1) # সাপ ================>>
বিজ্ঞান বলেছে, শতকরা ৯৯ ভাগ সাপেরই কোন বিষ নেই। কিন্তু আমরা সব সাপকেই ভয় পাই। অন্যদিকে সাপের দংশনে যত রোগী মারা যায় তার ৯৯ ভাগ মারা যায় হার্ট অ্যাটাকে; দংশনে নয়। অর্থাৎ দংশন করার আগেই মানুষ ভয় পেয়ে মারা যায়। অথচ এই মানুষের মধ্যে যারা সাপ সম্পর্কে ওয়াকিবহাল, তারা সাপকে বশ মানায়। ঝাঁপিতে ভরে। বাজারে নিয়ে বাঁশি বাজিয়ে সাপের খেলা দেখায়। তারপর উপার্জিত অর্থ দিয়ে মাছ কেনে, মাংস কেনে। বউ-বাচ্চা নিয়ে মৌজ করে খায়। ----------------------->>http://www.bdtoday.net/newsdetail/detail/200/25079
2) Mobile Use ===>>
3) একটু অসাবধানতার কারণে আপনার কানের পর্দা ফেটে যেতে পারে। ==>>
4) সাধারণ মাথাব্যথা বা ছোটখাটো শারীরিক আঘাতের ব্যথা কমাতে চিকিৎসকরা সাধারণত প্যারাসিটামল-জাতীয় ওষুধ খাওয়ার পরামর্শ দেন। সেই একই ওষুধ দিয়ে মানসিক যন্ত্রণা, এমনকি মৃত্যুর আতঙ্কজনিত যন্ত্রণা কমানো সম্ভব বলে দাবি করেছেন চিকিৎসাবিজ্ঞানীরা
http://www.bdtoday.net/newsdetail/detail/43/21254
No comments:
Post a Comment