Friday, August 8, 2014

আদার বটিকা

Source LINK 


১ থেকে ৩ গ্রাম আদা খোসা ছাড়িয়ে মিহি করে কুচিয়ে নিন এবং তার সাথে সৌন্ধব লবন (না থাকলে সাধারণ লবন) মিশিয়ে খাওয়ার আধ ঘন্টা আগে প্রতিদিন দিনে ১ বার করে ৭-৮ দিন সেবন করুন। আদা কুচি লবনের সাথে দু'এক ফোটা লেবুও যোগ করতে পারেন।

১. হজম শক্তি বৃদ্ধি পায়।
২. ক্ষুধা বৃদ্ধি হয়।
৩. পেট থেকে বায়ু নির্গত হয়।
৪. খাবার রুচি বাড়ায়।
৫. জিভ পরিষ্কার করে।
৬. পেট ব্যথা দূর করে।
৭. কোষ্ঠকাঠিন্য দূর করে।
৮. কফ দূর হয়।

জানি লাইক দিবেন না। কারন আমাদের লিখার কোন মূল্য নেই আপনাদের কাছে। লাইক দেন বা নাই দেন আপনারা আমাদের পোস্টগুলো পড়ে উপকৃত হলেই আমাদের লিখা স্বার্থক। কারন আপনাদের সুখী জীবনই আমাদের কাম্য।

অনুগ্রহ করে সবাই শেয়ার করবেন সকল মুসলিম ভাইদের সাথে । 

No comments:

Post a Comment