Tuesday, April 9, 2019

FB Posts : D

Health Care FB Posts ... D
C/O, FB Group: Health Care



18/03/2019 up/down
301) প্র: চর্বিযুক্ত খাবার কি ক্যান্সার সৃষ্টি করে?
302) প্র: আপনি রোগীকে এক সময় একটি ঔষধ দেয়ার কথা কেন বলছেন?
303) প্র : যৌন সংক্রামক রোগ থেকে বাঁচার সহজ উপায় কি? -জসিম উদ্দিন, খুলনা।
304) প্র : মানসিক চাপের সাথে কি অ্যাজমার সম্পর্ক রয়েছে?
305) প্র : গর্ভাবস্থায় কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ এবং হোমিওপ্যাথি ঔষধ চাই।
306) প্রেসার লো হলে মাথা ঘোরা, ক্লান্তি, অজ্ঞান হয়ে যাওয়া, বমি বমি ভাব, বুক ধড়ফড়, অবসাদ, দৃষ্টি ঝাপসা হয়ে যাওয়া এবং স্বাভাবিক শ্বাস-প্রশ্বাস নিতে অসুবিধা দেখা দেয়।
307) Stress is not good for your immune system.
308) হতাশায় আক্রান্ত হলে ক্যান্সার হওয়ার আশঙ্কা প্রায় ৩২ ভাগ বেশি।
309) রসুন এক দারুণ পেনিসিলিন জাতীয় মসলা।
310) ওষুধ ব্যবহার করে ডায়াবেটিস রোগীদের হৃদরোগের ঝুঁকি অনেকাংশে কমানো যায়।
311) "ক্যান্সার আক্রান্ত রোগীদের কেমোথেরাপি দিলে শরীরের কোষগুলো মারা যায়। মাথার চুল উঠে যায়।"
312) #শসা বুক জ্বলা, পাকস্থলীর এসিডিটি এমনকি গ্যাস্ট্রিক থেকে মুক্তি দিতে পারে।
313) পুরনো প্লাস্টিকের ব্যবহার স্বাস্থ্যের পক্ষে বিপজ্জনক।
314) #Homeopathy .... 
এই চিকিৎসা পদ্ধতির অন্তর্নিহিত মূলনীতি হচ্ছে- কোনো একজন সুস্থ ব্যক্তির শরিরে যে ওষুধ প্রয়োগ করলে তার মধ্যে যে লক্ষণ দেখা দেয়, ওই একই ওষুধ সেই লক্ষনের ন্যায় অসুখে আক্রান্ত ব্যক্তির উপরে প্রয়োগ করলে তা অসুস্থ্ ব্যক্তির জন্য অসুখের লক্ষণ নিরাময়ের কাজ করে।
315) ডাঃ জোহরা বেগম কাজীর বর্ণাঢ্যজীবনের পরবর্তী অধ্যায়ের শুরু ১৯৪৮ সালে যখন তিনি ঢাকা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিকিৎসক হিসেবে যোগ দেন।
316) নিউমোনিয়া সাধারণত ব্যাকটেরিয়া দ্বারা সংক্রমিত হলেও ছত্রাক বা ভাইরাসের কারণেও দেখা দিতে পারে।
317) তরুণ বয়সে ‘বডি ম্যাস ইনডেক্স (বিএমআই)’য়ের মাত্রা বেশি থাকলে বৃদ্ধ বয়সে মস্তিষ্কের কর্মক্ষমতা কমে যেতে পারে।
318) ঠাণ্ডা পানি শরীর থেকে তাপমাত্রা গ্রহণ করায় ক্যালরি খরচ হয়।
319) শরীর তার পর্যাপ্ত ক্যালরি না পেলে শক্তির জন্য তা আপনার পেশিকলা ক্ষয় করে ক্যালরি সঞ্চয় করবে।
320) কিডনির সমস্যা আপনার চোখে ঝাপসা দেখা কিংবা মানসিক অস্থিরতার সৃষ্টি করতে পারে।
321) Antioxidants are sometimes called "free-radical scavengers."
322) অধ্যাপক আইলিন বলেন, “সার্বজনীন তথ্য পর্যালোচনা করে দেথা গেছে হৃদরোগই প্রাপ্তবয়স্ক পুরুষের মৃত্যুর হার বেশি হওয়ার প্রধান কারণ।”
323) #Medicine
Disprin should not be used if you ever had an ulcer in your stomach or small intestine.
324) #VVI ... কি খেলে কি হয় ===>>>
325) নিম তেল মাখলে মাথা ধরা কমে যায়।
17/03/2019 up/down
326) People who do not eat enough high-calcium foods should take a calcium supplement.
327) Calcium supplements should always be taken after dinner
328) একাধিক কেস স্টাডিতে দেখা গেছে যদি নিয়মিত ঢেঁড়স খাওয়া যায়, তাহলে কোলন ক্যান্সারে আক্রান্ত হওয়ার আশঙ্কা অনেকাংশেই হ্রাস পায়।
329) কেমোথেরাপি হল একটি দীর্ঘ বেদনাদায়ক নি:সঙ্গ ভ্রমণ। --- হুমায়ূন আহমেদ
330) "একজন সাধারণ ডাক্তার জানে ওষুধ দিতে, একজন অসাধারণ ডাক্তার জানে ওষুধ না দিতে।"
331) কোনওরকম শারীরিক কসরৎ ছাড়াই হঠাৎ করে ঘেমে যাওয়াও হার্ট অ্যাটাকেরই লক্ষণ।
332) যাদের ধূমপানের অভ্যাস রয়েছে, ডায়াবিটিসের সমস্যা রয়েছে, উচ্চ রক্তচাপ রয়েছে ... তাদের মধ্যে হার্ট অ্যাটাকের সম্ভাবনা বেশি থাকে।
333) বিজ্ঞানীদের মতে,
প্রায় ৩০০ ধরনের মাথাব্যথা আছে। 


17/03/2019 up ....  22/03/2019 down
334) ভালো করে না ঘুমালে ব্রেন ঠিকমতো কাজ করতে পারে না। মনে রাখার সাথেও ঘুমের সরাসরি যোগাযোগ আছে।
335) বিশ্বে মানুষের মৃত্যুর সবচেয়ে বড় কারণগুলোর একটি হার্ট অ্যাটাক। বলা হয় বিশ্বে এক তৃতীয়াংশ মৃত্যুর জন্যে দায়ী হার্ট অ্যাটাক বা হৃদরোগ।
336)  চিকিৎসকেরা জানিয়েছেন, নিঃশ্বাস বন্ধ হয়ে আসা, বুকে ব্যথা বা অজ্ঞান হয়ে যাবার মত ঘটনা সাধারণ হার্ট অ্যাটাকের এক মাস আগে হয়।
337) প্রতি ঘণ্টায় কিডনি বিকল হয়ে ৫ জন অকাল মৃত্যুবরণ করছেন।
338) "তাড়াতাড়ি ওজন কমানোর জন্য আদা থেতো করে পানিতে ভালো করে ফোটান। তার মধ্যে অল্প করে জিরা গুঁড়া দিন। দুপুরে বা রাতে খান। তারপর পার্থক্যটা দেখুন।"
339) আমাদের দেশে একজন নারী মা হওয়ার পর ধরেই নেন, তাঁর শারীরিক ফিটনেস ও সৌন্দর্য শেষ হয়ে গেছে। কখনোই তিনি আর সেই ‘পুরোনো’ মেয়েটিতে ফিরে যেতে পারবেন না। 
340) বিভিন্ন ধরনের সুগন্ধি পাওয়া যায় বাজারে। তবে বুঝতে হবে কোন সুগন্ধি আপনার জন্য প্রযোজ্য বা আপনি কোন ধরনের সুগন্ধি ব্যবহার করতে চান। পারফিউম, ও ডি পারফিউম, ও ডি টয়লেট, ও ডি কোলন ইত্যাদি লেখা দেখা যায় সুগন্ধির বোতলে।
341) কারও হার্ট অ্যাটাক হলে সঙ্গে সঙ্গে হাসপাতালে যেতে হবে। কারণ, হার্ট অ্যাটাকের পর প্রথম এক ঘণ্টা হলো গোল্ডেন আওয়ার, অর্থাৎ এই সময়ের মধ্যে হাসপাতালে চিকিৎসকের জরুরি চিকিৎসা নিতে পারলে রোগীর প্রাণ রক্ষা প্রায় নিশ্চিত করা সম্ভব।
342) যক্ষ্মা এখনো বড় একটি স্বাস্থ্য সমস্যা। যক্ষ্মা যে কারোরই হতে পারে। 
343) নিউমোনিয়া সাধারণত বয়স্ক ব্যক্তিদের, যারা দীর্ঘদিন রোগে ভুগছেন অথবা যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল বা কম তাদের মধ্যে বেশি দেখা যায়। তবে তরুণ, অল্প বয়স্ক, স্বাস্থ্যবান লোকদেরও নিউমোনিয়া হতে পারে।
344) Detox foot Pads কি?
345) খালি পেটে গ্রিন টি খেলে গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে।
346) The Way of Islamic Life Struggle ==== >>
" حَصِّنُوا أَمْوَالَكُمْ بِالزَّكَاةِ ، وَدَاوَوْا مَرْضَاكُمْ بِالصَّدَقَةِ ، وَأَعِدُّوا لِلْبَلاءِ الدُّعَاءَ "
তোমাদের সম্পদ সুরক্ষা কর জাকাত আদায় করে ।
তোমাদের রোগীদের চিকিৎসা কর সাদাকা প্রদানের মাধ্যমে । 
বালা-মুসিবতের মোকাবেলায় দোয়াকে ( হাতিয়ার স্বরূপ ) প্রস্তুত রাখ । 
----- ( আল-হাদীস, আল-খাতীব, ইবনে মাসউদ রাঃ বর্ণিত )
347) الرَّحْمَنُ عَلَى الْعَرْشِ اسْتَوَى
তিনি রহমান, আরশে সমাসীন।
Quran:20:5
348) ফেনীর ফুলগাজী উপজেলার বন্দুয়া দৌলতপুর উচ্চবিদ্যালয়ে দুই দিনে ১৬‍ ছাত্রী অসুস্থ হয়ে পড়েছে। চিকিৎসকেরা বলছেন, ছাত্রীরা গণমনস্তাত্ত্বিক রোগে আক্রান্ত। গতকাল মঙ্গলবার সাতজন ও গত সোমবার নয়জন এই রোগে আক্রান্ত হয়। এর পরিপ্রেক্ষিতে দুই দিনের জন্য বিদ্যালয় ছুটি ঘোষণা করা হয়।
349) #NewsBD2014 .... 
নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগর গ্রামে নিজের কবর নিজেই খুঁড়ে অবশেষে মৃত্যুর কোলে ঢোলে পড়লেন আব্দুল জব্বার (৬৫) নামের এক ব্যাক্তি।
350) রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন-
لا تكثروا الضحك، فإن الضحك تميت القلب
"অধিক হেসো না, কেননা (অধিক) হাসি অন্তরকে মেরে ফেলে।"
[ইবনে মাজাহ: ৪১৯৩, সহিহ আল জামি': ৭৪৩৫]
351)   'LGBT adoption is the adoption of children by lesbian, gay, bisexual, transgender (LGBT+) people."
352) দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মিত্রপক্ষের হাতে বার্লিনের পতনের পর জার্মান নারীদের গণধর্ষণের কাহিনী .....
353) জনাব! স্বামী কি স্ত্রীর যৌনাঙ্গে মুখ লাগাতে পারবে?
354) জ‌িজ্ঞাসাঃ আমি মেয়ে হয়ে মেয়েদের প্রতি যৌন আকর্ষণ অনুভব করি, এক সহপাঠীকে ভালোবেসে ফেলেছি, অনেক মানসিক ডিপ্রেশনে আছি, অতিরিক্ত আবেগজনিত সমস্যায় ভুগছি,কিছু করতে পারছি না। প্লিজ পরামর্শ দেন।–ইচ্ছাকৃতভাবে নাম-ঠিকানা প্রকাশ করা হয় নি।
19/03/2019 up 25/03/2019 down 
355) পৃথিবী ধ্বংসের বড় কারণ নোংরামী বৃদ্ধি পাওয়া। --- মুফতি কাজী ইব্রাহিম
356) An Israeli professor disclosed in a recent lecture series at Columbia University that Israeli authorities have permitted large pharmaceutical firms to experiment on Palestinian prisoners, and have been testing weapons on Palestinian children.
357)  ইয়া রাসুলাল্লাহ, বাড়ির চাকরকে কতবার ক্ষমা করব? 
- প্রতিদিন ৭০ বার। 
(তাহলে প্রিয় স্বামী বা স্ত্রীকে, আদরের ছেলেমেয়েকে প্রতিদিন কতবার ক্ষমা করা উচিত?)
358) ২/৪/৫ টা ধর্ষক / ঘাতককে শরীয়া আইনে বিচার করলে সারা দেশ ঠান্ডা হয়ে যাবে ...।
359) স্ত্রী শাহনাজ রহমতুল্লাহর কবরের পাশে স্বামী মেজর (অব.) আবুল বাশার রহমতুল্লাহ। ......
360) #QuranBD
قُتِلَ الْخَرَّاصُونَ
অনুমানকারীরা ধ্বংস হোক।
আয্‌-যারিয়াত, আয়াত ১০
361) আমরা অহেতুক সিজারিয়ানে বিশ্বাসী নই...
চেয়ারম্যান
আল-রাফি হসপিটাল লিঃ
362) #Moscow ...
এখানকার ট্র্যাফিক সিস্টেম এর কথাও একটু বলতে হয়। পুরো রাস্তাটাই গুছানো। বাসে যেখানে সেখানে মন মর্জি মতো নামা যায় না। প্রত্যেকটা স্টপেজে বাস থামে সেখানে যাত্রী থাকুক আর নাই থাকুক।

অটো টাইমে গাড়ি থেমে যাচ্ছে জেব্রা ক্রসিং-এ সবাই রাস্তা পার হচ্ছে। এখানকার বাস বা গাড়ির ড্রাইভারদের আমাদের দেশের মানুষদের মতো কোন অস্থিরতা নেই ,কে কার আগে যাবে সেই অসুস্থ প্রতিযোগিতা নেই। ===>>
363) ১৮ হাজার টাকা পানিতে গেল ...
364) وَقَلِيلٌ مِنْ عِبَادِيَ الشَّكُورُ 
আর আমার বান্দাদের মধ্যে খুব অল্প সংখ্যক-ই কৃতজ্ঞ।
Surah Saba 34:13
365) শাহনাজ রহমত উল্লাহ ====>> 
"ওমরাহতে গিয়েই আমি চেঞ্জ হয়ে গেছি। আসার পর মনে হয়েছে শুধু পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো, শুধু মনে হয়েছে আমি রোজা রাখবো, শুধু মনে হয়েছে আমি কুরআন শরীফ পড়বো।"
366) পরীক্ষা করে দেখা যায়, সাব্বিরের ওষুধ–প্রতিরোধী যক্ষ্মা হয়েছে। এনআইডিসিএইচের কর্মীরা বিভিন্ন ওষুধের সমন্বয়ে ওর জন্য বিশেষ চিকিৎসা শুরু করেন। ১৯ মাস হাসপাতাল ও বাসার নিবিড় চিকিৎসা আর বিশেষ ওষুধ প্রয়োগের সুবাদে সাব্বিরের ওজন আবার বাড়ল। শেষ পর্যন্ত দেখা গেল, ওর টিবিও সেরে গেছে। সুস্থ হয়ে ছেলেটি আবার স্কুলে যোগ দিল।
367) “যখন তোমরা সিজদাহ্ করবে। তখন বেশী বেশী দোয়া করবে কারন এটা দোয়া কবুলের সময়।”
(সূনানে আন-নাসায়ী:১১২০)
368) সপ্তাহে তিনটির বেশি ডিম খেলেই হৃদরোগের ঝুঁকি বাড়ে - নতুন গবেষণা রিপোর্ট
369) অসংখ্য জনপ্রিয় গানের শিল্পী শাহ্‌নাজ রহমত উল্লাহ খ্যাতি পেতে শুরু করেছিলেন ষাটের দশকে শিশু বয়সেই।
370) বাংলা গানের প্রখ্যাত কণ্ঠশিল্পী শাহনাজ রহমতুল্লাহ মারা গেছেন (ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। উল্লেখ্য, শাহনাজ রহমাতুল্লাহ ২৩ শে মার্চ পাকিস্তান / বাংলাদেশ দিবসে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যান।
371) 'আগেকার গবেষণার সাথে এ ফলাফল মিলছে না' .... 
এর আগের গবেষণায় বলা হয়েছিল, ডিম খাওয়া এবং হৃদরোগের ঝুঁকি বাড়ার মধ্যে কোন সম্পর্ক নেই।

কিন্তু নতুন এই গবেষণার সাথে সেসব ফলাফল মিলছে না।
372) أَعِدُّوا لِلْبَلاءِ الدُّعَاءَ
বালা-মুসিবতের মোকাবেলায় দোয়াকে ( হাতিয়ার স্বরূপ ) প্রস্তুত রাখ । 
373) دَاوَوْا مَرْضَاكُمْ بِالصَّدَقَةِ
তোমাদের রোগীদের চিকিৎসা কর সাদাকা প্রদানের মাধ্যমে । 
374) حَصِّنُوا أَمْوَالَكُمْ بِالزَّكَاةِ 
তোমাদের সম্পদ সুরক্ষা কর
জাকাত আদায় করে।
375)  বাংলাদেশের গ্রামাঞ্চলে মাত্র ৮% এন্টিবায়োটিক ডাক্তারের উপদেশে বিক্রি করা হয়।
376) মানুষ জন্মের সময়ের তার শরীরে কিছু এন্টিবডি নিয়ে আসে মায়ের শরীর থেকে। এই এন্টিবডি জীবাণুর কাছ থেকে তাদেরকে প্রাথমিক সুরক্ষা দেয়।
377) বর্তমানে আমাদের পরবর্তী জেনারেশনের অনেকের দেহেই প্রথম প্রজন্মের এন্টিবায়োটিক কাজ করছে না।
23/03/2019 up  02/04/2019 down
379) বাসা থেকে বের হলে এই দু'আ পড়তে ভুলবেন না
ﺑِﺴْﻢِ ﺍﻟﻠّٰﻪِ ﺗَﻮَﻛَّﻠْﺖُ ﻋَﻠَﻰ ﺍﻟﻠّٰﻪِ،
ﻭَﻟَﺎ ﺣَﻮْﻝَ ﻭَﻟَﺎ ﻗُﻮَّﺓَ ﺇِﻟَّﺎ ﺑِﺎﻟﻠّٰﻪِ
380) ছাত্রের সাথে স্ত্রীর পরকিয়া: স্বামী গেলেন আদালতে
381) ??? woman 
382) শিশুর পড়াশনায় অতিরিক্ত চাপ দেওয়া - কতটা যৌক্তিক | ডা.মেখলা সরকার | medschooBD .... YT
383) "মাথাব্যথার অনেক কারণের মধ্যে একটি হলো পানিশূন্যতা।"
384) কয়েক দিন ধরে এক মা দেখলেন, তাঁর ১১ বছর বয়সী মেয়ের পেট স্বাভাবিকের চেয়ে বড় দেখাচ্ছে। পেটের কোনো সমস্যা ভেবে চিকিৎসকের কাছে নিয়ে গিয়ে জানলেন, মেয়ে ২৩ সপ্তাহের অন্তঃসত্ত্বা।
385) ইউনুস নবী সম্পর্কে আল-কুরআন ===>> 
যদি তার পালনকর্তার অনুগ্রহ তাকে সামাল না দিত, তবে সে নিন্দিত অবস্থায় জনশুন্য প্রান্তরে পরিত্যাক্ত হত।
Surah-Al-Qalam ... Ayah 49
386) বদ নজরের ক্ষতি থেকে বাঁচতে ২৯ পারার সূরা কলম এর শেষ ২ আয়াত অজু সহ ১১ বার পাঠ করে রোগীর শরীরে / চেহারায় দম / ফুঁ দিতে হবে 
387) বিভিন্ন গবেষণায় দেখা যাচ্ছে, অটিজম আক্রান্ত প্রতি ১৭ জনে ১৬ জনই পুরুষ।
388) সমকামিতা প্রমাণিত হলে তার জন্য দেওয়া হবে মৃত্যুদণ্ড। 
389) কালো জিরাতে থাকা ফসফরাস শরীরের রোগ প্রতিরোধে ক্ষমতা বাড়িয়ে তোলে। শরীরে যে কোনও জীবাণুর সংক্রমণ ঠেকাতে কালো জিরা অত্যন্ত কার্যকরী।
390) রাসায়নিকের যথেচ্ছ ব্যবহারে বাড়ছে অটিজম
391) তেঁতুল ত্বকের সৌন্দর্য বাড়ায় ....
392) যুক্তরাজ্যের সর্বোচ্চ নিউরোসার্জারি পুরস্কারে ভূষিত হয়েছেন বাংলাদেশে জন্মগ্রহণকারী ব্রিটিশ অধ্যাপক এবং অক্সফোর্ড ফাংশনাল নিউরোসার্জারির প্রতিষ্ঠাতা টিপু আজিজ। 
393) বিএসটিআই ল্যাবরেটরিতে পরীক্ষা করে ৩৪ ভাগ খোলা ভোজ্যতেলেই মিলেনি কোনো ভিটামিন ‘এ’।
394) তেঁতুল ডায়াবেটিস রোগকে নিয়ন্ত্রণে রাখে ===>>
395) সপ্তাহে ৩ থেকে ৪ দিন তেঁতুল কেন খাবেন?
396) ‘ওরা বলছিল 'হামিল', কিন্তু এর মানে যে গর্ভবতী - তা বুঝি নাই’ /// 
397) #MigrantBD
গত বছর ১৩শ'র বেশি নারী শ্রমিক পালিয়ে দেশে চলে এসেছেন।
398) 🙇‍♀আগে মহিলারা ছিল ঘরের সৌন্দর্য।
👉আর আজ তারা বাজারের সৌন্দর্য।
399) একজন ব্যক্তিকে কিডনি ও চোখ দান করার ক্ষেএে ইসলাম কি বলে || Mufti kazi ibrahim ... YT
31/03/2019 up
400) ‘ভুলে ক্যানসারের ওষুধ দেয়া হয়েছে এরশাদকে’ ...










No comments:

Post a Comment