Tuesday, September 30, 2014

নিয়মিত প্রস্টেট পরীক্ষা জরুরি?

৫০ বছরের বেশি বয়সী পুরুষদের প্রস্টেট ক্যানসারের ঝুঁকি নির্ণয়ে প্রায়ই রক্তে পিএসএ পরীক্ষা করা হয়। প্রস্টেট গ্রন্থি পুরুষদের মূত্রাশয়ের নিচে অবস্থিত এবং বয়সের সঙ্গে এটির আকার বৃদ্ধি পায়।
বয়স্ক পুরুষদের প্রস্রাবের সমস্যা, প্রস্রাবে সংক্রমণ ও রক্তপাত ইত্যাদির একটি অন্যতম কারণ হলো এই প্রস্টেট গ্রন্থির বৃদ্ধি।
তবে আয়তনে বড় সব প্রস্টেট গ্রন্থিতেই যে ক্যানসার হয় তা নয়। যদিও সারা বিশ্বে এটি পুরুষদের দ্বিতীয় প্রধান ক্যানসার। ৫০ বছরের বেশি বয়স ও পারিবারিক ইতিহাস থাকলে এই ঝুঁকি সবচেয়ে বেশি। তাই এত দিন বয়স্ক পুরুষদের নিয়মিত বছরে অন্তত একবার ক্যানসারের ঝুঁকি নির্ণয়ে রক্তে প্রস্টেট স্পেসিফিক এনটিজেন বা পিএসএ টেস্ট করার কথা বলা হতো।
কিন্তু এখন বিজ্ঞানীরা বলছেন, যথেষ্ট সন্দেহ করার মতো উপসর্গ না থাকলে নিয়মিত এই পরীক্ষা করার দরকার নেই। এ বিষয়ে আমেরিকান ইউরোলজি অ্যাসোসিয়েশন তাদের আগের অবস্থান থেকে সরে এসেছে। এমনকি হার্ভার্ড স্কুল অব পাবলিক হেলথের চিকিৎসকেরা বলছেন, প্রস্টেট ক্যানসার একটি নিম্ন ঝুঁকির ক্যানসার। বেশির ভাগ প্রস্টেট ক্যানসারের রোগী মারা যান অন্য কোনো রোগে বা সমস্যায়, ক্যানসারের কারণে নয়। তাই অকারণ পরীক্ষা-নিরীক্ষা কেবল মানসিক চাপ ও খরচই বাড়াবে। তাই সুস্পষ্ট উপসর্গ বা নির্দেশনা না থাকলে ও পারিবারিক ইতিহাসের ঝুঁকি না থাকলে সব পুরুষেরই নিয়মিত পিএসএ করার দরকার নেই। এবিসি হেলথ।

No comments:

Post a Comment