Tuesday, April 7, 2020

Health Care Post Tags : Corona Virus +++ A

FB Group  Health Care Post Tags : Corona Virus +++ A

From 05/04/2020  down to past posts .... 

001) করোনা ভাইরাসের ভয়ে ভীত? ... মুসলিম গণহত্যায় ভীতি জাগেনি কেন? ===>>
https://www.facebook.com/groups/898741250288695/wp/1332358363630728/
002) Automatic Sanitiser Machine ...  পুরো শরীর ভাইরাস মুক্ত করার মেশিন ===>>
https://www.youtube.com/watch?v=4jBzUij3XyU&
003) True/False ... ???
উহানে এখনো অনেক করোনা আক্রান্ত রোগী আছে, কিন্তু এখন আর কেউ মারা যাচ্ছে না এবং ভাইরাসটিকে তেমন ভয় করছে না। কারণ তারা এর চিকিৎসা আয়ত্ত করে ফেলেছে। আক্রান্ত ব্যক্তি দিনে কমপক্ষে
(১) চারবার গরম পানি পান করবে,
(২)চারবার গরম পানির ভাপ নিবে,
(৩) বেশী বেশী গরম দুধ ও গরম চা পান করবে।
(৪) তিনি আরো বলেন, করোনা টেস্ট পজিটিভ হলে একাধারে চারদিন এই চিকিৎসা নিলে ৫ম দিনে নিগেটিভ আসবে।
অর্থাৎ চার দিনের তাপে ভাইরাসটির মৃত্যু ঘটে।
004)  এক মার্কিন বিজ্ঞানী। তার দাবি হাঁচি-কাশি শুধু নয়, সাধারণ শ্বাস-প্রশ্বাসের মধ্যে দিয়েও ছড়াতে পারে করোনাভাইরাস। ফলে ওই কথা যদি মনে নিতে হয় তাহলে মুখে মাস্ক পরা ছাড়া আর কোনো উপায় থাকল না।
005) 'গবেষণা পত্র : ২০১৯-এন কোভি করোনভাইরাসের সম্ভাব্য উৎস' শিরোনামে প্রকাশিত প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়েছে যে ভাইরাসটি সম্ভবত এমন একটি প্রাণী থেকে এসেছিল যেটা ঘোড়ামুখো বাদুড়ের মতো দেখতে। কার্লসন বলেছিলেন, এখানে চমকপ্রদ বিষয় রয়েছে উহানের ৯০০ কিলোমিটারের মধ্যে বাদুড়ের কোনও কলোনী নেই।
006) রাজধানীর মিরপুর ১১ নম্বর সেকশনের বি ব্লকের একটি বাড়িতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক বৃদ্ধের (৬৮) মৃত্যুর পর  ...
007) মোনাশ বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে যৌথ একটি গবেষণায় দেখা গেছে, প্রচলিত মাথার উকুন মারার ওষুধ ‘আইভারমেক্টিন’–এর উচ্চমাত্রার ব্যবহার মানুষের কোষে বাড়তে থাকা করোনাভাইরাসের বৃদ্ধি থামাতে পারে।  ... 
008) a) করোনা ঠেকাতে মাস্ক কাজে দেয় না, ঝুঁকি বাড়ায়: বিশেষজ্ঞ
009)   ১৮ মার্চ দেশে করোনাভাইরাসে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।
010) ডাঃ Afaq Hossain (স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ), যিনি 2 দশকেরও বেশি সময় ধরে সাফা আল-মদিনা ক্লিনিকে কর্মরত ছিলেন আজ সকালে (31-03-2020) মদিনায় মারা গেছেন ।
011) করোনা নিয়ে নয় ভয়,
শ্বাসকষ্ট হলেই করোনা নয়।
012) (কোন ছোঁয়াচে রোগ নেই) এই হাদীসের ব্যাখ্যা। শাইখ প্রফেসর ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া।
013) Coronavirus is the Counter Attack of Nature.
014)   ক্যালিফোর্নিয়া যুক্তরাষ্ট্রের ১১তম ঘনবসতিপূর্ণ শহর হওয়া সত্ত্বেও সেখানে করোনায় সংক্রমণের মাথাপিছু তথ্য একেবারেই কম। এক লাখে মাত্র ১৮ জন। এটা সম্ভব হয়েছে কারণ সেখানে যুক্তরাষ্ট্রের অন্য অঙ্গরাজ্যগুলোর চেয়ে অনেক আগে থেকেই সামাজিক দূরত্বের বিষয়ে অনেক বেশি উৎসাহিত করা হয়েছে।
015) করোনাঃ সুসংবাদ
আক্রান্ত ব্যক্তি দিনে কমপক্ষে চারবার গরম পানি পান করবে, চারবার গরম পানির ভাপ নিবে, বেশী বেশী গরম দুধ ও গরম চা পান করবে। তিনি আরো বলেন, করোনা টেস্ট পজিটিভ হলে একাধারে চারদিন এই চিকিৎসা নিলে ৫ম দিনে নিগেটিভ আসবে। অর্থাৎ চার দিনের তাপে ভাইরাসটির মৃত্যু ঘটে।
016) Hospital Nurse Recounts Painful Decision To Leave Children To Care For Coronavirus
017) Couple passes away from the coronavirus within minutes of each other
018) "USA নার্স কম্পলেইন করছে তাদের মাস্ক না দিয়েই রোগিদের কাছে পাঠানো হচ্ছে!! এখন আপ্নারা কি বলবেন?"
019) সাড়ে ১১ লাখ কলের
বিপরীতে টেস্ট ১৯০৬
020) #CoronaV propaganda against Tabligh Jamaat in Pakistan ===>>
021) যারা ভাবছেন ইউরোপের মতো পরিস্তিতি এশিয়া বা আমাদের দেশে হয়নি বলে বাইরে কোনো প্রয়োজন ছাড়া বের হচ্ছেন। অথবা অফিস, স্কুল কিছু দিন এর মধ্যে খুলে যাবে ভাবছেন। তাদের জন্য নিচের এই পরিসংখন দেওয়া হল।
022) ???
"দুবাইতে আজ একটি লোক করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কীভাবে দাপিয়ে দাপিয়ে মারা যাচ্ছে দেখুন। মাআজাল্লাহ।"
023) ট্রিপল থ্রি তে (৩৩৩) কল করলেই মিলবে সরকারী খাদ্য সহায়তা
024) এভাবেই গোপনীয়তা রক্ষা করে করোনায় মৃত মানুষদের কে দাপন করা হচ্ছে,অথচ সরকার বলছে সব স্বাভাবিক।। ভিডিওটা গত কালকে বিকেলে খিলগাঁও কবরস্থান থেকে ধারন করা,
025) দেশে কোন রোগি নাই,কিন্তু ভিডিও টা দেখলে বুঝবেন কি হচ্চে। আর পত্রিকায় দেখবেন সারাদেশে কত রোগি হাসপাতাল ঘুরে ঘুরে ও চিকিৎসা না পেয়ে মারা গেছে।সেব্রিনা মেমের কথা যদি সঠিক হয় তাহলে ত বলব আলহামদুলিল্লাহ,
026) বিদেশিরা চলে যাচ্ছে কেন? সত্য লুকোনোর পরিণাম হবে ভয়াবহ- তুহিন মালিক
027) করোনা ভাইরাস ৩ বা ৬ নয়, ২৭ ফুট দূর থেকেও সংক্রমিত হতে পারে, বাঁচেও কয়েক ঘণ্টা, মার্কিন গবেষকের দাবি ====>>
028) Hyderabad: Patients offer namaz at quarantine ward ....
029) মেজর জেনারেল মাহবুবুর রহমান বলেছেন, কোভিড-১৯ চিকিৎসায় উৎপাদন হয়েছে ৪টি ওষুধ, প্রক্রিয়াধীন ৯টি, আমদানি করা হচ্ছে ২টির কাচাঁমাল
030) চীনকে করোনামুক্ত করার প্রধান বিজ্ঞানী জর্জ গাও বললেন , অনেকে মনে করেন তাপমাত্রা বেশি হলে করোনা টিকে না, এটি ভুল ধারণা
031) Breaking News ... Hydroxy chloroquine and ezeitro mycin medications have been proven to be beneficial for corona virus patients.
032) মুরগীর ছানা ... যেভাবে হত্যা করা হচ্ছে ... সামনের দিনগুলিতে করোনার চেয়ে ভয়ানক বিপদ অপেক্ষা করছে তার প্রমাণ ...
033) Asaduddin Owaisi: Communalising our fight against COVID19 is a shameful act.
034) Coronavirus And Behavior Towards Tableeghi Jamaat // Tareq Jamil
036) Corruption in Coronavirus checking
037) India .... করোনা ভাইরাস ছড়ানোর জন্য তবলীগ জামায়াতকে দায়ী করায় এই মর্দে মুজাহিদ খেপে গিয়ে ভারতের Law & Order Situation নিয়ে অনেক সত্য কথা উচ্চারণ করলেন ...
038) New York ..... করোনাভাইরাসে মারা যাওয়া লোকজনের মরদেহ দেওয়া হয় না পরিবারকে। ফোনে সমাহিত করার স্থান জানাতে হয়। তারপর বেশ কিছু আইনি আনুষ্ঠানিকতার পর মৃতদেহকে সরাসরি কবরস্থানে পাঠানো হয়। বেশ দূরত্ব রেখে একান্ত কিছু স্বজন জানাজায় অংশ নেওয়া বা শেষ বিদায় জানানোর আয়োজনে থাকতে পারছেন। .....
039) Sanitizer walkthrough gate || Anti Corona Walkthrough gate
040) Recent research has revealed that 70% of Corona sufferers lose their sense of taste and smell.
041) এবার করোনা ভাইরাস শনাক্তের পরীক্ষা করা যাবে দেশের সর্ববৃহৎ সরকারি চিকিৎসাসেবা প্রতিষ্ঠান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। করোনাভাইরাসের লক্ষণ নিয়ে আসা যেকোনো রোগী সরাসরি হাসপাতালে হাজির হয়ে বিনা পয়সায় এই পরীক্ষা করাতে পারবেন। তিন থেকে চার ঘণ্টার মধ্যেই করোনা ভাইরাস শনাক্তের পরীক্ষার ফলাফল জানা যাবে।
042) নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় মস্তিষ্কে রক্তক্ষরণে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আজ বুধবার করোনাভাইরাসের আতঙ্কে ওই বৃদ্ধের পরিবারকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দিয়েছে পুলিশ।
043) Why are people with the virus in Germany currently dying at much lower rates than in neighbouring countries? ===>>
01/04/2020 UpDown ...
044) বিশ্বব্যাপী তাণ্ডব চালাচ্ছে করোনাভাইরাস (কোভিড-১৯)। বুধবার সকাল পর্যন্ত করোনায় নিহতের সংখ্যা ৪২ হাজার ১৫১ জন এবং আক্রান্তের সংখ্যা ৮ লাখ ৫৮ হাজার ৬৬৯ জন। অপরদিকে ১ লাখ ৭৮ হাজার ৯৯ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
045)  ... এমন অবস্থায় রুশ প্রেসিডেন্টও করোনায় আক্রান্ত হতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। তবে রুশ প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিন জানিয়েছে, সবকিছু ঠিক আছে।
046) a) করোনা ভাইরাস ৩ বা ৬ নয়, ২৭ ফুট দূর থেকেও সংক্রমিত হতে পারে, বাঁচেও কয়েক ঘণ্টা, মার্কিন গবেষকের দাবি
047) How to make hand sanitizer at home!
048) তবে যক্ষ্মার প্রতিষেধকে সুফল মিলতে পারে করোনা চিকিৎসার। বিভিন্ন দেশে করোনা যেভাবে প্রভাব ফেলেছে তা পরীক্ষা করে গবেষকরা দেখতে পেয়েছেন বিসিজি বা ব্যাসিলাস ক্যালমেট-গুউরিন যা যক্ষা রোগের (টিবি) ভ্যাকসিন হিসাবে মূলত ব্যবহৃত হয় তা করোনার বিরুদ্ধে লড়াইয়ে একটি সম্ভাব্য নতুন হাতিয়ার হতে পারে।
049) Coronavirus: Why hasn't Sweden gone into lockdown over COVID-19 pandemic?
050) #CoronaV in Sweden

বৈজ্ঞানিকরা ধারণা করছেন যে লক্ষণ ছাড়াই আক্রান্তের সংখ্যা ১৫ হাজারেরও বেশি।
051) #CoronaV

আক্রান্ত ব্যক্তিকে হাসপাতালে নেবার পর দেয়া হয় সাপোর্টিভ চিকিৎসা, যেটা শুরুতে এবং বেশিরভাগ সময়ই ঘরেই দেয়া সম্ভব।
052) ১০০ বছর আগের তথ্যউপাত্তের ওপর ভিত্তি করে বর্তমানে করোনা ঠেকানোর যে গাইডলাইন দেয়া হয়েছে, তা পুরোপুরি ভুল।
MIT Prof.
053) It was not yet clear if the Indian outbreak is linked to another Tablighi Jamaat event that was held in Malaysia from February 27 to March 1.
054) Seven people died in India from coronavirus after attending a gathering of Tabligh Jamaat at its global headquarters at Markaz Nizamuddin in Delhi.
055) a) Total #CoronaV Patients @USA
১০০০ রোগী ৫০ দিনে
৫০০০ রোগী ৫০+৭ দিনে
১৩৫০০০ রোগী ৫০+৭+১২ দিনে 
056) a) করোনাভাইরাসে ঝুঁকিতে অ্যাজমা রোগীরা
057) করোনা থেকে বাঁচতে ম্যালেরিয়ার ওষুধ খেয়ে চিকিৎসকের মৃত্যু। সোমবার ভারতের আসামের গোহাটিতে এ ঘটনা ঘটেছে।
31/03/2020 up-down
058) করোনা মহামারী আল্লাহর গজব ... এমনটি বলায় সৌদি আরবে দুই আলেম গ্রেপ্তার ===>>
059) জয়পুরহাটের আক্কেলপুরে পেটব্যথা ও ডায়রিয়ায় আক্রান্ত এক ব্যক্তিকে (৩৮) আইসোলেশনে ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। 
060) গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ইউনিটে এক যুবক তিনদিন ধরে ভর্তি থাকলেও তার স্যাম্পল না নেয়ার অভিযোগ পাওয়া গেছে।  
061) ইতালিতে ৬ হাজারেরও বেশি স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত, ৫১ চিকিৎসকের মৃত্যু!
062) a) ... এ জাতীয় মাস্ক পরিহার ও বর্জন করাই শ্রেয়।
063) Corona aur wabau say bachny ka mujrb amal | Hafiz Muhammad Ibrahim | کرونا اور وباوں سے بچنے کا مجرب عمل
064) a) করোনা আক্রান্ত কোনো ব্যক্তি যদি সুস্থ হয় তাহলে তার দেহে প্রচুর পরিমাণে এন্টিবডি ও স্মৃতিকোষ তৈরি হয়।
065) মহামারী থেকে বাঁচতে ইসলামী তরিকা ...
066) মহামারীর সময় সম্মিলিত প্রার্থনার আবেগের পরিণতি!
067) আহমেদ হেলাল বলেন, ‘আমরা যদি আতঙ্কিত হই, আমরা যদি মানসিক চাপে ভুগতে থাকি, আমরা যদি ভয় পাই, উদ্বিগ্ন হই, তাহলে আমাদের রোগ প্রতিরোধের ক্ষমতা কমতে থাকবে।
068) বিশেষজ্ঞদের মতে, উচ্চ আয়ের উন্নত প্রযুক্তির রাষ্ট্রগুলো সব সুযোগ-সুবিধা থাকার পরও নতুন করোনাভাইরাসে মহামারী ঠেকাতে চরমভাবে ব্যর্থ হয়েছে। এই ব্যর্থতার মূল কারণ,  
069) Anti Corona Tips ....
070) করোনাভাইরাস মহামারিতে ডায়াবেটিস রোগীর করণীয়
071) সারা পৃথিবী করোনাভাইরাসের মহামারিতে আক্রান্ত। করোনা সংক্রমণের ৮০ শতাংশই মৃদু বা মাইল্ড ধরনের, যা এমনিতেই সেরে যায়। ১৫ শতাংশ তীব্র বা সিভিয়ার ধরনের হতে পারে, যেখানে অক্সিজেনের প্রয়োজন হয়। আর ৫ শতাংশ ক্রিটিক্যাল, যেখানে ভেন্টিলেটর দরকার হতে পারে, এমনকি রেসপিরেটরি ফেইলিউর হয়ে মৃত্যুও হতে পারে।
072) #CoronaV in a movie in 2011 ??? .... মক্কা মদীনা জনশূন্য হওয়ার আভাস এই মুভিতে দেওয়া হয়েছে ???
073) কাগজের টাকা ভাইরাস মুক্ত করা ......
074) a) 
 #CoronaV
এরই মধ্যে ৩৮০ বারেরও বেশি জিনের বদল ঘটিয়ে ভাইরাসটি আরও শক্তিশালী হয়ে উঠেছে বলে জানিয়েছে বিজ্ঞানীরা।
075) গবেষণায় আইসল্যান্ডে ২১৮ জনের শরীরে করোনা পজেটিভ পাওয়া গেছে। পরীক্ষায় যে ২১৮ জন করোনা পজেটিভ পাওয়া গেছে তাদের অর্ধেকের মধ্যেই করোনা কোনও লক্ষণ ছিল না। অর্থাত্‍ তারা সিংহভাগই ছিলেন অ্যাসিম্পটোম্যাটিক ছিলেন। এই তথ্য এটাই প্রমাণ করেছে যে, ভাইরাসজনিত লক্ষণ নেই এমন মানুষের মধ্যেও উল্লেখযোগ্য হারে ছড়িয়ে পড়েছে কোভিড-২৯ সংক্রমণ।
076) How Medical Staff Suit Up for Coronavirus (COVID-19)
077) #CoronaV ... তাবলিগী বয়ান ... মাওলানা সাদ
078) #CoronaV ... Pakistan ....
079) Confirmed cases of Covid-19 in Asia
Data correct at 14.25 UTC 27 March ...
#CoronaV ...
080) সবশেষ ৪ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে সংক্রমিত ব্যক্তির মোট সংখ্যা দাঁড়াল ৪৮ জন।
081) dead bodies @ Hospital ....
082) #CoronaV   সারা  বিশ্বের সর্বশেষ তথ্য  জানতে  ... এই  গ্লোবে যে দেশের মানচিত্রে   ক্লিক করবেন সে দেশের  তথ্য   জানতে পারবেন ...
https://www.covidvisualizer.com/
27 March-2020 up-down 
083) Tea to cure from #CoronaV .... ???
084) The Chinese doctor who was reprimanded for “spreading rumours” after he sought to warn colleagues about the emergence of Covid-19 has been officially exonerated by an investigation into his death.
085) First volunteer to test a coronavirus vaccine shares her story
086) করোনায় আক্রান্ত ব্যক্তির পরিচয় জানতে চাইলে আইইডিসিআরের পরিচালক মীরজাদী সেব্রিনা প্রথম আলোকে বলেন, ‘আমরা নীতিগতভাবে কোনো ব্যক্তির পরিচয় প্রকাশ করি না।’
087) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের একজন চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।  ... এ নিয়ে ওই হাসপাতালের দুজন চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত হলেন।
088) What steps hospitals can take if coronavirus leads to a shortage of beds ...
089) How ventilators work and why they are so important in saving people with coronavirus ....
090) আফ্রিকার ৫৪টি দেশের মধ্যে এরইমধ্যে ৪০টি দেশে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে।
091) ঘরে বসে মাত্র ১৫ মিনিটে কোভিড-১৯ পরীক্ষা করা যাবে এমন কিট আগামী দুই বা এক দিনের সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হবে। তার পরেই এ টেস্ট কিট সাধারণ মানুষের হাতে পৌঁছানোর ব্যবস্থা করা হবে বলে জানিয়েছে ব্রিটেনের গণস্বাস্থ্য দফতর (পিএইচই)।
092) 

🎭করোনা রুগীদের মোবাইলে টিপস দেবেন,
👉ডা: জাহিদ হাসান রিপক।
094) a) জীবাণুযুক্ত পানি দিয়ে জীবাণুনাশক স্প্রে! হায়রে বাংলাদেশ!!
095) India .... for the victim of Lock Down ...
096) ইতালিতে করোনা ছড়িয়ে পড়ার নেপথ্যে চ্যাম্পিয়ন্স লিগ!
097) New York ..... Workers at several hospitals, including the Jacobi Medical Center in the Bronx, said employees such as obstetrician-gynecologists and radiologists have been called to work in emergency wards.
098) BD  Corona Info ....  #CoronaV ...
C/O, http://corona.gov.bd
099) যুক্তরাষ্ট্রে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন বাংলাদেশি এক নারী। তার নাম আমিনা ইন্দ্রালিব তৃষা (৩৮)। তিনি মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার শাসনগাঁও গ্রামের বোরহান হাওলাদারের স্ত্রী।
100) পিপিই-র পুরো সেট (গ্লাভস, গাউন, মাস্ক, গগলস ইত্যাদি) পরতে হবে শুধুমাত্র করোনা রোগীর অথবা রোগের উপসর্গ যার আছে, তার সংস্পর্শে আসার ঠিক আগ মুহূর্তে এবং ব্যবহারের পরপরই বিশেষ ডিসপোজাল বিনে ফেলে দিতে হবে। প্রতিটি সেট পিপিই একবার ব্যবহার করার জন্য।
26/03/2020 up-down





































No comments:

Post a Comment