Tuesday, September 30, 2014

পেঁপেই ফলের রাজা

Source LINK 

পেঁপেকে পৃথিবীর উৎকৃষ্টতম ফলের সম্মান দিলেন অস্ট্রেলিয়ার একদল বিজ্ঞানী। কম মাত্রার ক্যালোরি ও উচ্চমাত্রার পুষ্টির জন্য পেঁপেকে এই স্থান দেয়া হয়েছে বলে বিজ্ঞানীরা জানান।

পেঁপের বাকল ত্বকের ঘা সরাতে দারুণ কাজ করে। আঘাতের ক্ষেত্রেও পেঁপের বাকল ওষুধের কাজ করে। ক্যান্সার, অ্যানিমিয়া ইত্যাদি রোগ প্রতিরোধের ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে পেঁপে।

চুল বাড়াতে সাহায্য করার পাশাপাশি খুস্কির সমস্যাও মেটায় পেঁপে। এছাড়াও হজম শক্তি বৃদ্ধি ও  কোষ্ঠকাঠিন্যোর ক্ষেত্রে বিশেষ ভূমিকা নেয়ার জন্যই এই ফলকে রাজা আখ্যা দেয়া হয়েছে বলে বিজ্ঞানীরা জানান। 

No comments:

Post a Comment