Source LINK
লিঙ্গভঙ্গ (Penile Fracture)
লিঙ্গে সমস্যা নিয়ে এক রোগী ভর্তি হয়েছে সার্জারী ইউনিটে।
স্যারকে জিজ্ঞেস করলাম, কি সমস্যা ওনার?
স্যার আমাকে অবাক করে দিয়ে বলল, Fractured Penis এর রোগী। Very very rare case.
Penis(লিঙ্গ)-এ কোন অস্থি নেই বলেই জানি। আর Fracture শব্দটা মানেই হল অস্থি-তরুনাস্থির ব্যাপার।
তাহলে?
বেশ কৌতুহল হল বিষয়টা নিয়ে। এমনিতে পড়ালেখা তেমন না করলেও এই বিষয় নিয়ে ঠিকই রীতিমত উঠে পড়ে লাগলাম। ঘেটেঘুটে অনেক তথ্যও পেলাম।
লিঙ্গে কিছু Erectile Spongy Tissue থাকে। এরা হল এক জোড়া Corpus cavernosum এবংCorpus spongiosum। উত্তেজনা পর্যায়ে Corpus cavernosum এ রক্ত এসে সাময়িক জমা হয় বলেই Penis Erect হয়। এইCorpus cavernosum আবার tunica albuginea নামক পর্দা দ্বারা আবৃত থাকে। মাংসের মধ্যে আপনারা পাতলা পর্দার মত দেখে থাকবেন। এটাও অনেকটা সেরকম শক্ত এবং ইলাস্টিক। এখন কোন কারণে যদি Erect থাকা লিঙ্গে আঘাতের কারণে অথবা বেকে যাওয়ার কারণে এই tunica albuginea নামক পর্দা ফেটে যায় তখন এটাকে Penile Fracture। ফেটে যাওয়ার সময় আওয়াজ হয় এবং হাড়ের মতই শক্ত লিঙ্গ ভাঙ্গে বলে এই জখমকে Fracture অভিহিত করা হয়েছে।
আমাদের হসপিটালে ভর্তি হওয়া রোগীর লিঙ্গভঙ্গের কারণ এখনও জানা যায় নি। বেচারা কি করতে গেছিল কে জানে। বেশ লজ্জার মধ্যে আছে। Penile Fracture হলে যত দ্রুত সম্ভব Operation করতে হয়। নতুবা ভবিষ্যতে রোগীর অনেক ক্ষতি হতে পারে। এ রোগীরও যথাযথ চিকিৎসা চলছে।
(কালেকটেড)
লিঙ্গভঙ্গ (Penile Fracture)
লিঙ্গে সমস্যা নিয়ে এক রোগী ভর্তি হয়েছে সার্জারী ইউনিটে।
স্যারকে জিজ্ঞেস করলাম, কি সমস্যা ওনার?
স্যার আমাকে অবাক করে দিয়ে বলল, Fractured Penis এর রোগী। Very very rare case.
Penis(লিঙ্গ)-এ কোন অস্থি নেই বলেই জানি। আর Fracture শব্দটা মানেই হল অস্থি-তরুনাস্থির ব্যাপার।
তাহলে?
বেশ কৌতুহল হল বিষয়টা নিয়ে। এমনিতে পড়ালেখা তেমন না করলেও এই বিষয় নিয়ে ঠিকই রীতিমত উঠে পড়ে লাগলাম। ঘেটেঘুটে অনেক তথ্যও পেলাম।
লিঙ্গে কিছু Erectile Spongy Tissue থাকে। এরা হল এক জোড়া Corpus cavernosum এবংCorpus spongiosum। উত্তেজনা পর্যায়ে Corpus cavernosum এ রক্ত এসে সাময়িক জমা হয় বলেই Penis Erect হয়। এইCorpus cavernosum আবার tunica albuginea নামক পর্দা দ্বারা আবৃত থাকে। মাংসের মধ্যে আপনারা পাতলা পর্দার মত দেখে থাকবেন। এটাও অনেকটা সেরকম শক্ত এবং ইলাস্টিক। এখন কোন কারণে যদি Erect থাকা লিঙ্গে আঘাতের কারণে অথবা বেকে যাওয়ার কারণে এই tunica albuginea নামক পর্দা ফেটে যায় তখন এটাকে Penile Fracture। ফেটে যাওয়ার সময় আওয়াজ হয় এবং হাড়ের মতই শক্ত লিঙ্গ ভাঙ্গে বলে এই জখমকে Fracture অভিহিত করা হয়েছে।
আমাদের হসপিটালে ভর্তি হওয়া রোগীর লিঙ্গভঙ্গের কারণ এখনও জানা যায় নি। বেচারা কি করতে গেছিল কে জানে। বেশ লজ্জার মধ্যে আছে। Penile Fracture হলে যত দ্রুত সম্ভব Operation করতে হয়। নতুবা ভবিষ্যতে রোগীর অনেক ক্ষতি হতে পারে। এ রোগীরও যথাযথ চিকিৎসা চলছে।
(কালেকটেড)
No comments:
Post a Comment