Health Care FB Posts ... C
C/O, FB Group: Health Care
10/03/2019 down
201) Introduction: Neuroanatomy Video Lab - Brain Dissections ... YT
202) টাইপ ২ ডায়াবেটিস হওয়ার আগে প্রায়ই যে-সমস্যা দেখা দেয় সেটাকে বলা হয় প্রিডায়াবেটিস।
203) The Nervous System In 9 Minutes ... YT
204) স্থূলতার সমস্যা সমাধানে কী করবেন | পুষ্টিবিদ আয়েশা সিদ্দিকার পরামর্শ | স্বাস্থ্য প্রতিদিন ... YT
205) Calculate Your Body Mass Index ===>>
C/O, FB Group: Health Care
10/03/2019 down
201) Introduction: Neuroanatomy Video Lab - Brain Dissections ... YT
202) টাইপ ২ ডায়াবেটিস হওয়ার আগে প্রায়ই যে-সমস্যা দেখা দেয় সেটাকে বলা হয় প্রিডায়াবেটিস।
203) The Nervous System In 9 Minutes ... YT
204) স্থূলতার সমস্যা সমাধানে কী করবেন | পুষ্টিবিদ আয়েশা সিদ্দিকার পরামর্শ | স্বাস্থ্য প্রতিদিন ... YT
205) Calculate Your Body Mass Index ===>>
206) 15 dialysis patients die in Venezuela's blackout, according to NGO
207) দুধ বানানোর কেমিক্যাল
208) চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যথার ওষুধ খাওয়ায় যত ঝুঁকি
209) স্ট্রোক প্রতিরোধে করণীয়
210) দেহঘড়ি: সুস্থ থাকার কৌশল
211) স্বাস্থ্য কথা : স্থূলতা সমস্যা ও সমাধান
212) রাসুল (সাঃ) বলেছেন-মৃত ব্যক্তির জন্য ঐ সময়টা খুব কষ্টকর হয়, যখন তাকে তার গৃহ হতে বের করা হয় এবং তার পরিবারের সবাই তার জন্য কাঁদতে থাকে।
213) সমস্যা: .....
"আমার মেয়ে অল্পতেই রেগে যায়, সারাক্ষণ ঘরের দরজা বন্ধ করে রাখে"
214) সমস্যা: ....
"আমার স্ত্রী ইদানিং সামান্য বিষয়ে অনেক রেগে যায়"
215) প্রিয় মানুষটিকে খুশি করতে মেয়েরা যতোই মেকআপ করুন বা কেন ...
12/03/2019 up
16/03/2019 down
216) ব্ল্যাক ম্যাজিক ইসলামে হারাম। শুধু হারামই নয়, এটি কুফরি কাজ। এই কাজের মাধ্যমে অন্য ব্যক্তিসহ মানুষ নিজেরাও ক্ষতিগ্রস্ত হয়। এটি করা একেবারেই জায়েজ নেই; বরং এটা থেকে যথাসম্ভব নিজেকে বিরত রাখার চেষ্টা করুন।
217) #WarningBlackMagic ...
"বিছানার নীচে ফুল রেখেও অনেকসময় কালো যাদু করা যায়। দেখতে হবে ফুলটা টাটকা নাকি শুকিয়ে গেছে। শুকনো ফুল ফেলে দেওয়া উচিৎ আর তাই কালো যাদু করতে শুকনো ফুলই ব্যবহার করা হয়। বেশিরভাগ ক্ষেত্রে এই ফুলটা জবা ফুল হয়। শুকনো ফুলে কালো কালো দাগ দেখতে পাচ্ছেন কিনা দেখুন খালি। অনেকসময় এই কালো দাগগুলো যজ্ঞের দাগও হতে পারে। যদি তাই হয় তাহলে বুঝবেন আপনার ওপর কালো যাদু করার চেষ্টা হচ্ছে।" ===>>
218) ** মাসিক নিয়মিতকরণ বা এম.আর **
216) ব্ল্যাক ম্যাজিক ইসলামে হারাম। শুধু হারামই নয়, এটি কুফরি কাজ। এই কাজের মাধ্যমে অন্য ব্যক্তিসহ মানুষ নিজেরাও ক্ষতিগ্রস্ত হয়। এটি করা একেবারেই জায়েজ নেই; বরং এটা থেকে যথাসম্ভব নিজেকে বিরত রাখার চেষ্টা করুন।
217) #WarningBlackMagic ...
"বিছানার নীচে ফুল রেখেও অনেকসময় কালো যাদু করা যায়। দেখতে হবে ফুলটা টাটকা নাকি শুকিয়ে গেছে। শুকনো ফুল ফেলে দেওয়া উচিৎ আর তাই কালো যাদু করতে শুকনো ফুলই ব্যবহার করা হয়। বেশিরভাগ ক্ষেত্রে এই ফুলটা জবা ফুল হয়। শুকনো ফুলে কালো কালো দাগ দেখতে পাচ্ছেন কিনা দেখুন খালি। অনেকসময় এই কালো দাগগুলো যজ্ঞের দাগও হতে পারে। যদি তাই হয় তাহলে বুঝবেন আপনার ওপর কালো যাদু করার চেষ্টা হচ্ছে।" ===>>
218) ** মাসিক নিয়মিতকরণ বা এম.আর **
219) খাওয়ার পরপরই দাঁত ব্রাশ করবেন না
220) আদাজল খেয়ে নয়, আদাতেলই নিশ্চিত করবে সুস্থতা ...
221) মন্দ লোকের সঙ্গে যার ওঠাবসা, সে কখনো কল্যাণের মুখ দেখে না।
--- শেখ সাদী (রহ.)
222) যে ব্যক্তি নিজের আকাংখার (প্রবৃত্তির) বশবর্তী হয়ে পড়ে প্রকারান্তরে সে তার শত্রুদের ইচ্ছার-ই অনুসরণ করে।
--- ইমাম জাওয়াদ রাহঃ
223) যমুনা ব্রীজ বানাতে খরচ হয়েছে চার হাজার কোটি টাকা, পদ্মা সেতু বানাতে খরচ ত্রিশ হাজার কোটি টাকা , আর এদেশে মানুষ (প্রতি বছর?) বিভিন্ন ব্রান্ডের মদ খায় চল্লিশ হাজার কোটি টাকার ===>> @ 15m of this video
224) #BanglaWaz .... মুসলমানদের ঘরে কুরআনের তাফসীর নাই, আছে দামী মোবাইল ... ব্যাভিচারিনী সন্তান হত্যাকারী নারীর চেয়ে বড় পাপী আমাদের চারপাশে ... নেশাখোর বড় সন্ত্রাসী ...
https://www.youtube.com/watch?v=_m-ETmCboi4
চমৎকার বয়ান করলেন ড.আ.ফ.ম খালিদ হোসাইন। মাদানী সমাজ কল্যাণ পরিষদ ঘুঙ্গাদিয়া মালিগ্রাম বিয়ানীবাজার
225) Facts on Terrorism ....
নিউজিল্যান্ডে সন্ত্রাসী হামলায় হিলারি ক্লিনটনের সহানুভুতির প্রতিক্রিয়ায় এই আরব নারী যা বললেন ===>>
226) Facts on Terrorism ....
নিউজিল্যান্ডে সন্ত্রাসী হামলায় বারাক ওবামার সহানুভুতির প্রতিক্রিয়ায় এই আরব নারী যা বললেন ===>>
"You dropped over 100,000 bombs on 8 majority-Muslim countries and expanded drone strikes ten fold during your presidency, butchering and displacing millions of Muslims along the way.
Your “condolences” are as opportunistic as they are fake."
227) কারো ঘরে বার বার গেলে গুরুত্ব-সম্মান কমে যায়, কিন্তু আল্লাহর ঘর মসজিদে বান্দা দিনে যত বার যায়, আল্লাহ তার সম্মান ততই বাড়াতে থাকেন।
228) মন্দ লোকের সঙ্গে যার ওঠাবসা, সে কখনো কল্যাণের মুখ দেখে না।
--- শেখ সাদী (রহ.)
229) "আল্লাহর উপর দৃঢ় বিশ্বাস বান্দাকে সেটাও এনে দেয় যা পাবার যোগ্যতা তার কখনো ছিল না।"
230) নিউজিল্যান্ডে সন্ত্রাসী হামলার কয়েক ঘন্টা আগে এই তথ্য শেয়ার করেছিলাম ===>>
https://www.youtube.com/watch?v=_m-ETmCboi4
চমৎকার বয়ান করলেন ড.আ.ফ.ম খালিদ হোসাইন। মাদানী সমাজ কল্যাণ পরিষদ ঘুঙ্গাদিয়া মালিগ্রাম বিয়ানীবাজার
225) Facts on Terrorism ....
নিউজিল্যান্ডে সন্ত্রাসী হামলায় হিলারি ক্লিনটনের সহানুভুতির প্রতিক্রিয়ায় এই আরব নারী যা বললেন ===>>
226) Facts on Terrorism ....
নিউজিল্যান্ডে সন্ত্রাসী হামলায় বারাক ওবামার সহানুভুতির প্রতিক্রিয়ায় এই আরব নারী যা বললেন ===>>
"You dropped over 100,000 bombs on 8 majority-Muslim countries and expanded drone strikes ten fold during your presidency, butchering and displacing millions of Muslims along the way.
Your “condolences” are as opportunistic as they are fake."
227) কারো ঘরে বার বার গেলে গুরুত্ব-সম্মান কমে যায়, কিন্তু আল্লাহর ঘর মসজিদে বান্দা দিনে যত বার যায়, আল্লাহ তার সম্মান ততই বাড়াতে থাকেন।
228) মন্দ লোকের সঙ্গে যার ওঠাবসা, সে কখনো কল্যাণের মুখ দেখে না।
--- শেখ সাদী (রহ.)
229) "আল্লাহর উপর দৃঢ় বিশ্বাস বান্দাকে সেটাও এনে দেয় যা পাবার যোগ্যতা তার কখনো ছিল না।"
230) নিউজিল্যান্ডে সন্ত্রাসী হামলার কয়েক ঘন্টা আগে এই তথ্য শেয়ার করেছিলাম ===>>
231) হযরত আবু দারদা (রা:) থেকে বণিত যে, নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি সুরা কাহাফের প্রথম দশ আয়াত মুখস্হ করবে এবং রীতিমত তিলাওয়াত করবে, তাকে দাজ্জালের ফেতনা থেকে নিরাপদ রাখা হবে৷
( সহীহ মুসলিম: হাদীস নং 809, মুসনাদ আহমাদ: হাদিস নং 21712, সহীহ ইবনুহিব্বান: হাদীস নং786),
232) দাজ্জালের ফেতনা থেকে বাঁচার জন্য দুয়াঃ
১. সালাম ফেরানোর পূর্বে দুয়া মাসুরাঃ
233) #Islamophobia ......
ক্রাইস্টচার্চে মসজিদে হামলাকারীর বন্দুকে যাদের নাম ও সাল লিখা ছিল তাদের বর্ণনা।
234) নামাজে সিজদা করার সময় দোয়া করার গুরুত্ব ====>>
235) মার্কিন যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের (ইউএসডিএ) গবেষকদের দাবি, তেলাপিয়া মাছ খেলে ক্যান্সারের ঝুঁকি প্রায় ১০ শতাংশ বেড়ে যেতে পারে।
236) জেনে রাখুন নারীদের বিশেষ ৩টি স্বাস্থ্য সমস্যার কিছু কথা
237) নিউজিল্যান্ডের অধিকাংশ মানুষ ইউরোপীয় বংশদ্ভূত এবং স্থানীয় মাওরি হল সর্বাধিক সংখ্যাগরিষ্ঠ জাতিগোষ্ঠী। এছাড়া উল্লেখযোগ্য সংখ্যাক এশীয় বংশদ্ভূত মানুষও এখানে বসবাস করে, বিশেষ করে শহর এলাকায়। ইংরেজি নিউজিল্যান্ডের সর্বাধিক প্রচলিত ভাষা।
238) “You may find the worst enemy or best friend in yourself.”
--- English Proverb
239) খুনী ব্রেন্টন ট্যারান্ট সাড়ে ১৬ মিনিট ধরে পুরো খুনের দৃশ্য লাইভ করে। সে তার বাসা থেকে গাড়ি ভর্তি অস্ত্র নেয়। তারপর গাড়ি চালিয়ে মসজিদে যেয়ে ঠান্ডা মাথায় প্রতিটা মানুষকে হত্যা করে।
240) #WomanBD ....
241) ১. শরীরের খারাপ কোলেস্টরেল কমাতে সাহায্য করে রসুন। রসুনের মধ্যে থাকা এনজাইম শরীর থেকে টক্সিন দূর করতে সাহায্য করে। তাই প্রতিদিন খাবারের তালিকায় রসুন রাখুন।
242) যারা রাত জেগে থাকেন তাদের উচ্চরক্তচাপ, হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকির সম্পর্ক খুঁজে পাওয়া গেছে।
243) কোমর ব্যথা কেন হয়? চিকিৎসা কি? What can be the cause of waist pain? What is the treatment?
244) পুরুষের বয়স বাড়ার সঙ্গেই টেস্টোস্টেরনের মাত্রা কমতে থাকে।
245) এক হাজার টাকায় বিশেষ স্বাস্থ্য পরীক্ষার সুযোগ ...
ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতাল
(১৩ মার্চ থেকে ১৪ এপ্রিল)
246) আধুনিক সভ্যতায় ব্যস্ত মানুষ ঘুমের প্রয়োজনীয়তাকে খাটো করে দেখছে। অথচ ঘুম শারীরবৃত্তীয় চক্রের একটি অপরিহার্য মৌলিক অংশ। তাই নিদ্রাজনিত সমস্যা এবং এর জটিলতা বিষয়ে অবহিত এবং সচেতন করার জন্য ১৫ মার্চ বিশ্বে পালিত হয় ‘বিশ্ব নিদ্রা দিবস’।
247) নবী সাঃ -এর ইন্তিকালের পর প্রথম বিদআত পেট (অতিরিক্ত) ভোরে খাওয়া ...
248) #USA
4 states just passed anti-abortion bills on the same day
249) Testosterone is the key male sex hormone that regulates fertility, muscle mass, fat distribution, and red blood cell production.
250) মহিলাদের প্রজনন হরমোন ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন ... সন্তান উৎপাদনের ক্ষমতা এবং ঋতুচক্রকে নিয়ন্ত্রণ করে।
251) নবীর দোয়া ...
252) মাঝ বয়সের পর যারা মুটিয়ে যান তাদের চিন্তা করার ক্ষমতা হ্রাস পায় এবং স্মৃতিভ্রষ্ট হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। --- গবেষণা
253) “ইলম (জ্ঞান) যে রোগ বয়ে আনে তা হলো দাম্ভিকতা, ইবাদাত যে রোগ বয়ে আনে তা হলো রিয়া (প্রদর্শনেচ্ছা)।”
--- ইমাম ইবনে তাইমিয়্যা
254) "কোন ব্যক্তি যদি জ্ঞানী হয় তাহলে তার নিজের পাপগুলোর ব্যাপারে উদ্বেগ তাকে অন্যদের দোষ ধরা থেকে সরিয়ে রাখবে।"
--- ইমাম শাফিঈ
255) "যে কথা বেশি বেশি বলা হয়, সে বিষয়ে মনে হয় আল্লাহ পরীক্ষা বেশি নেন।"
256) "ঘুম কম হলে মানুষের কগনিটিভ ফাংশান বা নতুন জিনিস শেখার ক্ষেত্রে ক্ষতি হয়।"
257) পাপের কাজ করে লজ্জিত হলে পাপ কমে যায়, আর পুণ্য কাজ করে গর্ববোধ করলে পুণ্য বরবাদ হয়ে যায়।
--- হযরত আলী (রাঃ)
258) Collected online ===>> #AdviceBD ...
মহামূল্যবান বাণী ।। জীবন নির্দেশিকা
259) নির্ভরযোগ্য প্রাকৃতিক উপাদানে ঘরে
তৈরি খাবার বেশি খাবেন আর প্রক্রিয়াজাত
খাবার কম খাবেন।
260) #কাদের_জন্য #Detox_Foot_Patch:
261) সুখী জীবনের জন্য ২৪ টি টিপসঃ
262) টেনশন মুক্ত থাকতে হবে। কারণ মানসিক উত্কণ্ঠা, উত্তেজনা গ্যাস্ট্রিকের সমস্যাকে আরও বাড়িয়ে দিতে পারে।
263) কিডনি সমস্যার অন্যতম প্রধান লক্ষণ হচ্ছে দুর্বলতা। আর এই দুর্বলতা আসে রক্তশূন্যতা থেকে।
264) "মানুষ খুব কম সময়ই মন থেকে হাসে ।
কিন্তু যখন কাঁদে মন থেকেই কাঁদে..."
265) "সর্বরোগের মহৌষধ হল ভালবাসা ও মমতা। সে আপনি যেক্ষেত্রেই বলেন। কাজ না হলে ডোজ বাড়িয়ে দিন।"
266) বিশেষজ্ঞদের মতে, পেটে ও কোমরে মেদ জমা হতে থাকলে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বেড়ে যেতে পারে।
267) পৃথিবীব্যাপী প্রায় ৩১ কোটি ৬০ লক্ষ লোকের প্রিডায়াবেটিস রয়েছে; কিন্তু এদের মধ্যে বেশিরভাগই তা জানে না।
268) দ্রুত কলেরা রোগনির্ণয় পদ্ধতির উদ্ভাবন
269) মাত্র এক হাজার টাকায় আল্ট্রাসনোগ্রাম, ইসিজি, সিরাম ক্রিয়েটিনিন, সিবিসি, আরবিএস ও ইউরিন আর/ই পরীক্ষার সুযোগ দিচ্ছে ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতাল।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন, মহান স্বাধীনতা দিবস ও বিশ্ব কিডনি দিবস উপলক্ষ্যে মাসব্যাপী নানা কর্মসূচি ঘোষণা করেছে তারা।
ক্যাম্পে রেজিস্ট্রেশনভুক্ত রোগীদের কিডনি সম্পর্কিত পরীক্ষা ও ডেন্টাল চেকআপ বিনামূল্যে করা হবে। অপারেশনের নানা পরীক্ষা-নিরীক্ষায় ৫০ ভাগ ছাড় দেওয়া, ৩০ হাজার টাকায় কিডনির পাথর অপারেশন ও ২২ হাজার টাকায় প্রস্টেট অপারেশনসহ ৫ জন হতদরিদ্র শিশুকে বিনামূল্যে সুন্নতে খাতনা করাও হবে। মাসব্যাপী এ কর্মসূচি চলবে ১৩ মার্চ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত। এসব সেবা পেতে ৪৯৩৫০১৮০ ও ০১৯৭৮-০৯৮০৮১ নম্বারে যোগাযোগ করতে হবে।
270) Translation of the Holy Quran in Bangla by Hafiz Munir Uddin
271) কিডনি পরিষ্কার করুন মাত্র ১ গ্লাসেই, কিডনি সমস্যা থেকে চিরমুক্তি || Health Bangla ... YT
272) দোয়া মাসুরা .... (নামাজে সালাম ফিরানোর আগে পড়তে পারেন)
273) এক ঘুমে ৫৯ দিন পার! ===>>
274) অ্যান্টিবায়োটিকের মতো শক্তিশালী ওষুধ প্রতিরোধ করছে নানা ব্যাকটেরিয়া। বাংলাদেশের চিকিৎসা জগতে এটি এক মারাত্মক সমস্যা হয়ে দেখা দেবে বলে আশঙ্কা করা হচ্ছে। এখনই ব্যবস্থা না নিলে ভবিষ্যতে সর্বনাশ হতে পারে বলেও মনে করছেন চিকিৎসকরা। ===>>
275) বিশেষজ্ঞ ডাক্তাররা যাতে হাসপাতালে বসেই প্রাইভেট প্রাকটিস করতে পারেন সে জন্য সরকারি হাসপাতালগুলোতে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
276) বিশ্বে প্রতি বছর ধূমপানের চেয়ে বায়ু দূষণে বেশি মানুষ মারা যাচ্ছে।
277) বড় বড় রেষ্টুরেন্টে এসব আমরা কি খাচ্ছি!!
278) ফিজিওথেরাপি নিয়মিত করানোর ফলে নারীদের ইউরিনারি ইনকন্টিনেন্স প্রবণতা সম্পূর্ণভাবে ভালো হয়ে যায়।
13/03/2019 up
19/03/2019 down
19/03/2019 down
279) স্থানীয়ভাবে উৎপাদিত শাকসব্জি বা ডিম, ফলমূল ইত্যাদি থেকেই যে শরীরের প্রয়োজনীয় পুষ্টি পাওয়া সম্ভব - আর এর জন্য বাইরে থেকে খাবার আমদানির কোনও প্রয়োজন নেই - এই বার্তা দিতে ভারত জুড়ে শুরু হয়েছে এক বিশাল ক্যাম্পেন।
280) প্রতিদিন অন্তত সাড়ে তিন ঘন্টার বেশি টেলিভিশন দেখলে বয়স্কদের স্মৃতিশক্তি কমে যেতে পারে- একটি গবেষণায় এমনই ইঙ্গিত দেওয়া হয়েছে। সাড়ে তিন হাজার পূর্ণ বয়স্ক মানুষ- যাদের বয়স ৫০ এর বেশি, তাদের ওপর চালানো হয় গবেষণাটি।
281) বিশ্বে মানুষের মৃত্যুর সবচেয়ে বড় কারণগুলোর একটি হার্ট অ্যাটাক। বলা হয় বিশ্বে এক তৃতীয়াংশ মৃত্যুর জন্যে দায়ী হার্ট অ্যাটাক বা হৃদরোগ।
282) দেশে দুই কোটির বেশি মানুষ কোনো না কোনোভাবে কিডনি রোগে আক্রান্ত বলে জানিয়েছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।
283) যদি আপনার দীর্ঘ ও সুস্থ জীবনযাপন করার আগ্রহ থাকে তবে আপনাকে রাতের ভাল ঘুমের জন্য বিনিয়োগ করা উচিত বলে মনে করেন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের স্নায়ুুবিজ্ঞান ও মনোবিজ্ঞান বিষয়ের অধ্যাপক ম্যাথিঊ ওয়াকার।
284) এই উম্মাতের মধ্যে ভূমিকম্প, চেহারা বিকৃতি এবং উপর থেকে নিক্ষেপ করে ধ্বংস করার শাস্তি আসবে। জনৈক সাহাবী জিজ্ঞেস করলেনঃ হে আল্লাহর রাসূল! কখন এরূপ হবে?
নবী সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেনঃ যখন ব্যাপক হারে গায়িকা, বাদ্যযন্ত্র এবং মদ্যপানের প্রসার ঘটবে।
(তিরমিযী, সহীহুল আস সাগীর, হাদীছ নং ৪১১৯ )
285) হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, হজরত রাসূলুল্লাহ (সা.) বলেছেন, গনিমত (যুদ্ধলব্ধ সম্পদ) যখন ব্যক্তিগত সম্পদ বলে গণ্য হবে, জাকাতকে জরিমানা গণ্য করা হবে, দীনি উদ্দেশ্য ছাড়া (পার্থিব উদ্দেশ্যে) ইলম (জ্ঞান) অর্জন করা হবে। মসজিদে শোরগোল হবে, পাপাচারীরা গোত্রের নেতা হবে, নিকৃষ্ট লোকেরা সমাজের নেতা হবে, অনিষ্টের আশঙ্কায় কাউকে সম্মান করা হবে, গায়িকা ও বাদ্যযন্ত্রের বিস্তার ঘটবে, মদ্যপান করা হবে, এ উম্মতের শেষযুগের লোকেরা প্রথম যুগের লোকদের অভিশাপ দেবে, তখন তোমরা অপেক্ষা করবে অগ্নিবায়ু, ভূমিকম্প, ভূমিধস, চেহারা বিকৃতি, পাথর বর্ষণের আজাব এবং আরো অনেক (কিয়ামতের) আলামতের; যা একের পর এক নিপতিত হতে থাকবে। যেমন একটি পুরনো মালার সুতো ছিঁড়ে গেলে একটার পর একটা দানা পড়তে থাকে। -তিরমিজি- ২/৪৪
286) রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘যখন অবৈধ উপায়ে সম্পদ অর্জনে মানুষ প্রতিযোগিতা করবে, গচ্ছিত সম্পদের আমানতে খেয়ানত করবে, জাকাত দেয়াকে জরিমানা মনে করবে, ধর্মীয় শিক্ষা বাদ দিয়ে বিদ্যা অর্জন করবে, পুরুষ তার স্ত্রীর আনুগত্য করবে, মায়ের সঙ্গে খারাপ আচরণ করবে, পিতাকে বাদ দিয়ে বন্ধুকে আপন করে নিবে, মসজিদে শোরগোল করবে, জাতির দূর্বল ব্যক্তি সমাজের নেতৃত্ব দিবে। নিকৃষ্ট ব্যক্তি জননেতায় পরিণত হবে, খারাপ কাজে সুনাম অর্জন করবে এবং এ খারাপ কাজের ভয়ে ঐ ব্যক্তিকে সম্মান করা হবে, বাদ্যযন্ত্র ও নারী শিল্পীর অবাধ বিচরণ হবে, মদ পান করা হবে এবং বংশের শেষ প্রজন্মের লোকজন পূর্ববর্তীদেরকে অভিশাপ দিবে। সে সময়ে তীব্র বাতাস প্রবাহিত হবে, যার ফলশ্রুতিতে একটি ভূমিকম্প ভূমিকে তলিয়ে দিবে। (তিরমিজি)
286) রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘যখন অবৈধ উপায়ে সম্পদ অর্জনে মানুষ প্রতিযোগিতা করবে, গচ্ছিত সম্পদের আমানতে খেয়ানত করবে, জাকাত দেয়াকে জরিমানা মনে করবে, ধর্মীয় শিক্ষা বাদ দিয়ে বিদ্যা অর্জন করবে, পুরুষ তার স্ত্রীর আনুগত্য করবে, মায়ের সঙ্গে খারাপ আচরণ করবে, পিতাকে বাদ দিয়ে বন্ধুকে আপন করে নিবে, মসজিদে শোরগোল করবে, জাতির দূর্বল ব্যক্তি সমাজের নেতৃত্ব দিবে। নিকৃষ্ট ব্যক্তি জননেতায় পরিণত হবে, খারাপ কাজে সুনাম অর্জন করবে এবং এ খারাপ কাজের ভয়ে ঐ ব্যক্তিকে সম্মান করা হবে, বাদ্যযন্ত্র ও নারী শিল্পীর অবাধ বিচরণ হবে, মদ পান করা হবে এবং বংশের শেষ প্রজন্মের লোকজন পূর্ববর্তীদেরকে অভিশাপ দিবে। সে সময়ে তীব্র বাতাস প্রবাহিত হবে, যার ফলশ্রুতিতে একটি ভূমিকম্প ভূমিকে তলিয়ে দিবে। (তিরমিজি)
287) “আল্লাহকে ভয় করো,
কেননা যে তাঁকে ভয় করে সে কখনো একাকীত্ব অনুভব করে না।”
--- উমার ইবনুল খাত্তাব (রা:)
288) ফিট (সুস্থ) থাকার জন্য ...
সকালের খাবার বাদশার ন্যায়,
দুপুরের খাবার সাধারণ মানুষের ন্যায়,
আর রাতের খাবার গরীব মানুষের ন্যায়
খেতে হবে ???
289) ১০ টি কাজের ১০ গুন ========>>
290) #স্বকীয়তা ......
17/03/2019 down
291) "কেন আমি হোমিওপ্যাথির ডাক্তার!"
292) #FirstAid ... Remedy for Low Blood Pressure ....
প্রেসার লো হলে মাথা ঘোরা, ক্লান্তি, অজ্ঞান হয়ে যাওয়া, বমি বমি ভাব, বুক ধড়ফড়, অবসাদ, দৃষ্টি ঝাপসা হয়ে যাওয়া এবং স্বাভাবিক শ্বাস-প্রশ্বাস নিতে অসুবিধা দেখা দেয়।
293) এক কাপ গরম চা মেটাবোলিজম বাড়াতে পারে ১২%।
294) Chiropractic is a form of alternative medicine mostly concerned with the diagnosis and treatment of mechanical disorders of the musculoskeletal system, especially the spine
295) Naturopathy or naturopathic medicine is a form of alternative medicine that employs an array of pseudoscientific practices branded as "natural", "non-invasive", and as promoting "self-healing".
296) James Tyler Kent (1849–1916) was an American physician best remembered as a forefather of modern homeopathy.
297) Lectures on Homeopathic Philosophy
হোমিওপ্যাথির দার্শনিক বক্তৃতা
--- জেমস টাইলার কেন্ট
(সি, রিঙ্গার এন্ড কোং - কলিকাতা)
298) হোমিওপ্যাথিক চিকিৎসা একটি জটিল চিকিৎসা পদ্ধতি৷সঠিক লক্ষণানুযায়ী ওষুধ নির্বাচন করা বেশ কষ্টসাধ্য৷ তবে সঠিক ওষুধ দিলেও তা অনেকক্ষেত্রে অব্যর্থ হয় না৷ অনেক সময় রোগী নিজে কোনো গুরুত্বপূর্ণ লক্ষণ সংকোচ করে, ইচ্ছা করে বা অনিচ্ছাবশত ডাক্তারকে বলে না অথবা বিভ্রান্তিকর কোনো লক্ষণ উল্লেখ করে৷ এতে ডাক্তার সঠিক ওষুধ নির্বাচনে ব্যর্থ হন৷
299) "কেন আমি হোমিওপ্যাথির ডাক্তার!"
300) হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছেন? এই ১০ নিয়ম না মানলে পড়বেন দারুন বিপাদে !!
... YT
18/03/2019 up/down
No comments:
Post a Comment