1) Blood Pressure - - - - LINK
2) স্ট্রোককে চিনুন... সহজ তিনটি ধাপঃ-
S T ও R...পড়ুন এবং জানুন! S – Smile রোগীকে হাসতে বলুন।T – Talk রোগীকে আপনার সাথে সাথে একটি বাক্য
বলতে বলুন। উদাহরণঃ আজকের দিনটা অনেক সুন্দর। R
– Raise hands. রোগীকে একসাথে দুইহাত
উপরে তুলতে বলুন। এর কোনো একটিতে যদি রোগীর
সমস্যা বা কষ্ট হয়, তৎক্ষণাৎ
দেরি না করে তাকে হাসপাতালে নিয়ে যান।
3) Blood Donation =====>> LINK
1. এন্টিবায়োটিক ঔষধ সেবন করলে রক্ত-দান করা যাবে কিনা ?উত্তরঃ- শেষবার সেবনের কমপক্ষে ১ সপ্তাহ পর করা যাবে।
2. সর্দি-জ্বর অথবা কোন ভাইরাস জনিত রোগে আক্রান্ত অবস্থায় রক্ত-দান করা যাবে কিনা ?
উত্তরঃ- জ্বর-সুস্থ হওয়ার কমপক্ষে ৭ দিন পর দেয়া যাবে
3. কোন প্রকার টিকা গ্রহণ করলে কতদিন পরে রক্ত-দান করা যাবে?
উত্তরঃ- 2৮ দিন
4. যক্ষ্মার হলে পূর্ণমাত্রার ওষুধ সেবনের কতদিন পর রক্ত-দান করা যাবে?
উত্তরঃ- ২ বছর
5. হেপাটাইটিস এ/হেপাটাইটিস-ই সুস্থ হওয়ার কত মাস পর রক্ত-দান করা যাবে?
উত্তরঃ- ৬ মাস
6. হেপাটাইটিস বি, সি আক্রান্তরা রক্ত-দান করতে পারবে ?
উত্তরঃ- কখনই রক্ত-দান করতে পারবেনা।
7. জন্মনিয়ন্ত্রণ পিল খাওয়া অবস্থায়ও রক্ত-দান করা যায় কিনা ?
উত্তরঃ- রক্ত-দান করা যাবে।
8. গর্ভাবস্থায় রক্ত দেয়া যাবে কিনা?
উত্তরঃ- না
9. মেয়েলি সমস্যা চলাকালিন রক্ত দেয়া যাবে কিনা ?
উত্তরঃ- না
10. ক্যানসার, হৃদরোগ, বাতজ্বর, সিফিলিস(যৌন রোগ., কুষ্ঠ বা শ্বেতী রোগীরা রক্ত-দান করতে পারবে কিনা ?
উত্তরঃ- কখনও রক্ত-দান করতে পারবে না
11. কোন কারনে রক্ত-গ্রহণ করলে, কত দিন পর রক্ত-দান করতে পারবে ?
উত্তরঃ- ১ বছর
12. হাঁপানি রোগির ইনহেলার ও নিয়মিত ঔষধ সেবন করলে রক্ত-দান করা যাবে কিনা ?
উত্তরঃ- না
13. রক্তদানের কতদিন পর আবার রক্তদান করা যাবে ?
উত্তরঃ- পুরুষদের ক্ষেত্রে ৩ মাস অন্তর-অন্তর এবং নারীদের ক্ষেত্রে ৪ মাস অন্তর অন্তর।
4) সর্দিগর্মির সাথে যদি কাশি হয় তাহলে তুলসী ও আদার রস খুব উপকারে দেয়। ফুটন্ত পানিতে তুলসী পাতা ও আদা দিয়ে ভালো করে ফোটান। ঈষদুষ্ণ এই মিশ্রণ খুশখুশে কাশি দূর করবে ও বুকে কফ জমতে দেবে না। LINK
No comments:
Post a Comment