Tuesday, September 30, 2014

Health Care Post 2014 8 K

1) যৌন স্বাস্থ্য সুরক্ষায় এড়িয়ে যেতে হবে যে ৬টি খাবার LINK

2) জেনেরিক ওষুধ নিয়ে ভারত-যুক্তরাষ্ট্র বিরোধ LINK

3) Bipolar Disorder - - - - LINK

4) মোবাইল ফোনের ব্যবহারের সম্ভাব্য শারীরিক সমস্যাগুলি হল 

----------------->>
১) মস্তিষ্কের রক্তসঞ্চালন বাধাপ্রাপ্ত হয়।
২) ক্যান্সার
৩) স্মৃতিশক্তি লোপ
৪) মানসিক স্থিরতা নষ্ট,
৫) উত্তেজনা,
৬) মাথাযন্ত্রণা,
৭) অনিদ্রা,
8) ব্যবহারে পরিবর্তন,
৯) ক্লান্তিভাব,
১০) শ্রবণ ক্ষমতা হ্রাস

4-a) অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহারের ক্ষতি ===>


শুক্রাণুর গুনগত মান ও পরিমাণ হ্রাস - - - - - - -
এখনকার সময়ে ছেলেদের প্রায় সবাই নিজেদের প্যান্টের পকেটে মোবাইল ফোন রাখে। বেশ কয়েকটি গবেষণায় দেখা গিয়েছে, যেসব পুরুষ বা ছেলে খুব বেশি মোবাইল ফোন ব্যবহার করেন তাদের শুক্রাণু খুব দ্রুত নষ্ট হয়ে যায়। এছাড়া শুক্রাণুর ঘনত্ব হ্রাস পেতে থাকে। আমরা যখন ফোনে কথা বলার পর ফোন পকেটে রেখে দিই, তখন এটি কিছুটা উত্তপ্ত অবস্থায় থাকে। এর ফলে অন্ডকোষের চারপাশে তাপমাত্রা বেড়ে যায়। অথচ শুক্রাণু দেহের ভেতরে মাত্র ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সক্রিয় থাকে। তাই অতিরিক্ত তাপমাত্রা শুক্রাণুর জন্য ক্ষতিকর। আবার আমাদের শরীর থেকে নির্দিষ্ট পরিমাণে উপকারী তড়িৎ-চৌম্বকীয় তরংগ বের হয়, কিন্তু মোবাইল ফোনের উচ্চ মাত্রার তড়িৎ-চৌম্বকীয় তরঙ্গ আমাদের দেহের তড়িৎ-চৌম্বকীয় তরঙ্গের নিঃসরণকে বাধাগ্রস্ত করে। যার ফলে অস্বাভাবিক আকৃতির শুক্রাণু তৈরি হয়।  LINK 
5) 

No comments:

Post a Comment