Tuesday, April 7, 2020

Health Care Post Tags : Corona Virus +++ B

FB Group Health Care Post Tags : Corona Virus +++ B



26/03/2020 up-down
101) China ... #CoronaV ...
প্রথম ৬৭ দিনে ১ লাখ রোগী, পরবর্তী ১১ দিনে আরো ১ লাখ রোগী, পরবর্তী ৪ দিনে আরো ১ লাখ রোগী। ===>> @ 5:00 of this video ...  https://www.youtube.com/watch?v=ssA55J2zKjc 
102) #CoronaV update in Pakistan ....
25th March , 8 PM  C/O, https://www.dawn.com/
103) A patient of coronavirus could face the following symptoms:
Fever
Cough
Shortness of breath
104) #TragedyBD ... ওই নার্সের স্বামী দাবি করেন, হাসপাতাল থেকে ৮–১০টি পরীক্ষা করতে দেওয়া হয়েছে। পরীক্ষাগুলো করাতে গেলেই বলা হচ্ছে, করোনাভাইরাস আছে কি না তা আগে পরীক্ষা করাতে হবে। হাসপাতালের লোকজন ১০ হাত দূরে থেকে তাদের সঙ্গে কথা বলছেন, যেন তাঁর স্ত্রী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গেছেন। সব মিলিয়ে বিপদের মধ্যে আছেন।
105) করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে স্বেচ্ছায় হোম কোয়ারেন্টিনে থাকা রাজশাহীর নার্সের অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ঢাকায় আনা হয়েছে।  
106) ডেলটা ফার্মার ব্যবস্থাপনা পরিচালক ... বিনা মূল্যে দিতে দুই ওষুধে ভ্যাট ছাড়ের সুপারিশ 
107) করোনাভাইরাসে এক ব্যক্তির (৪৮) মৃত্যু হয়েছে এমন সন্দেহে মানিকগঞ্জের ঘিওর উপজেলার একটি গ্রাম লকডাউন (বদ্ধাবস্থা) ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। আজ বুধবার সকাল থেকে ওই গ্রাম লকডাউন করা হয়।
108) স্পেনের জাতীয় বায়োটেকনোলজি কেন্দ্রের একজন ভাইরোলজিস্ট লুইস এনজুয়ানেস বলছেন, কোভিড নাইনটিন ভাইরাসে একবার আক্রান্ত হয়েছেন এমন লোকদের ১৪ শতাংশের ক্ষেত্রে পুনরায় সংক্রমিত হবার ঘটনা ঘটেছে।
109) গবেষণা বলছে, দরজার হাতলে পাঁচ দিন পর্যন্ত টিকে থাকতে পারে করোনা ভাইরাস।
110) গবেষকরা বলছেন, উচ্চ তাপমাত্রা এবং আর্দ্রতায় দেখা গেছে, তাৎপর্যপূর্ণভাবে কভিড-১৯ এর প্রকোপ কমছে। তবে গণস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, উষ্ণ তাপমাত্রা, তাপ এবং আর্দ্রতা কেবল ভাইরাসের প্রকোপ কমাতে পারে; কিন্তু এটা ভাইরাসের বিস্তার একেবারে বন্ধ করতে পারে না।
111) এর আগে আমরা জানতাম করোনাভাইরাস সবচেয়ে বেশি দিন বাঁচতে পারে পলিপ্রোপিলিনের উপর। পাঁচদিন পর্যন্ত এর উপর বেঁচে থাকতে পারে করোনাভাইরাস। পলিপ্রোপিলিন এক ধরনের প্লাস্টিক। এই ধরনের প্লাস্টিক দিয়েই শিশুর খেলনা থেকে শুরু করে প্লাস্টিকের টিফিন বক্স তৈরি করা হয়।
113)   ইরানের মানুষের বিরুদ্ধে জৈব অস্ত্র হিসেবে করোনাভাইরাস প্রয়োগ করা হয়েছে কি না, তা নিয়ে তদন্ত শুরু করল তেহরান।  
114) নভেল কারোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্তদের চিকিৎসায় হাইড্রোক্সিক্লোরোকুইন ও অ্যাজিথ্রোমাইসিন ভালো ফল পাওয়া গেছে এমন খবরের ভিত্তিতে মানুষ ফার্মেসিগুলোয় ভিড় করছে ওষুধ দুটি কিনতে। বিশেষজ্ঞরা বলেছেন, চিকিৎসকের পরামর্শ ছাড়া এসব ওষুধ সেবন করা যাবে না, এতে ভয়ঙ্কর বিপদ হতে পারে।
115) রাজশাহীতে আইসোলেশন ইউনিট হিসেবে দুটি বেসরকারি হাসপাতালকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের অধীনে ন্যস্ত করা হয়েছে। হাসপাতাল দুটি হচ্ছে নগরের লক্ষ্মীপুরে অবস্থিত সিডিএম হাসপাতাল ও রাজশাহীর মতিহার থানাধীন মাসকাটাদিঘি এলাকায় অবস্থিত ক্যানসার হাসপাতাল ও রিসার্চ সেন্টার ট্রাস্ট।
116) দূতাবাস সূত্রে জানা গেছে, বিশেষ উড়োজাহাজে করে ২৬ মার্চ চীনের কুনমিং থেকে নভেল করোনাভাইরাস শনাক্তের ১০ হাজার কিট, স্বাস্থ্যসেবা কর্মীদের নিরাপত্তার জন্য ১০ হাজার পারসোনাল প্রটেক্টিভ ইনস্ট্রুমেন্ট (পিপিআই) এবং ১ হাজার বিশেষ থার্মোমিটার আসছে।
117) লক ডাউন ভংগ করায় ...
118) সাঈদ খোকন বলেন, প্রবাসীদের অবাধ বিচরণের কারণে করোনা ছড়িয়ে পড়ার অবস্থা তৈরি হয়েছে।
119) Italy .... Some tough actions followed quickly, however. The government first forced a full lockdown for 50,000 people in eleven towns in southern Lombardy and in one in the neighboring region of Veneto.  
120) চীনে আজ মঙ্গলবার নতুন করে আরও ৭৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এতে দেশটিতে দ্বিতীয় দফা করোনাভাইরাস ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে।  
121) জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল করোনাভাইরাসে সংক্রামিত হয়েছেন কি না, সে বিষয়ে প্রথম পরীক্ষাটি নেগেটিভ হয়েছে।  
122) করোনা ভাইরাস একটি আশীর্বাদ!!!
মিশরের একজন প্রাক্তন সংসদ সদস্যের বার্তাঃ

করোনারভাইরাসকে ঘৃণা করবেন না
123) হে আল্লহ আমাদের মাফ করে দেন। এই ভাইরাস মোকাবেলা করার শক্তি এবং সামর্থ কোনটাই আমাদের নেই। এইরকম জানাজা বীহিন মৃত্যু আমরা কেও চাই নাহ।😥😥😥
124) পর্যাপ্ত ঘুম রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ===>> #CoronaV
125) আসেন আমাদের চোখে চরমতম ব্যর্থ রাষ্ট্র পাকিস্তান কীভাবে করোনার সাথে ফাইট করছে তার কিছু ধারাবিবরণ দিই। ===>>
126) করোনা ভাইরাস সম্পর্কে খুবিই গুরত্বপূর্ণ কিছু তথ্য।
127) করোনা ভাইরাস সম্পর্কে খুবিই গুরত্বপূর্ণ কিছু তথ্য।
128) Most coronavirus deaths: 
129) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মিরপুরের এক বাসিন্দা গতকাল শনিবার মারা গেছেন। এরপর তিনি যে বাসাটিতে থাকতেন সেটি লকডাউন করা হয়েছে। করোনাভাইরাসে বাবার মৃত্যু নিয়ে তাঁর ছেলে ইকবাল আবদুল্লাহ নিজের ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন।
130) "রিপোর্ট পজিটিভ আসার পর থেকে ওই হাসপাতাল আমাদের প্রেশার দিতে থাকে লাইফ সাপোর্ট খুলে দেওয়ার অনুমোদন দেওয়ার জন্য। কিন্তু আমরা অনুমতি না দিয়ে তাদের বলতে থাকি ট্রিটমেন্ট দিয়ে যাওয়ার জন্য। কিন্তু তারা আর রোগীর কাছেও যায়নি এবং আমাদের আইসিইউ এর ভেতর ঢুকতেও দেয়নি। যা হোক আমার আব্বু অবশেষে ২১ তারিখ ভোর তিনটার সময় ইন্তেকাল করে।"
131) successful treatment for the Corona virus ....
132) Bayan on Corona Virus Pandemic ....
133) এমন পরিস্থিতিতে যথাযথ সুরক্ষা উপকরণ না থাকায় চাকরি ছেড়েছেন বুলগেরিয়ার ৮৪ চিকিৎসক!
134) রাজধানীর মিরপুরে উত্তর টোলারবাগে দারুল আমান নামের নয়তলা একটি ভবন লকডাউন ঘোষণা করা হয়েছে। ভবনটিতে অবস্থান করছে অন্তত ৩০টি পরিবার।
135) Community transmission is the third phase when a person who does not have an international travel history to one of the disease-affected countries or is not a contact of a confirmed case gets infected.
136) The Union government has maintained that there has been no case of community transfer in the novel coronavirus outbreak (COVID-19) in India. But some experts doubt that.
22/03/2020 up-down
137) টাঙ্গাইলের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে করোনা আতঙ্কে কর্মরত সেবিকারা হাসপাতাল ত্যাগের চেষ্টা করেন। শনিবার বিকেল থেকে কুমুদিনী নার্সিং স্কুল এন্ড কলেজের প্রায় দেড় শতাধিক সেবিকা হাসপাতাল ত্যাগের চেষ্টা করেন বলে জানা গেছে।
138) a) কাদের জন্য কোভিড-১৯ মারাত্মক হতে পারে ...
b) ভারতের ভাইরোলজিস্ট অমিতাভ নন্দী জানালেন, বেশি বয়সের মানুষ ও ধূমপায়ীদের রিস্ক ফ্যাক্টর তুলনামূলক ভাবে বেশি। 
139) a) করোনাভাইরাসের স্টেজ থ্রি মানে কী ...
b) ‘স্টেজ থ্রি’ সংক্রমণ মানে যখন এই রোগ কোনও গোষ্ঠীগতভাবে ছড়িয়ে পড়ে এবং বৃহত্তর অঞ্চলের মানুষ সংক্রামিত হয়।  
140) a) কোভিড-১৯ ভাইরাস মানুষের শরীর ছাড়া বাঁচতে পারে না।
b) ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)-এর মতে, কোভিড-১৯-এর সংক্রমণ এখনও পর্যন্ত স্টেজ টু-এ আটকে আছে। 
141) ‘স্টেজ থ্রি’ সংক্রমণ মানে যখন এই রোগ কোনও গোষ্ঠীগতভাবে ছড়িয়ে পড়ে এবং বৃহত্তর অঞ্চলের মানুষ সংক্রামিত হয়। 
142) Very hopeful .... Yousuf Estes Bayan 
143) Corona Test ... very easy ===>>
144) বিশ্বজুড়ে নতুন করোনাভাইরাস (কোভিড–১৯) ছড়িয়ে পড়েছে। এরই মধ্যে বিশ্বের ১৭৬টিরও বেশি দেশে ছড়িয়ে পড়া এই রোগে আক্রান্ত হয়েছে প্রায় আড়াই লাখ মানুষ।  
145) Help @ Corona Emergency ...
146) করোনা রোগী @ ইটালী ...
147) করোনা রোগী ===>
148) গণস্বাস্থ্য র‍্যাপিড ডট ব্লটের (জি র‍্যাপিড ডট ব্লট) একটি সীমাবদ্ধতা রয়েছে বলে জানান জাফরুল্লাহ চৌধুরী। 
149) পানি পান করার সময় সামান্য পরিমাণ ভাইরাসই পাকস্থলীতে যাবে। তা ছাড়া শুধু মুখের মাধ্যমে ভাইরাস ছড়িয়ে পড়ে না। চোখ ও নাকের মাধ্যমে ভাইরাস ছড়িয়ে পড়তে পারে। ফলে ঘন ঘন পানি পান করে করোনা আটকানো যাবে ন।  
150) করোনা ভাইরাস: রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে যেসব খাবার ===>>
151) ঘি ও মধু খেলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে।
152) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ক‌রোনা এমন কোনও শক্তিশালী প্রতিপক্ষ নয় যে তাকে পরাজিত করা যা‌বে না। আমরা ক‌রোনার চে‌য়ে শক্তিশালী। কা‌জেই ভয়‌কে জয় করে এই পরিস্থিতি মোকা‌বিলা কর‌তে হ‌বে।
153) a) করোনা মোকাবিলায় চীনের বিশেষজ্ঞ দল আনার প্রস্তাব
b) স্বাস্থ্যমন্ত্রী বলেন, ইউরোপ এ ভাইরাসকে গুরুত্বসহ নেইনি বলেই তাদের অবস্থা এখন খুব খারাপ। যারা আগে থেকে প্রস্তুতি নিয়েছে যেমন- কোরিয়া, তাইওয়ান তারা কিন্তু তুলানামূলক ভালো আছে। আমরাও আমাদের সীমিত সম্পদ নিয়ে দুই মাস ধরে প্রস্তুতি নিয়েছি। এরপরও আমরা ভালো আছি।
154) মিরপুরের একটি ভবনে একটি পরিবারকে হোম কোয়ারেন্টাইন বাধ্যতামূলক পালনের নির্দেশনা দিয়েছে আইইডিসিআর। 
155) বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী বলেছেন, অশ্লীলতা-বেহায়াপনাসহ অপরাধ প্রবনতা বৃদ্ধি ও জালেম শাসক কর্তৃক বিভিন্ন দেশে মুসলমানদের উপর জুলুম-নির্যাতনের কারনে বিশ্বব্যাপী করোনা ভাইরাস মহামারি আকারে বিশ্বে ছড়িয়ে পড়েছে। যা আল্লাহ তাআলার গজব।  
156) যাদের জ্বর, সর্দি, কাশি,গলাব্যাথা আছে তাদের উদ্দেশ্য করে বলতেছি দয়া করে কেউ আতংকিত হবেন না আবহাওয়া জনিত কারনে এসব উপসর্গ দেখা দিতে পারে।এ সকল উপসর্গ দেখা দিলে দয়া করে বাসায় আবস্হান করুন। পরিবারের সদস্যদের সঙ্গ দয়া করে কিছু দিনের জন্য ত্যাগ করুন।প্রাথমিক আবস্থাতে নিচের ঔষধ গুলো সেবন করুন।
১) Napa Extra 500mg(Paracetamol)
1+0+1(৩দিন খাবার পর)
১)seclo 20mg(omeprazole)
1+0+1 (খাবার আগে)
৩)Alatrol(10mg)Antihistamine
1+0+1(৩দিন খাবার পর)
৪)Ceevit
1+0+1(৭ দিন খাবার পর)
৫)Antazol Nosal Drop
২ ফোঁটা করে দিনে ৩বার
আবস্থাতার উন্নতি না হলে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন।
Omar Faruk Nirob
Training প্রাপ্ত MPE
157) Exclusive: তাক লাগানো উদ্ভাবন নিয়ে লাইভে বললেন জাফরুল্লাহ | Zafrullah Chowdhury | Somoy TV
158) Coronavirus disease (COVID-19) outbreak
https://www.who.int/emergencies/diseases/novel-coronavirus-2019
159) #Virus ...
not only causes diseases, but also cures diseases!
... as Allah SWT wishes for ...
160) ভাইরাস ...

শুধু রোগ ছড়াই না, রোগ দূরও করে।

... সবই আল্লাহর ইচ্ছায়।
161) তুষার ও ঠান্ডা আবহাওয়া করোনাভাইরাসকে মারতে পারে না—ভুল ///
162) পাঁচ হাজারের বেশি প্রবাসী নারায়ণগঞ্জে ফিরেছেন। তাঁদের মধ্যে হোম কোয়ারেন্টিনে আছেন মাত্র ৭৩ জন।
163) 'এ' গ্রুপের রক্ত বহনকারীদের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি সবচেয়ে বেশি।
164) এই সময়, যাঁদের বয়স ৬০ বছরের বেশি এবং যাঁদের ডায়াবেটিস আছে, তাঁরা নিজেরা কোয়ারেন্টিনে থাকুন।
165) a) করোনা সংক্রমণের ৮০ শতাংশই মৃদু বা মাইল্ড ধরনের, যা এমনিতেই সেরে যায়।
166) করোনাভাইরাসের সংক্রমণ পরীক্ষার জন্য বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠান হচ্ছে আইইডিসিআর। অন্য কোন হাসপাতাল বা প্রতিষ্ঠানকে এ দায়িত্ব দেয়া হয়নি।
168) FDA testing coronavirus treatments, including chloroquine, plasma from recovered COVID-19 patients
169) A COVID-19 treatment has already been rolled out at the Montreal Jewish Hospital, giving hope to many that there might be light at the end of the quarantine.
170) চিনে রাখুন করোনা ভাইরাসকে! জানুন আপনি আক্রান্ত কি না! Health Seminar at DIU
171) বিশেষজ্ঞরা বলছেন, করোনার এই প্রজাতিতে সংক্রমণ হলে সব সময় জ্বরই থাকে। তবে অন্য ভাইরাস জ্বরে তাপমাত্রা অনেক বেশি থাকে।
172) অ্যালকোহল পান করলে করোনা থেকে রক্ষা পাওয়ার বিষয়টি সঠিক নয়। ইরানে বহু মানুষের মৃত্যু হয়েছে গুজবের ফাঁদে পা দিয়ে। 
173) করোনাভাইরাসের প্রকোপ থেকে পরিত্রাণের পথে চীন।  
174) Warning @ 2020 ===>> #CoronaV is a minor warning before the major one ....
175) করোনায় হাসপাতালে চিকিৎসকসহ সকল স্বাস্থ্য কর্মীদের নিরাপত্তার জোর দাবি তুললেন এফডিএসআর এর উপদেষ্টা ডা. আব্দুন নূর তুষার
176) ছোঁয়াচে রোগ সংক্রান্ত আকিদা : করোনা ভাইরাস যেন আমাদের ঈমানকে নষ্ট না করে
177) : সর্দি হলে নাকে শরিষার তৈল,,আর কালোজিরা পুটলিতে বেঁধে ঘ্রাণ নিতাম!
178) রাঙ্গামাটি জেলার ডেপুটি কালেক্টর উত্তম কুমার দাশ বলেন, যাদেরকে হোম কোয়ারেন্টাইনে থাকার জন্য বলা হয়েছে  
179) Abdur Razzak ===>> ঠিক বলেছে কারন সেফটি প্রথম আর তার কাছে বর্তমান সমস্যার সমাধান নাই
180) পুরো বিশ্বে করোনা ভাইরাসের কারণে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করতে যাচ্ছে। এরইমধ্যে প্রায় ১৭৯ দেশে ছড়িয়ে পড়েছে ভাইরাসটি। মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে।  
181) করোনার সংক্রমণের চিকিৎসায় জাপানে তৈরি একটি ওষুধ প্রয়োগ করে সুফল পাওয়ার দাবি করেছে চীনা কর্তৃপক্ষ।
182) NewYork ... যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কুইন্সে বসবাসকারী এক বাংলাদেশি পরিবারের চার সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্ত ব্যক্তিরা হাসপাতালে ভর্তি হয়েছেন।
183) উত্তরা ১৮ নম্বর সেক্টর দিয়াবাড়ীতে রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের (আবাসিক) মধ্যে কোয়ারেন্টিন সেন্টার করার জন্য একটি কম্পাউন্ডে কাজ শুরু করছে বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্ববধানে একটি দল।  
184) ইনফ্লুয়েঞ্জার ইনকিউবেশন পিরিয়ড (ভাইরাসের সংস্পর্শে আসা থেকে রোগ উপসর্গ প্রকাশ হওয়ার) এবং মিডিয়ান সিরিয়াল ইন্টারভেল (এক ব্যক্তি থেকে আরেক ব্যক্তিতে ছড়ানোর সময়) কোভিড-১৯-এর চেয়ে কম। কোভিড-১৯-এর সিরিয়াল ইন্টারভেল পাঁচ-ছয় দিন, ইনফ্লুয়েঞ্জার তিন দিন। এর অর্থ, কোভিড-১৯-এর চেয়েও দ্রুত ছড়ায় ইনফ্লুয়েঞ্জা। তবে করোনাভাইরাস অপেক্ষাকৃত অনেক বেশি মানুষের মধ্যে সংক্রমণ ঘটাতে পারে।
185) করোনা ও ইনফ্লুয়েঞ্জা—দুটোই শ্বাসতন্ত্রের রোগ। দুটোর সংক্রমণ ছড়ায়ও একইভাবে—ড্রপলেট (মুখ বা নাকনিঃসৃত তরল কণা), 
186) করোনা ভাইরাসের ক্ষতি থেকে মুক্তির উপায়
---------------------------------------------
মুফতী আবুল হাসান শামসাবাদী 
187) ছোঁয়াচে বা সংক্রামক রোগতত্ত্ব নিয়ে বিভ্রান্তি ও তার হাকীকত
-------------------------------------------------------------
মুফতী আবুল হাসান শামসাবাদী 
188) Video .... Corona Virus spreading ....
189) Creating herd immunity for coronavirus .....
190) Breaking News ... Corona Virus Testing Kit @ very cheap rate within 15 minutes in Bangladesh ===>>
191) স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক করোনা ভাইরাসে মৃত ব্যক্তি সম্পর্কে বলেন :  ওই ব্যক্তির মেয়ে ইতালি প্রবাসী। তিনি তার বাবার শরীরে করোনা ভাইরাস ছড়িয়ে দিয়ে ইতালি চলে যান  ... 
192) #CoronaV .... জাহিদ মালেক বলেন, ইতিমধ্যে কুয়েত মৈত্রী হাসপাতালকে এই রোগের চিকিৎসার জন্য ব্যবহার করা হচ্ছে।  
193) Symptoms of #CoronaV infection .... খুব জরুরী,খুব জরুরী!!! আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক!
194) থানকুনি পাতার কেরামতি; কোন পীরসাহেব নাকি স্বপ্নে পেয়েছেন, "তিনটা পাতা আর তিন টুকরা আদা খেলে করোনা ভাইরাস সেরে যাবে"! ===>>
195) Dua in Qatar on #CoronaV ....
196) #CoronaV ... ফুসফুসে পৌঁছানোর আগে করোনা ভাইরাস চার দিন গলায় থাকে এবং এ সময় ব্যক্তির কাশি এবং গলায় ব্যথা শুরু হয়। যদি তিনি প্রচুর পরিমাণে পানি পান করেন এবং লবন বা ভিনেগার মিশ্রিত হালকা গরম পানি দিয়ে গলগলা করে কুলি করেন তবে তার ভাইরাস দূর হয়। এই তথ্যটি ছড়িয়ে দিন কারণ আপনার এই তথ্যর মাধ্যমে কাউকে বাঁচাতে পারেন।
197) #CoronaVirus  ...
এই ব্যাধির উপসর্গগুলির মধ্যে আছে জ্বর, শুকনো কাশি, শ্বাসকষ্ট, পেশীতে ব্যথা ও অবসাদগ্রস্ততা। সঠিক সময়ে সেবা-শুশ্রুষা না পেলে ব্যাধিটি জটিল আকার ধারণ করে, যার ফলে ফুসফুস প্রদাহ (নিউমোনিয়া), তীব্র শ্বাসকষ্টজনিত উপসর্গসমষ্টি, রক্তে জীবাণুদূষণরোধী তীব্র অনাক্রম্য প্রতিক্রিয়া (সেপসিস) ও জীবাণুদূষণজনিত অভ্যাঘাত (সেপটিক শক) হতে পারে এবং পরিশেষে মৃত্যুও হতে পারে। =====>> 
Proxysite: http://www.newsbybd.net/blog/blogdetail/detail/10320/kobitabilash/85882 
198) #CoronaV .... discussion ....
199) Corona Drama ....
200) জ্বর, ঠান্ডা,কাশির রোগীরা বাসায় বসে চিকিৎসা নিন... হোম কোয়ারেন্টাইনে থাকুন....সদর হাসপাতালে বা চেম্বারে ভীড় করে অন্যদেরকে ঝুকির মুখে ফেলবেন নাহ...
চিকিৎসা...

#Tab. Napa Extend (665mg)
১+১+১-ভরা পেটে যদি জ্বর,ব্যাথা থাকে,প্রয়োজন মতো...

#Tab. Fenadin or Tab.Fexo (120mg),
০+০+১=৭ দিন

#Tab. Ceevit/Vasco (250mg)
১+০+১....–২ সপ্তাহ

#Antazol Nasal drop
১ ফোটা,২ নাকের ছিদ্রে,দিনে ৩ বার

#Cap Losectil(20mg)
১+০+১–খাওয়ার ২০ মিনিট আগে,যাদের এসিডিটির সমস্যা আছে...

200) Coronavirus Spreading
https://corona.katapult-magazin.de/
19/03/2020 up-down 


No comments:

Post a Comment