Friday, August 8, 2014

নারীদের একটা কঠিন অসুখ থেকে বাঁচানোর প্রয়াসে

৫৬ জন নারী মৃত্যুবরন করেছে শুধুমাত্র Whisper, Stayfree সহ বিভিন্ন ব্র্যান্ডের চমৎকার সব স্যানিটারি ন্যাপকিনের কারনে।
একটি মাত্র স্যানিটারি প্যাড পুরো একদিন ব্যবহার করতে পারার অন্যতম কারন হচ্ছে এর মধ্যে থাকা ক্ষতিকারক রাসায়নিক পদার্থের উপস্থিতি। যেমন, গাছের মন্ড/ গাছপালার অপরিশোধিত শ্বেতসার এবং মারাত্মক ভাবে শুষে নিতে পারে এমন রাসায়নিক পদার্থ, যা তরল পদার্থ সমূহকে জেলির মত থকথকে পদার্থে রুপান্তরিত করে। এটা মুত্রাশয় এবং জরায়ুতে ক্যান্সার তৈরি করে।

তাই আল্ট্রা ন্যাপকিন কোনো অবস্থাতেই নয়, চাইলে ম্যাক্সি প্যাড ব্যাবহার করতে পারেন। ম্যাক্সি প্যাড অনেকটাই নিরাপদ। সবচেয়ে ভালো হয় যদি আপনি শুধুমাত্র তুলোর তৈরি প্যাড ব্যাবহার করেন। আর হ্যাঁ ... অবশ্যই মনে করে আপনার প্যাডটি অন্তত প্রতি ৫ঘন্টা পর পর পরিবর্তন করুন।

যদি আপনি সময়কে দীর্ঘায়ীত করেন, আপনার রক্ত সবুজ রঙ ধারন করে, সেখান থেকে ছত্রাক তৈরি হয়ে জরায়ুর মাধ্যমে শরীরে প্রবেশ করতে পারে।

এই ব্যাপারটি নিয়ে কোন লজ্জা নয়। আলোচনা করুন সবার সাথে এমনকি প্রতিটি ছেলের সাথেও যাতে করে তারা তাদের পছন্দের মানুষ এবং পরিবারকে একটি নিরাপদ জীবন পেতে সাহায্য করতে পারে।

সচেতনতা খুবই গুরুত্বপূর্ণ।
নিরাপদে থাকুন। সুস্বাস্থ্য এবং শুভকামনা রইল। LINK

No comments:

Post a Comment