Monday, August 11, 2014

ব্রণ সম্পর্কে কিছু কথা

Source LINK 
১, ব্রণ বয়োসন্ধির একটি সাধারন রোগ, বয়স বাড়ার সাথে সাথে (সাধারনত ২৫ বৎসর বয়সের মধ্যে )আপনা আপনি ভালো হয়ে যায় ।
২, শতকরা ৯০ ভাগ টিন এজার এই রোগে আক্রান্ত হয় ।
৩, দাগ, গর্ত যাতে না হয়, সেজন্য চিকিৎসা করাতে হয় ।


নিষেধঃ

১, ব্রণ খুটা বা চিমটানো
২, ছাতা বা ক্যাপ ছাড়া রোদে বের হওয়া
৩, মুখে যে কোন প্রকার কসমেটিকস ব্যবহার
৪, অত্যধিক টেনশন করা
৫, খুব বেশী সাবান বা ফেস ওয়াশ ব্যবহার করা
৬, চুলে খুব বেশী তেল ব্যবহার করা
৭, চুলে হেয়ার জেল ব্যবহার করা

ব্রণের সাধারণ চিকিৎসাঃ ***(বিশেষজ্ঞ চিকিৎসকের তত্বাবধান ছাড়া ঔষধ ব্যবহার নিষেধ)***

লাগানোর মলম----

১. Azelec Cream
২. Fona Cream
৩. Cosmotrin Cream
৪. Oxigel Gel
৫. Brevoxyl Cream

লাগানোর লোশন----

১. A- Mycin lotion/ Eromycin Lotion
২. Clinex Lotion

খাবার ঔষধ------

১. Tetracycline/Oxi tetracycline/Doxycycline
২. Erythromycin/Azithromycin/ Clindamycin

ব্রণের অত্যাধুনিক চিকিৎসাঃ

১, কেমিকেল পিলিং
২, মাইক্রো ডার্ম এব্রাসন (এম সি ডি)
৩, কমেডো এক্সট্রাকসন
৪, লেজার

***********The Best Treatment-------**********
( পৃথিবীর সব Skin Center এ পাওয়া যায় )
=================================

কেমিকেল পিলিং এর মূলকথা-=====CHEMICAL PEEL---- সৌন্দর্য্যের আদি রহস্য=======
**************************************
১, এটি একটি লাগানোর ঔষধ; যা বিভিন্ন খাদ্য শস্য-ফল ও দুধের নির্যাস থেকে ইউরোপ ও আমেরিকার ঔষধ কারখানায় তৈরী হয়

২. এক্সপার্টরা (বিশেষ ট্রেনিং প্রাপ্ত) আক্রান্ত স্থানে লাগায়; এবং এই ঔষধ পুরাতন, অসুস্থ ত্বককে ফেলে দেয়

৩, প্রায় ব্যথামুক্ত, হালকা জ্বালা-পুড়া করতে পারে, সর্বোচ্চ ০২ মিনিট পর্যন্ত

৪, এতে প্রাকৃতিক উপাদান ব্যবহৃত হয় তাই পার্শ্ব প্রতিক্রিয়া নাই

৫, প্রাচীন পদ্ধতির বৈজ্ঞানিক সংস্করন, যা গত ৭০ বৎসর যাবৎ সারা পৃথিবীতে এবং গত ১৫ বৎসর যাবৎ আমাদের দেশে ব্যবহৃত হয়ে আসছে।

৬, এটি

***ত্বকের সৌন্দর্য্য বর্ধনে ও------ রং ফর্সাকারী হিসাবে
****তিল, দাগ, মেসতা, বলীরেখা ---------দূরীকরনে
*****স্ট্রায়া বা ফাটা দাগ---------- দূরীকরনে
*******ব্রণের চিকিৎসায় ব্যবহৃত হয়

No comments:

Post a Comment