Tuesday, September 30, 2014

Health Care Post 2014 8 O

1) মনোচিকিৎসক গেইল সালজ যুক্তরাষ্ট্রের সিবিএস টেলিভিশনে একটি অনুষ্ঠানে বলেন, স্মার্টফোনের ব্যবহার শিশুদের ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। যে বয়সে শিশু তার শব্দসম্ভার সমৃদ্ধ করবে, কথা বলা ও অন্যের কথা শুনে তা বোঝার বিষয় রপ্ত করবে, সে বয়সে এ যন্ত্রের ব্যবহার তার দক্ষতা অর্জনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। সালজ আরও বলেন, স্মার্টফোনের পেছনে শিশু যে সময় ব্যয় করে, সে সময়টায় মুক্তভাবে চিন্তা করার সুযোগ হারায়। খবর টাইমস অব ইন্ডিয়া অনলাইনের।

2) একজন পূর্ণবয়স্ক মানুষের জন্য ৭ থেকে ৮ ঘণ্টা ঘুম অপরিহার্য। সুস্থ, স্বাভাবিক জীবনযাপনে সুনিদ্রার কোন বিকল্প নেই। দীর্ঘদিনের অনিদ্রা বা অনিয়মিত ঘুমের অভ্যাস মানুষকে ধীরে ধীরে এমন একটি স্তরে নিয়ে যায়, যেখান থেকে ফিরে আসতে অনেক কাঠখড় পোড়াতে হয়। তাই প্রথম থেকেই সচেতন হওয়া ভাল। কারও কারও ঘুমের বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে। সে প্রতিবন্ধকতাগুলো দূর করে তবেই সুনিদ্রা নিশ্চিত করতে হবে। এ জন্য বিশেষজ্ঞরা কয়েকটি টিপস দিয়েছেন। এখানে সেগুলো তুলে ধরা হলো:
====>> LINK
3) In one of his statements, Elbaradei said: “A silent crisis in cancer treatment persists in developing countries and is intensifying every year. At least 50 to 60 percent of cancer victims can benefit from radiotherapy, but most developing countries do not have enough radiotherapy machines or sufficient numbers of specialized doctors and other health professionals.”
4) বাজারে যে লিচু বিক্রি করা হয়, তাতে মেশানো হয় বিষাক্ত রাসায়নিক। এ লিচু মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। বিশেষ করে শিশুদের জন্য খুবই বিপজ্জনক। শিশু বিশেষজ্ঞ চিকিত্সকরা বলেছেন, বিষাক্ত রাসায়নিক মেশানো লিচু আর বিষ খাওয়ার মধ্যে কোন পার্থক্য নেই। এ লিচু খেলে ক্যান্সার, কিডনি ও লিভারে জটিল ব্যাধি বাসা বাঁধতে পারে। LINK

5) লিভারের জন্য ক্ষতিকর অভ্যাস গুলো



No comments:

Post a Comment