, আপনি হসপিটালগুলোতে খোজ নিয়ে দেখুন এমন অনেক মানুষের মুখে অক্সিজেন লাগিয়ে দেওয়া হয়েছে যাদের কাছে এখন দুনিয়ার সবচেয়ে প্রিয় আর দামি বিষয় হচ্ছে কষ্টহিন শ্বাস প্রশ্বাস চালিয়ে নেওয়া অথচ তা আমাদের কাছে কখনোই চিন্তার বিষয়ও হয় না, তার কষ্ট আর তার তুলনায় আমরা যে কি নিয়ামতের মধ্যে আছি কখনো এই বিষয়টা চিন্তার যগতেও আসে নি আমাদের। ===>>
982) #Taqdir ......
আল্লাহ্ তার বান্দাকে কীভাবে হেফাজত করেন সেই বিষয়ে ইবনে রজব হাম্বলী (রাহিমাহুল্লাহ) বলেন,
983) উপকমিশনার নাবিদ কামাল বলেন, তানিয়া ইশরাত মানসিক ভারসাম্যহীন ছিলেন। এর আগেও তিনি আত্মহত্যার চেষ্টা করেছেন। এ নিয়ে তানিয়া ইশরাতের পরিবারের কারও বিরুদ্ধে কোনো অভিযোগ নেই।
984) স্কিনক্যান্সারের প্রতিরোধক হিসেবেও বেশ কার্যকর কফি।
985) বেশ কিছু গবেষণায় দেখা গেছে যারা নিয়মিত কফি খায় তাদের টাইপ ২ ডায়াবেটিসের ঝুঁকি কম হয়।
986) কফি আলঝেইমার্স ও পারকিনসন্স রোগের বিরুদ্ধে লড়ে। বয়স বাড়লে কফি আপনার মস্তিস্ককে সুরক্ষা দেয়।
987) স্বাস্থ্য বিষয়ক নির্দেশিকা অনুসারে শরীরে খুব বেশি হলে দৈনিক ৪০০ মি.গ্রাম ক্যাফেইন নেওয়া যেতে পারে।
988) গবেষণায় প্রমাণিত হয়েছে, যারা দিনে তিন কাপের বেশি কফি পান করেন তাদের শান্তির ঘুম খুব কমই হয়।
989) "ঘুম থেকে উঠে সরাসরি কফি পান করলে কোলেস্টেরলের মাত্রা বাড়ে।"
990) "দৈনিক পাঁচ কাপের বেশি কফি খেলে গর্ভধারণের ক্ষমতা কমে যেতে পারে!"
991) কফি পানের উপকারিতা ...
992) শরীরের পক্ষে কফি ভালো। ক্যাফেইনের অনেক উপকারিতা রয়েছে। কিন্তু খালি পেটে কফি শরীরের পক্ষে মারাত্মক। আর তা যদি হয় ব্ল্যাক কফি, তাহলে ক্ষতির পরিমাণ কয়েক গুন বেড়ে যায়। ...
993) Cirrhosis: Long-term damage to the liver from any cause can lead to permanent scarring, called cirrhosis. The liver then becomes unable to function well.
994) Hepatitis: Inflammation of the liver, usually caused by viruses like hepatitis A, B, and C. Hepatitis can have non-infectious causes too, including heavy drinking, drugs, allergic reactions, or obesity.
995) The liver is a large, meaty organ that sits on the right side of the belly. Weighing about 3 pounds, the liver is reddish-brown in color and feels rubbery to the touch. Normally you can't feel the liver, because it's protected by the rib cage.
996) A) প্রতি বছর প্রায় আট লাখ লোক আত্মহত্যায় মারা যায়।
B) এ প্রসংগে শ্রীলঙ্কার গবেষণার কথা উল্লেখ করেছে ডব্লিউএইচও। এই দেশটিতে কিটনাশকের ওপর বিধিনিষেধ আরোপ করার পর আত্মহত্যার সংখ্যা ৭০ শতাংশ হ্রাস পেয়েছে এবং ১৯৯৫ থেকে ২০১৫ সাল পর্যন্ত ৯৩ হাজার জীবন রক্ষা পেয়েছে বলে হিসাবে দেখা গেছে।
997) রক্ত পরীক্ষার পর জানা যায়, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত কিম।
998) স্বামীকে / স্ত্রীকে শ্বশুরবাড়ি থেকে দুরে রাখার পরিণতি ...
999) What is Naegleria? Here’s how to protect yourself from deadly infection.
1000) চিকিৎসা সেবায় ভারতের চেয়ে ১০২ ধাপ এগিয়ে বাংলাদেশ
9th Sep-2019 up-down
No comments:
Post a Comment